YouTube Gears গাইড !

যারা সদ্য সদ্য ইউটিউব চ্যানেল শুরু করতে চান তাদের কাছ থেকে “একটি YouTube চ্যানেল শুরু করার জন্য কোন কোন Gears লাগবে ?” এই প্রশ্নটা  আমরা সব সময়ই পেয়ে থাকি।

এটা নিয়ে বিতর্কেরও শেষ নেই !

এই নিয়ে আপনিও যদি চিন্তিত থাকেন অথবা আপনিও যদি একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করার কথা ভাবছেন, সে Prank Channel বা Tech Channel যায় হোকনা কেন, তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন !

[bctt tweet=”একটি ইউটিউব চ্যানেল শুরু করার জন্য কোন কোন গিয়ার লাগবে ?” username=”shresthoblog”]

এই আর্টিকেলে আমরা আলোচনা করবো একটি YouTube চ্যানেল শুরু করার জন্য কোন কোন Gears লাগবে !

ক্যামেরা :

যে কোনো YouTube Channel শুরু করতে হলে সবার প্রথমেই যে Gear দরকার তা হল ক্যামেরা !

তবে একটা কথা বলে রাখা ভালো ক্যামেরা মানেই একেবারে ডিএসএলআর এর কথা বলা হচ্ছে না।

তবে একটা কথা বলে রাখা ভালো ক্যামেরা মানেই একেবারে ডিএসএলআর এর কথা বলা হচ্ছে না। আপনি চাইলে আপনার ফোনের ক্যামেরা দিয়েই অসাধারণ ভিডিও শুট করতে পারবেন।

আপনি চাইলে আপনার ফোনের ক্যামেরা দিয়েই অসাধারণ ভিডিও শুট করতে পারবেন।

Samsung, MI, Honor -এইসব ফোনের ভিডিও কোয়ালিটি অসাধারণ এবং খুব সহজেই আপনি শুট করে পোস্ট করতে পারবেন।

এছাড়া আপনি যদি ডিএসএলআর কিনতে পারেন তাহলে তো অসাধারণ হয়। 

Canon EOS 80D, Canon EOS 200D এই ডিএসএলআর গুলো ভিডিও শুট করার জন্য অসাধারণ।

এর আগেও আমরা আলোচনা করেছি YouTuber-দের জন্য শ্রেষ্ঠ বাজেট DSLR কোনটি ?

এটা পড়ে নিন ।

রেকর্ডিং ডিভাইস :

ক্যামেরার পরেই সব থেকে প্রয়োজনীয় Gear হলো অডিও রেকর্ডিং গিয়ার।

অনেকসময় ক্যামেরার থেকেও এর গুরুত্ব বেশি প্রয়োজনীয় হয়ে যায়।

তাই ভালো অডিও রেকর্ডিং ডিভাইস কেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্যামেরার পরেই সব থেকে প্রয়োজনীয় গিয়ার হলো অডিও রেকর্ডিং গিয়ার। অনেকসময় ক্যামেরার থেকেও এর গুরুত্ব বেশি প্রয়োজনীয় হয়ে যায়। তাই ভালো অডিও রেকর্ডিং ডিভাইস কেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনি যদি Prank Channel খুলতে চান তাহলে কিনতে পারেন Zoom H1n Handy Recorder-এর মত রেকর্ডিং ডিভাইস গুলি।

এগুলি অল্প টাকায় আপনাকে অসাধারণ পারফরমেন্স দেবে।

আপনি যদি Tech Channel বা News Channel খুলতে চান তাহলে Blue Microphones Yeti USB MicrophoneSamson Go Mic Portable Microphone  কিনতে পারেন ।

এর মত অডিও রেকর্ডিং ডিভাইস গুলির জনপ্রিয়তা অত্যন্ত বেশি।

বেশির ভাগ পপুলার টেক চ্যানেল ও রোস্টিং চ্যানেল গুলি এই ডিভাইস গুলিই ব্যবহার করেন।

এগুলি ব্যবহার করাও অত্যন্ত সহজ।

এছাড়াও আর একটি জনপ্রিয় অডিও রেকর্ডিং ডিভাইস হল ল্যাপেল মাইক।

এগুলি খুবই ছোট।

আপনার শার্টে আটকে নিতে পারবেন।

ও এগুলো আপনার ভিডিও তেও প্রফেশনাল লুক দেবে আর ব্যবহার করাও খুবই সহজ।

এমনই জনপ্রিয় কয়েকটি ল্যাপেল মাইক হল Boya Omnidirectional Lavalier MicrophoneGeneric Mini Lapel Lavalier Microphone

তার মধ্যে Boya Omnidirectional Lavalier Microphone এর জনপ্রিয়তায় সব থেকে বেশি ।

এতে দেওয়া তারের দৈর্ঘ্য তাও অনেকটাই বেশি। তাই সবাই এটাই পছন্দ করেন।

আপনি অল্প টাকায় ল্যাপেল মাইক কিনতে চাইলে কিনতে পারেন Generic Mini Lapel Lavalier Microphone মাইক টি।

এর একটাই সমস্যা এর তারেদৈর্ঘ্য।

এটি খুবই ছোট তবে এর সাউন্ড কোয়ালিটি অসাধারণ।

সহজেই এটাকে ফোনের সাথে যোগ করে রেকর্ড করতে পারবেন।

লাইট :

অডিও ভিডিও রেকর্ডিংয়ের পর আরো একটি গুরুত্বপূর্ন গিয়ার হল লাইট।

ক্যামেরা বা অডিও রেকর্ডিং গিয়ার ভালো হওয়ার সত্ত্বেও আপনার ভিডিওতে যদি পর্যাপ্ত লাইটিং এর অভাব থাকে তাহলে আপনার ভিডিও মূল্যহীন হয়ে পড়ে।

ভিডিও কোয়ালিটি এক ধাক্কায় অনেকটাই নেমে যাবে।

তাই লাইটিং এর উপর জোর দিতে হবে আপনাকে প্রথম থেকেই।

আপনি চাইলে টিউব লাইট ব্যবহার করে শুরু করতে পারেন।

ও আস্তে আস্তে প্রফেশনাল লাইটিং এর দিকে এগিয়ে যেতে পারেন।

Simpex Professional Video Light KitSonia Pair Porta Umbrella Video Light এর মতো লাইট গুলো খুবই ভালো পারফরম্যান্স দেয় এবং এগুলি অনেক প্রফেশনাল ইউটিউবাররা ব্যবহার করে থাকেন।

পিসি :

ভিডিও ও অডিও রেকর্ডিং ডিভাইসের পরই আর একটি প্রয়োজনীয় একটি গিয়ার হল কম্পিউটার বা আপনার এডিটিং ডিভাইস।

তবে এখন কম্পিউটার এর মতোই আপনার মোবাইলের সাহায্যেও খুব সহজেই ভালো ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন।

তবে কম্পিউটার বা ল্যাপটপে ফ্লেক্সিবিলিটি একটু বেশিই পাবেন।

এডিটিং করার জন্য সব থেকে ভালো ও পাওয়ার ফুল এডিটিং ল্যাপটপ হল Acer A515-51G 8th GenerationLenovo IdeapadApple MacBook Airএর মত ল্যাপটপ গুলি।

এছাড়াও আপনার ডেস্ক টিকে সুন্দর করে সাজানোর জন্য ব্যবহার করতে পারেন এগুলি- Philips 61013 Breeze 5-Watt LED Desk light , Artificial Bamboo PlantsNight Bedside Small Table Lamp

আরও জানো : কীভাবে ইউটিউবে দ্রুত সফলতা পাবেন ? এগুলি মেনে চলুন !

YouTube-এর জন্য সবথেকে ভালো Gear কোনটি এই নিয়ে বিতর্কের শেষ নেই!

বলা হয় আপনার সব থেকে ভালো গিয়ার হল সেটাই যেটা আপনার কাছে আছে।

তাই শুরু করুন আপনার হাতের স্মার্টফোন টা দিয়েই।

ও আস্তে আস্তে আপডেট করতে থাকুন আপনার পছন্দের গিয়ার। 

এগিয়ে নয় চলুন আপনার ইউটিউব চ্যানেল কে।

আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

গিয়ার সম্বন্ধীয় আর কোনো প্রশ্ন থাকলে নিচে Comment করে অবশ্যই জানান !

সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!