• Home
  • Shrestho Tutorials

পুরানো হোক বা নতুন, কি করে বুঝবেন আপনার ফোন আসল না ডুপ্লিকেট ?

দিন বদলের সাথে সাথে Online Shopping এর রমরমা যত বাড়ছে তারই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে লোক ঠকানোর পরিমান।

এর আগেও আমরা আলোচনা করেছি Online Shopping করার সময় কোন কোন বিষয়গুলি আপনাকে ঠকে যাওয়া থেকে বাঁচাবে অবশ্যই জেনে নিন ও আরও বিস্তারিত ভাবে আলোচনা করেছি Atm Card স্কিমিং কি ? কিভাবে আপনার ATM কার্ডকে নিরাপদ রাখবেন ?

আজকের এই আর্টিকেল বিশেষ করে তাদের জন্য যারা সদ্য সদ্য কোনো মোবাইল কিনেছেন বা কেনার কথা ভাবছেন- তা সে নতুন হোক বা পুরানো।

মোবাইল ফোন কেনার পর ঠকে যাবার দৃষ্টান্ত ভুরি ভুরি !

পুরানো হোক বা নতুন- কিছু দিন পরই তার নানান সমস্যা বেরিয়ে আসে ও আস্তে আস্তে অনেক টাকা দিয়ে কেনা আপনার সাধের মোবাইলটা যে নকল তা বুঝতে পারা যায়!

কিন্তু ততক্ষনে যা হবার তা হয়েই যায়!

[bctt tweet=”Online হোক বা Offline, পুরানো হোক বা নতুন – মোবাইল কেনার পর কি করে বুঝবেন সেটি আসল না নকল ? আজ সেটা জানারই খুব একটা সহজ উপায় বলে দেব আপনাদের ।” username=”shresthoblog”]

নকল/পুরানো মোবাইল কেনার পরে আইনি জটিলতায় পড়তে হয়েছে এমন দৃষ্টান্তও বিরল নয় !

তাই Online হোক বা Offline, পুরানো হোক বা নতুন – মোবাইল কেনার পর কি করে বুঝবেন সেটি আসল না নকল ? (nokol mobile kivabe chena jay?)

আজ আমরা সেটা জানারই খুব একটা সহজ উপায় বলে দেব আপনাদের ।

কিভাবে জানবেন আপনার কেনা মোবাইলটা আসল না নকল ?

আপনার মোবাইলটা আসল না নকল তা জানার জন্য প্রথমেই সেই ফোনের Dial Pad-এ অর্থাৎ যেখানে কোনো নাম্বার টাইপ করে হয় সেখানে যান। ও সেখানে গিয়ে টাইপ করুন – *#06# 

কোনো কল করতে হবে না, শুধুমাত্র টাইপ করুন। তাহলেই সেখানে দেখিয়ে দেবে আপনার ফোনের IMEI নাম্বার।

আরও পড়ুন : স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার শ্রেষ্ঠ পদ্ধতি

আপনার মোবাইল যদি ডুয়াল সিমের হয় তাহলে সেখানে দুটি IMEI নাম্বার দেখাবে।

সেগুলি ভালো করে নোট করে রাখুন। পরবর্তী স্টেপে এগুলি কাজে দেবে।

IMEI নাম্বার কি ?

IMEI-এর সম্পূর্ণ অর্থ হল The International Mobile Equipment Identity 

প্রত্যেক মোবাইল ও স্মার্ট ফোনেরই এই নাম্বার আছে।

এটি একটি গ্লোবালি ইউনিক 15 ডিজিটের নাম্বার।

অর্থাৎ সারা বিশ্বের প্রত্যেক ফোনেরই IMEI নাম্বার আলাদা আলাদা হয়।

তার পরে কি করবেন ?

এর পরে আপনি এই www.imei.info ওয়েবসাইট টি ভিসিট করুন বা এখানে ক্লিক করুন।

এখানে গিয়ে Enter IMEI এর জায়গায় আপনার IMEI নাম্বার পুট করুন ও I am not a robot তে ক্লিক করুন ও তার পরে Check তে ক্লিক করুন।

তাহলেই পরবর্তী পেজে আপনার মোবাইল ফোনের সমস্ত ডিটেইলস দিয়ে দেবে।

সেখানে আপনি পাবেন আপনার ফোনের Brand, Model, Device Type, Release Date, Disign, SIM Size সহ আপনার মোবাইল ফোনের সমস্ত ডিটেইলস দিয়ে দেবে।

কখন বুঝবেন আপনার ফোন ডুপ্লিকেট :

  • যদি Dial Pad এ *#06# ডায়াল করার পর সেখানে কোনো নাম্বার দেখানোর পরিবর্তে Invalid দেখায় তাহলে বুঝে যান আপনার মোবাইল ফোনটি ডুপ্লিকেট।
  • অনেক সময় ফেক ফোন তৈরি করার পর তাতে অন্য কোনো ফোনের IMEI নাম্বার পুট করে দেওয়া হয়। তাই আপনি যখন আপনার ফোনের IMEI নাম্বারের ডিটেইলস ওই ওয়েবসাইটে গিয়ে চেক করবেন। সেখানে যদি অন্য কোনো ফোনের ডিটেইলস দেওয়া থাকে তাহলে বুঝেযান আপনার ফোন টি ডুপ্লিকেট।

নতুন ফোন নেবার সময় ডুপ্লিকেট ফোন কি করে চিনবেন ?

  • নতুন ফোন নেবার সময়ই প্রথমেই চেক করে নিন আপনার ফোনের প্যাকেট টি ঠিক থাকে আছে কিনা। যদি দেখেন সেটার সিল টা কাটা আছে বা সিল কেটে পুনরায় সিল করা আছে তাহলে তৎক্ষণাৎ অন্য প্যাকেট দিতে বলুন।
  • প্রত্যেক প্যাকেটের উপর এখন পরিষ্কার করে সেই ডিভাইসের IMEI নাম্বার দেওয়া থাকে। এটা এখন নিয়ম করে দেওয়া হয়েছে। আপনি যদি ডুয়াল সিমের ডিভাইস নেন তাহলে দেখেনিন দুটি IMEI নাম্বার আছে কিনা। তা যদি না থাকে তাহলে সেটি ডুপ্লিকেট ডিভাইস।
  • দোকানে ডিভাইস কিনেই বেরিয়ে চলে না এসে সেখানেই প্যাকেট খুলে দেখে নিন। ডিভাইস তাকে অন করুন। দেখুন অন করলে যে ব্রান্ডের ডিভাইস আপনি নিচ্ছেন তার লোগো ঠিক ঠাক আসছে কিনা।

           যদি সামান্য কিছু তারতম্য চোখে পরে তাহলে সেলার কে জিজ্ঞাসা করেনিন।

আরও পড়ুন : Clash of Clans সম্পর্কে অবাক করা তথ্য গুলো জানেন কি ?

  • সর্বোপরি নিজের বুদ্ধি খাটিয়ে চলুন। পুরানো বা কোনো নতুন ডিভাইস কেনার আগে আমাজন বা অন্য অনলাইন স্টোরে বা ওই ফোনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিন তার দাম, সমস্ত স্পেসিফিকেশন্স ও কোন কোন রঙে সেই মডেলটি পাওয়া যাচ্ছে। এবং কেনার সময় সেগুলি খুঁটিয়ে খুঁটিয়ে মিলিয়ে নিন।

মোবাইল ফোন একান্তই প্রয়োজনীয় জিনিস।

সেখানে আপনার অত্যন্ত ব্যক্তিগত ও সেনসেটিভ অনেক ছবি, ভিডিও, ফোন নাম্বার রাখা থাকবে। তাই কেনার আগে একটু সচেতন হয়ে তবেই কিনুন।

মনে রাখবেন- সাবধানতার মার নেই! 😊

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন 

Click Here to Leave a Comment Below 4 comments
Aditi Nandi - September 20, 2018

Very helpful topic

Reply
    admin - September 20, 2018

    Thank You Aditi 🙂
    Yes, it’s also extremely important.

    Reply
mahmud - October 14, 2019

এভাবে আই ফোন চেক করা যাবে??

Reply
    admin - October 19, 2019

    হ্যাঁ করা যাবে 🙂

    Reply

Leave a Reply:

error: Content is protected !!