• Home
  • Mobile Games

কীভাবে আপনার মোবাইল ফোন থেকেই পাবজি গেমের Live Stream করবেন ?

এখন পাবজি মোবাইল গেম সম্পর্কে বিস্তারিত কিছু পরিচয় আপনাদের দেওয়ার নেই। বাচ্চা থেকে বুড়ো সকলেই কমবেশি এই গেম সম্পর্কে শুনেছেন বা খেলেছেন।

এই গেম সম্পর্কে অনলাইন জনপ্রিয়তা তুঙ্গে।

বিশ্বের তাবড় তাবড় গেমাররা এই গেমের অনলাইন স্ট্রিম করে লাখ লাখ টাকা ইনকাম করে চলেছেন এবং এর জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে ।

 

পাবজি

আপনিও যদি তাদের মত এই পাবজি গেমের লাইভ স্ট্রিম করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই।

পাবজি গেমের লাইভ স্ট্রিম করা নিয়ে আমাদের সবার মনে প্রশ্ন থাকতে পারে। সবার মত আপনিও চান গেমের লাইভ স্ট্রিম করতে তবে প্রথমেই আপনাকে জানিয়ে রাখি এই লাইভ স্ট্রিম করার জন্য আপনার কোন টাকা খরচ হবেনা। আপনার শুধু চাই একটি মোবাইল ফোন এবং পর্যাপ্ত ইন্টারনেট কানেকশন। ব্যাস তাহলেই হবে।

এই আর্টিকেলে আমরা আপনাদের শেখাবো কিভাবে শুধুমাত্র আপনার মোবাইল থেকেই এই পাবজি গেমের লাইভ স্ট্রিম করতে পারবেন ইউটিউব এর মতো জনপ্রিয় প্লাটফর্মে।

[bctt tweet=”কীভাবে আপনার মোবাইল ফোন থেকে পাবজি গেমের Live Stream করবেন ? ” username=”shresthoblog”]

তার আগে বলে রাখি আপনি যদি ইউটিউব চ্যানেল খুলে থাকেন বা খোলার কথা ভাবছেন তাহলে আমাদের পাবলিশ করা আগের এই  আর্টিকেল গুলি অবশ্যই পড়ে নেবেন : 

পাবজি গেমের লাইভ স্ট্রিম করা নিয়ে আমাদের সবার মনে প্রশ্ন থাকতে পারে।

সবার মত আপনিও চান পাবজি গেমের লাইভ স্ট্রিম করতে তবে প্রথমেই আপনাকে জানিয়ে রাখি এই লাইভ স্ট্রিম করার জন্য আপনার কোন টাকা খরচ হবেনা।

আপনার শুধু চাই একটি মোবাইল ফোন এবং পর্যাপ্ত ইন্টারনেট কানেকশন। ব্যাস তাহলেই হবে।

কীভাবে শুধুমাত্র আপনার মোবাইল থেকেই পাবজি গেম এর লাইভ স্ট্রিম করবেন ইউটিউবে ? 

এটা করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে আপনাকে ইনস্টল করতে হবে  YoutubeGaming নামে এই অ্যাপ্লিকেশনটি।

এই অ্যাপ্লিকেশনের সাহায্যে সহজেই যে কোন গেম আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন ইউটিউবে।

পাবজি

এটা করার জন্য প্রথমে আপনি এই অ্যাপটি ইন্সটল করে নিন এবং সাইন ইন করে নিন।

তারপর ডান দিকে উপরে ক্লিক করে আপনার যে অ্যাকাউন্ট টি থেকে আপনি লাইভ স্ট্রিম করবেন সেটিকে সিলেক্ট করে নিন।

তারপর উপরে ডান দিকে এই অপশনটিতে ক্লিক করুন।

সেখানে ক্লিক করার পর দুটি অপশন পাবেন স্ট্রিম এবং রেকর্ড। স্ট্রিম অপশনটিতে ক্লিক করুন।

তারপর আপনার ইন্টারনেট স্পিড অনুযায়ী আপনি রেজোলিউশন সিলেক্ট করে নিন।

দেখেনিন আজকের অসাধারণ সব শ্রেষ্ঠ ডিলস

তারপর নেক্সট বাটনে ক্লিক করুন।

তারপর তার পরের পেজে আপনার এন্ড্রয়েড ফোনের যাবতীয় এপ্লিকেশন গুলোকে দেখিয়ে দেওয়া হবে।

সেখান থেকে আপনি যেখানে লাইভ স্ট্রিম করতে চান যে গেমের সেটিংস করে নিন।

সেটিকে সিলেট এবং আপনার লাইভ স্ট্রিম এর নাম দিন।

 

পাবজি

তারপর আপনার লাইভ স্ট্রিম এর লিঙ্ক কে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন।

এর ফলে সেখান থেকে আপনার লাইভ স্ট্রিম দেখতে ভিউয়ার অ্যাড হতে পারবেন সহজেই।

সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন

ব্যাস তারপরই আপনি লাইভ স্ট্রিম শুরু করে দিন।

আরও পড়ুন : ফোনের মেমোরি শেষ হয়ে যাওয়া থেকে মুক্তি ! জেনেনিন পাঁচটি শ্রেষ্ঠ ক্লাউড স্টোরেজ কোনগুলি ?

একটা কথা মনে রাখবেন লাইভ স্ট্রিম একবার শুরু হয়ে গেলে সেখানে আপনার ফোনে কোন এসএমএস বা কল এলে সেটাও লাইভ স্ট্রিম হয়ে যাবে।

তাই লাইভ স্ট্রিম করার আগে যাবতীয় সাবধানতা নিয়ে নিন।

আপনার ফোনটির এয়ারপ্লেন মোড অন করে রাখুন অথবা আপনার ফোনের যাবতীয় নোটিফিকেশন বন্ধ করে দিন এবং আপনার ফোনে সিম গুলিকে অফ করে রাখুন।

কেমন লাগলো এই ট্রিক তা আমাদের জানাতে ভুলবেন না !

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!