• Home
  • Shrestho Tutorials

কীভাবে ইউটিউব -এ ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে অন্যান্য কাজ করতে পারবে ?

ইউটিউব -এ গান শুনতে কে না ভালোবাসে ? অথচ এই গান শোনার জন্যই আমরা ব্যবহার করে থাকি নানা রকম মিউজিক এপ্লিকেশন।

এই অ্যাপ্লিকেশন গুলিতে সুবিধা হচ্ছে একবার গান চালিয়ে দিয়ে মিনিমাইজ করে অন্যান্য কাজ করতে থাকলেও গান চলতেই থাকে।

গান শোনার ব্যাপারে কোনো রকম অসুবিধা হয় না।

কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা রকম ইউটিউব এর ক্ষেত্রে।

ইউটিউব -এ যারা গান শোনে তাদের সব সময় ইউটিউব অ্যাপ্লিকেশনটি চালিয়ে রাখতে হয়।

ইউটিউব কে বন্ধ করলেই বন্ধ হয়ে যায় গানটিও।

[bctt tweet=”কীভাবে ইউটিইউব -এ ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে অন্যান্য কাজ করবে ?” username=”shresthoblog”]

এই সমস্যা সমাধানে, আজকের এই আর্টিকেলে আমরা তোমাদের এমন একটি পদ্ধতির ব্যাপারে জানাবো যার সাহায্যে তুমি ইজিলি ইউটিউব এ গান শুনতে পারবে।

এবং তার সাথে অন্যান্য কাজ করতে পারবে তোমার স্মার্টফোনে।

স্মার্টফোনটিকে লক করে পকেটে রাখলেও গান বন্ধ হবে না।

এর আগেও আমরা আলোচনা করেছি কীভাবে তুমি ইউটিউব থেকে যেকোন ধরনের ভিডিও সহজে ডাউনলোড করে দিতে পারবে?

কীভাবে ইউটিউব -এ ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে অন্যান্য কাজ করবে ?

ইউটিউব এ ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে অন্যান্য কাজ করতে গেলে তোমাকে একটি খুবই সিম্পল ট্রিক্স মেনে চলতে হবে।

এর জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনটি না খুলে তুমি চলে যাও তোমার স্মার্টফোনের ক্রোম ব্রাউজারে।

এরপরে ক্রোম ব্রাউজারের এড্রেস বারে youtube.com টাইপ করো ও সেখান থেকে পেজটি খুলে নাও।

ইউটিউব

এবার তোমার ক্রোম ব্রাউজারের একদম উপরে ডানদিকে কোণে তিনটে ডটের অপশনটিতে ক্লিক করো।

তারপর সেখান থেকে সেটিংস অপশনে যাও। ( উপরের ছবিটি দেখো )

আরও জানো : কীভাবে তোমার ল্যাপটপের যত্ন নেবে ?

এরপরে তুমি তোমার ক্রোম ব্রাউজারের ডেক্সটপ মোড অপশনটিকে সিলেক্ট করে নাও।

তারপরই তোমার পেজটি নতুন করে লোড হয়ে যাবে এবং ডেস্কটপ মোড টি চালু হয়ে যাবে।

অর্থাৎ তুমি তোমার ডেক্সটপে যেমন ইউটিউব দেখতে পাও তেমনই একটি পেজ খুলে যাবে।

সেখানে তোমার পছন্দের গানটি কে সার্চ করো।

এরপর তুমি সেখানে তোমার ভিডিওটিকে অথবা ভিডিও গানটি কে সার্চ করে নাও।
তারপর সিম্প্লি প্লে করে দাও। ব্যাস।

এরপর তুমি চাইলেই এটিকে মিনিমাইজ করে অন্যান্য কাজ করতে পারবে এবং তার সাথে তোমার পছন্দ করে গান চলতে থাকবে ব্যাকগ্রাউন্ডে।

ব্রাওজার টিকে মিনিমাইজ করলে যদি গানটি বন্ধ হয়ে যায় তাহলে তুমি নোটিফিকেশন বার টিকে নামিয়ে সেখানে থাকা প্লে অপশন টিতে ক্লিক করে দাও। তাহলেই হবে।

আরও জানো : কীভাবে কোন Software ছাড়াই YouTube থেকে সহজেই ভিডিও ডাউনলোড করতে পারবে ?

তুমি চাইলে উপর থেকে নোটিফিকেশন বারটিকে নামিয়ে অনায়াসে ক্লোজ,পজ অথবা প্লে করতে পারবে।

এ অবস্থায় গান চালিয়ে নিয়ে ফোনটিকে পকেটে রাখলেও তুমি শুনতে পারবে সেই গান।

এই পদ্ধতিতে তুমি ইউটিউব -এ গান চালিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপে চ্যাটিং অথবা ফেসবুক অথবা টুইটার অর্থাৎ সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলিকে ব্যবহার করতে পারবে খুব সহজেই।

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!