কীভাবে তোমার ল্যাপটপের যত্ন নেবে ?

খুব সহজে কাজ করে নেওয়া, সহজে ফটো এডিট করা, অথবা অফিসের কাজ করা, অথবা অন দা গো যে কোন কাজ সেরে নেওয়ার জন্য ল্যাপটপ এর জুড়ি মেলা ভার। আর এই জন্য আমাদের ল্যাপটপের পর্যাপ্ত যত্ন নেওয়াও জরুরী !

কিন্তু তাতেও অল্প দিন ইউজ করেই আমাদের নানা সমস্যায় পড়তে হয়।

ল্যাপটপ নিয়ে আজকের এই আর্টিকেলে আমরা জানবো কীভাবে তুমি তোমার ল্যাপটপের যত্ন নেবে।

[bctt tweet=”কীভাবে তোমার ল্যাপটপের যত্ন নেবে ?” username=”shresthoblog”]

যার ফলে সেটি আরো দীর্ঘদিন তোমাকে Top-notch পারফরম্যান্স দিতে পারবে।

কীভাবে তোমার ল্যাপটপের যত্ন নেবে ?

laptop care

সব সময় চার্জে দিয়ে না রাখা :

তোমার ল্যাপটপের যত্ন নেওয়ার প্রথম পদক্ষেপই হল এটা !

সব সময় তোমার ল্যাপটপকে চার্জার এর সাথে প্লাগিন করে রাখা, তোমার ল্যাপটপ এর পক্ষে মারাত্মক। তাই তোমার ল্যাপটপে সব সময় চার্জ এর সাথে কানেক্ট করে না রেখে, একবার ফুল চার্জ হয়ে গেলে চার্জারটি খুলে নাও।

তারপর প্রয়োজন পড়লে তবেই আবার চার্জ দিয়ো। সবসময় চার্জে দিয়ে রাখলে তোমার ল্যাপটপের ব্যাটারি ওপর প্রচণ্ড চাপ পড়ে, যার ফলে অতি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়।

laptop care

মাঝে মাঝে শাটডাউন করো :

সব সময় তোমার ল্যাপটপকে স্লীপ মোডে দিয়ে রাখা সেটার জন্য ক্ষতিকারক। তাই প্রয়োজন বুঝে সেটাকে শাটডাউন করতেও ভুলো না।

মনে রেখো স্লিপ মোডে দেওয়া মানেই তোমার ল্যাপটপে ব্যাটারি ব্যবহার হয়ে যাচ্ছে। তাই মাঝে মাঝে সুযোগ বুঝে শাটডাউন করে দিয়ো। এর ফলে ব্যাটারি উপর চাপ কম পড়বে এবং ব্যাটারি লাইফ আরো দীর্ঘজীবী হবে।

আরও জানো : কীভাবে আপনার স্মার্টফোনটিকে অত্যধিক গরম হওয়া থেকে বাঁচাবে ?

খুব বেশি গরম হতে দিও না :

ল্যাপটপকে খুব বেশি গরম হতে না দেওয়ার উপর তোমার ল্যাপটপের পারফরমেন্স অনেক নির্ভর করে। তাই তোমার ল্যাপটপ এর ভিতরে এয়ারফ্লও যাতে ঠিকঠাক হচ্ছে সে বিষয়ে নজর দাও।

এয়ার ভেন্ট গুলো যাতে ধুলো পড়ে যাতে বুজে না যায় , সে বিষয়ে খেয়াল রেখো এবং নির্দিষ্ট সময় মেনে সেগুলিকে পরিষ্কার করো। কারণ সেগুলো খুব দ্রুতই জ্যাম হয়ে যায়।

প্রয়োজন হলে তোমার ল্যাপটপের সাথে কুলিং প্যাড ব্যবহার করো। খুব সস্তা তে অসাধারণ কুলিং প্যাড

পেয়ে যাবে তোমার ল্যাপটপের জন্য। যা তোমার ল্যাপটপকে আরো ভাল থাকতে সাহায্য করবে।

দেখেনাও কিছু অসাধারণ কুলিং প্যাড তোমার ল্যাপটপের জন্য !

laptop care

আপডেট করতে ভুলোনা :

ল্যাপটপকে আপডেট করে রাখা আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার।

এর ফলে সমস্ত রকম সিকিউরিটি থ্রেট থেকেও তোমার ল্যাপটপটি বেঁচে যেতে পারে।  

তোমার ল্যাপটপটিকে আপডেট করে রাখতে ভুলনা।

আরও জানো : কীভাবে পাবজি গেমের স্পেকটেটর মোড অফ রাখবে ?

তোমার ল্যাপটপের যত্ন নেওয়ার এটাও হল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ !

laptop care ল্যাপটপের যত্ন

ল্যাপটপের এন্টিভাইরাস ঠিক আপডেট করে রাখো :

ল্যাপটপের এন্টিভাইরাসটিকে আপডেট করে রাখতে ভুলনা।

বিভিন্ন এন্টিভাইরাস কোম্পানি গুলো সব সময় নতুন নতুন থ্রেট নিয়ে গবেষণা করে যায়।

থ্রেট অনুযায়ী তাদেরকে এন্টিভাইরাসটিকে আরো শক্তিশালী করে তুলতে থাকে ও সেই অনুযায়ী তাদের অ্যান্টিভাইরাসকে আপডেট করতে থাকে।

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

তাই তোমার ল্যাপটপের এন্টিভাইরাস আপডেট করা মানে তাঁকে আরো শক্তিশালী করে তোলা ও প্রতিনিয়ত ভাইরাস ও ম্যালওয়্যার এটাক থেকে থেকেও তোমার পার্সোনাল ইনফরমেশন সুরক্ষিত রাখা। 

তাই নিয়ম মেনে তোমার এন্টিভাইরাস আপডেট করতে ভুলনা।

laptop care

খাবার জিনিস থেকে দূরে রাখ :

শুনতে হাস্যকর মনে হলেও তোমার ল্যাপটপকে সব সময় খাবার জিনিস থেকে দূরে রাখো।

কারণ ভুলবশত যে খাবার জিনিস তোমার ল্যাপটপ এর উপর পড়ে গেলে অথবা ভিতরে ঢুকে গেলে ল্যাপটপে খারাপ করে দিতে পারে।

যার ফলে তোমাকে আবার গুনতে হবে অনেক টাকা।

laptop care

ল্যাপটপের ওপর কোন চাপ পড়তে দিও না :

কোন সময় ভুলেও তোমার ল্যাপটপ এর উপর বই বা অন্য কোন জিনিস ভারী জিনিস রাখবেনা। 

যার ফলে তোমার ল্যাপটপে স্ক্রিন নষ্ট হয়ে যাবে ও অন্যান্য নানান সমস্যা দেখা যাবে।

এছাড়াও ব্যাগের ভিতর বইয়ের নিচে কোন ল্যাপটপ রাখবেনা।

অন্যথায় অত্যধিক চাপে তোমার ল্যাপটপ নষ্ট হতে পারে। 

কীভাবে তোমার ল্যাপটপের যত্ন নেবে এই সম্পর্কিত আর্টিকেল টি তোমার কেমন লাগল, তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানিও ! তুমি কীভাবে তোমার ল্যাপটপের যত্ন নাও সেটাও আমাদের জানাতে ভুলোনা !

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!