• Home
  • Shrestho Tutorials

কীভাবে আপনার স্মার্টফোন টিকে অত্যধিক গরম হওয়া থেকে বাঁচাবেন ?

আপনার স্মার্টফোন খুব বেশিক্ষণ কথা বললে অথবা অনেকক্ষণ ইন্টারনেট ইউজ করলে অত্যাধিক গরম হয়ে যায়। কোন কোন সময় চার্জে দিয়ে সেটা খুলতে গেলেও আমরা দেখি যে স্মার্টফোনটি অত্যাধিক রকমের গরম হয়ে উঠেছে।

এর ফলে আমাদের মনের সব সময় আতঙ্ক কাজ করে বেড়ায় যে আমাদের স্মার্ট ফোন ফেটে যাবে না তো!

বা এর ফলে আমাদের কোন শারীরিক ক্ষতি হয় না তো!

আজ আমরা আপনাদের বলব কোন কোন কারণের জন্য আপনার স্মার্টফোনটি গরম হয়ে ওঠে এবং কি করলে আপনি আপনার স্মার্টফোন টি গরম হওয়া থেকে বাঁচাতে পারবেন।

[bctt tweet=”কীভাবে আপনার স্মার্টফোনটিকে অত্যধিক গরম হওয়া থেকে বাঁচাবেন ?” username=”shresthoblog”]

Table of Contents

কীভাবে আপনার স্মার্টফোন টিকে অত্যধিক গরম হওয়া থেকে বাঁচাবেন ?

স্মার্টফোন গরম হয়ে যাওয়ার সমস্যা সমস্যায় এখন আমরা সকলেই প্রায় ভুগি।

এ বিষয়ে যতই সাবধানতা অবলম্বন করি না কেন, এই সমস্যা দূর হতেই চায় না।

অত্যাধিক গরম স্মার্টফোন ব্যবহার করা আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এবং মোটেই স্বাস্থ্যপ্রদ না।

স্মার্টফোন গরম হয়ে যাওয়ার সমস্যা সমস্যায় এখন আমরা সকলেই প্রায় ভুগি। এ বিষয়ে যতই সাবধানতা অবলম্বন করি না কেন, এই সমস্যা দূর হতেই চায় না। অত্যাধিক গরম স্মার্টফোন ব্যবহার করা আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এবং মোটেই স্বাস্থ্যপ্রদ না।

আমাদের দেওয়া এই টিপস এন্ড ট্রিকস গুলো মেনে চললে  অতি সহজেই আপনি আপনার স্মার্টফোন গরম হওয়ার থেকে রক্ষা পাবেন !

সারারাত স্মার্টফোন চার্জ দেওয়া থেকে বিরত থাকুন :

এখন সকাল বেলা ঘুম থেকে উঠে আপনার স্মার্টফোনে হান্ড্রেড পার্সেন্ট চার্জ দেখার মত আনন্দের আর কিছুই নেই।

এই আনন্দের জন্যই আমরা সারা রাত আমাদের স্মার্টফোন থেকে চার্জে দিয়ে রাখি।

এটি আপনার ফোনের ব্যাটারির জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে ওভার চার্জিং এর জন্য আপনার ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যায়।

এবং দ্রুত কার্যক্ষমতা হারাতে থাকে। যার ফলে আপনার ফোন মারাত্মকভাবে গরম হয়ে উঠতে পারে।

দেখেনিন আজকের অসাধারণ সব শ্রেষ্ঠ ডিলস


সারারাত চার্জে দিয়ে রাখার পরিবর্তে আপনার ফোনটিকে মাঝে মাঝে চার্জ দিন।

কিছুক্ষণের জন্য চার্জ দিয়ে আবার খুলে রাখুন। এটা আপনার ফোনের ব্যাটারির জন্য স্বাস্থ্যকর।

এর ফলে আপনার ফোনের ব্যাটারি আরো দীর্ঘস্থায়ী হবে এবং আপনার ফোন গরম হওয়া থেকেও বাঁচবে।

স্মার্টফোন ফোনের কভার খুলে চার্জ দিন :

ফোন স্ক্র্যাচ থেকে বাঁচানোর জন্য আমরা সবাই কভার ইউজ করি।

এর ফলে ফোন চার্জের সময় যে স্বাভাবিক তাপ উৎপন্ন হয় তা কভার থাকায় বের হতে পারে না।

এর ফলে আমাদের ফোন দ্রুত গরম হয়ে ওঠে।

যা ফোনের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং আমাদের ফোন দ্রুত খারাপের দিকে এগিয়ে যায়। তাই চার্জে দেওয়ার আগে আপনার ফোনের কভার অবশ্যই খুলে দিন।

আরও পড়ুন : পুরানো হোক বা নতুন, কি করে বুঝবেন আপনার ফোন আসল না ডুপ্লিকেট ?

অকারণ ওয়ারলেস কানেক্টিভিটি অন করে রাখবেন না :

হ্যাঁ, প্রয়োজনের অতিরিক্ত সময় গুলিতে আপনার ফোনের ওয়ারলেস কানেক্টিভিটি অর্থাৎ ব্লুটুথ ওয়াইফাই এর মত অন্যান্য কানেকশন গুলিকে অবশ্যই বন্ধ করে রাখুন।

ফোনের ওয়াইফাই এবং ব্লুটুথ অন রাখা মানে আপনার ফোন সব সময়ই সার্চ করে যায় কোথায় ওয়াইফাই অথবা ব্লুটুথ আছে।

ফলে ফোনের ব্যাটারি অত্যাধিক নষ্ট হয় এবং ফোন দ্রুত গরম হতে থাকে।

 

অন্য স্মার্টফোনের ব্যাটারি অথবা চার্জার ব্যবহার করবেন না :

প্রত্যেক ফোনের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট ব্যাটারি এবং চার্জার দেওয়া থাকে।

এবং প্রত্যেক ফোনের ব্যাটারি ও চার্জার এর ধরন আলাদা হতেই পারে।

তাই যে কোন ফোনের ব্যাটারি চার্জার আপনার ফোনের ব্যবহার করবেন না।

আপনার ফোনের সাথে দেওয়া নির্দিষ্ট ব্যাটারি অথবা চার্জারই শুধুমাত্র ব্যবহার করুন।

এর ফলে আপনার ফোন গরম হয়ে যাবার প্রবণতা কমে যায়।

 

সরাসরি সূর্যালোক থেকে আপনার স্মার্টফোনকে দূরে রাখুন :

আপনার ফোনকে সরাসরি সূর্যের আলোতে ফেলে রাখবেন না।

এর ফলেও আপনার ফোন দ্রুত গরম হয়ে উঠতে পারে যা আদতে আপনার ফোনের ব্যাটারি জীবন কমিয়ে দেয়।

আরও পড়ুন : Online Shopping করার সময় কোন কোন বিষয়গুলি আপনাকে ঠকে যাওয়া থেকে বাঁচাবে অবশ্যই জেনে নিন !

তাই সরাসরি সূর্যের আলোতে আপনার ফোনটিকে বেশিক্ষণ রাখবেন না !

অযথা অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ফোনে ইন্সটল করে রাখবেন না :

প্রয়োজনের অতিরিক্ত অ্যাপ্লিকেশন ফোনে ইনস্টল করে রাখার প্রবণতা আমাদের সকলেরই আছে। কিন্তু আমরা জানি না যে আমাদের অজান্তেই কিছু কিছু অ্যাপ্লিকেশন কাজ করে যায় এবং আমাদের ফোনে ইন্টারনেট ব্যবহার করে যায়।

যার ফলে সব সময়ই আমাদের ফোনের ব্যাটারি নষ্ট হতেই থাকে এবং আমাদের ফোন দ্রুত গরম হয়ে ওঠে। তাই স্মার্ট ফোন থেকে আপনার প্রয়োজনের অতিরিক্ত অ্যাপ্লিকেশনগুলি কে আনইন্সটল করে দিতে ভুলবেন না

এই সকল টিপস গুলি মেনে চললেই আপনার স্মার্ট ফোন টি গরম হওয়া অনেকটাই কমে যাবে।

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter ও Instagram -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!