International Space Station সম্পর্কে এই অবাক করা তথ্য গুলি জানেন কি?
International Space Station মানব বিশ্বের ইতিহাসের এক যুগান্তকারী ও আশ্চর্যতম আবিষ্কার।
বিশ্বের 16 টি দেশ মিলে প্রযুক্তি ও অধ্যাবসায়ের এক অমোঘ ফলশ্রুতি হল এই International Space Station ।
এটিই হল বিশ্বের সকল তৈরি করা জিনিসগুলোর মধ্যে সবচেয়ে দামি।
আরও পড়ুন : Clash of Clans সম্পর্কে অবাক করা তথ্য গুলো জানেন কি ?
[bctt tweet=”International Space Station সম্পর্কে এই অবাক করা তথ্য গুলি জানেন কি?” username=”shresthoblog”]
International Space Station সম্পরকে কয়েকটি অবাক করা তথ্য জেনে নিন :
Image : NASA
- বিশ্বের 16 টি দেশ সম্মিলিত ভাবে এই International Space Station তৈরি করেছিল। সেই দেশ গুলি হল The United States, Russia, Canada, Japan, Belgium, Brazil, Denmark, Franc e, Germany, Italy, the Netherlands, Norway, Spain, Sweden, Switzerland, and the United Kingdom.
- International Space Station টি মহাকাশে তার নিজস্ব কক্ষ পথে 5 Mile / Second গতিবেগে যায় । অর্থাৎ এটি পৃথিবীকে মাত্র 90 Minute-এ একবার আবর্তন করতে পারে।
- হাজার হাজার ছোটোবড়ো যন্ত্রপাতি দিয়ে তৈরি এই International Space Station হল মানুষের তৈরি সবথেকে বড়ো জিনিস যেটিকে মহাকাশে স্থাপন করা হয়েছে।
- এটি Russia র Space Station MIR এর থেকে চার গুন বড়ো আর USA এর Spacestation SkyLab এর থেকে পাঁচ গুন বড়ো।
- International Space Station হল মানুষের তৈরি সবথেকে দামি জিনিস । তৈরি করতে খরচ পরে ভারতীয় মুদ্রায় আনুমানিক 77,74,20,00,00,000.00 টাকা।
- সমগ্র International Space Station-এ শুধুমাত্র দুইটি Bathroom আছে। এবং সমস্ত Crewmembers-দের মূত্র পুনরাই Waterfilter ব্যবহার করে সকলের ব্যবহারের উপযোগী করে তোলা হয়। যাতে করে সবার কখনই প্রয়োজনীয় জলের অভাব না হয়। এছাড়াও এতে আছে একটি Gym ও একটি 360 ডিগ্রি জানালা।
- বর্তমানে চাঁদ ও শুক্র গ্রহের পরেই International Space Station হল মহাকাশে উজ্জ্বলতম জিনিস। এটি এতই উজ্জ্বল যে ভালো ভাবে পর্যবেক্ষণ করলে এটিকে খালি চোখেই দেখতে পাওয়া যায় ।
খালি চোখে আকাশে মাঝে মাঝেই আমরা অত্যন্ত দ্রুতগামী আলোকবিন্দু দেখতে পাই। এটিকে দেখে এরোপ্লেন মনেহলেও এটিই আসলে International Space Station ।
- NASA এমন একটি ব্যবস্থা করেছে যেখানে আপনার শহরের উপর দিয়ে International Space Station গেলে আপনি মোবাইল এ Alert পাবেন! আপনি চাইলে Email Alert ও Sms Alert On করতে পারেন।আপনি আপনার Email id অথবা Mobile No দিয়ে রেজিস্টার করে রাখতে পারেন ।
পরবর্তীকালে International Space Station আপনার শহরের উপর দিয়ে গেলে আপনি Email অথবা SMS মারফত Alert পাবেন।
Register করতে এখানে Click করুন।
- মানব শরীর মহাকাশে তার Muscle ও Bone Mass হারায় । তাই প্রত্যেক মহাকাশচারী দের প্রত্যেক দিন International Space Station-এ ২ ঘণ্টা করে Exercise করতে হয় । শারীরিক সক্ষমতা ধরে রাখার জন্য এটি তাদের জন্য বাধ্যতামূলক।
International Space Station-এ মহাকাশচারী দের Exercise করার Video দেখুন এখানে :
- International Space Stationএ Ozygen পাওয়া যায় Electrolysis নামে একটি পদ্ধতির মাধ্যমে। এই পদ্ধতির সাহায্যে জলের অণু কে ভেঙ্গে Hydrogen ও Oxygen গ্যাস তৈরি করা হয়।
Image : NASA
- International Space Station-এ মহাকাশচারীরা Marathon ও দৌড়েছেন। এবং অবশ্যই তাদের Treadmil-এর সাহায্যে।
- মোট 52টা Computer International Space Station এর সমস্ত System টি পরিচালনা করতে সাহায্য করে।
Image : NASA
- International Space Station এর গতিবেগ অত্যন্ত বেশি। এটি এত দ্রুত গতিবেগসম্পন্ন যে যদি সম্ভব হত তাহলে এটি করে প্রত্যেক দিনে একবার করে চাঁদে গিয়ে আবার ফিরে আসা যেত।
- International Space Station-এর Electrical Equipment গুলোর জন্য প্রায় 8 Mile তার ব্যবহার করা হয়েছে। যা এককথায় অবিশ্বাস্য !
- বিশ্বের 15টি দেশ থেকে মোট 211 জন International Space Station ঘুরে এসেছেন।
আপনিও কি ঘুরে আসতে চান? জানান নীচের Comment Section-এ।
- Pizza Hut 2001 সালে মহাকাশেও Delivery দিয়েছিল। হ্যাঁ ! শুনতে অবাক করা লাগলেও এটি সত্যি !
তার জন্য এবং তা থেকে একটি TV Commercial করার জন্য তাদের এক Russian Space Delivery ব্যবস্থাকে 6,48,80,000.00 টাকা দিতে হয়েছিল।
Source : Giphy
- International Space Station এ মহাকাশচারীরা প্রত্যেক দিন তিনবার পূর্ণ খাবার খান । কিন্তু অবাক করা তথ্য হল যে সেখানে খাবার জন্য কোন টেবিল বা চেয়ার System নেই ।
তাদের খাবার ও আমরা পৃথিবী তে যে খাবার খাই তার মতো হয় না। তাদের খাবার টিউব এর ভিতর পোরা থাকে তারা খুব সাবধানে সেই খাবার বারকরে খান।
আরও পড়ুন : আপনার Android ফোনের জন্য পাঁচটি শ্রেষ্ঠ Photo Editing Application গুলি জানেন কি ?
International Space Station সম্পর্কে এই অবাক করা তথ্য গুলো আপনার কেমন লাগলো তা নীচে Comment করে আমাদের অবশ্যই জানান।
Post টিকে Share করে আপনার প্রিয়জনদের জানতে সুযোগ করে দিন !
আমাদের সমস্ত Post Update সরাসরি পেতে Social Media তে আমাদের সাথে যুক্ত থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !