• Home
  • TechMate

ভবিষ্যতের গাড়ি ! এক ঝলক দেখে নেওয়া যাক সাইবার ট্রাক এর অবাক করা ফিচার গুলিকে !

গত বৃহস্পতিবারই ধনকুবের ইলন মাস্কের কোম্পানি টেসলা নিয়ে চলে এসেছে আরও নতুন একটি চমক। এবার তাদের চমক থাকছে তাদের নতুন কার মডেলে যেটি হল একটি ট্রাক ! যার নাম রাখা হয়েছে সাইবার ট্রাক !

ইলন মাস্কের কোম্পানির অন্যান্য প্রোডাক্ট গুলোর মতই এটাতেও যে নিশ্চিত চমক থাকবে তা সবারই জানা ছিল। সাধারণ স্পোর্টস কারের থেকেও এই ট্রাকে রয়েছে অবাক করা ফিচারস ! 

একঝলকে দেখে নেওয়া যাক এই সাইবার ট্রাক এর অবাক করা কিছু ফিচারস !

 

সাইবার ট্রাক

বুলেটপ্রুফ :

টেসলার মতে এই ট্রাকটির বডিটি তৈরি হয়েছে আল্ট্রা হার্ড 30X কোল্ডরোল্ড স্টেনলেস স্টিল দিয়ে এবং এমন গ্লাস দিয়ে যা সম্পূর্ণভাবে অভেদ্য অর্থাৎ বুলেটপ্রুফ । 

যদিও উদ্বোধনের সময় ডেমো চলাকালীন এর কাঁচ ভেঙে যায় !

সাইবার ট্রাক

ছয় জন প্যাসেঞ্জার বসতে পারবে :

টেসলার এই নতুন সাইবার ট্রাকে একসাথে ছয় জন প্যাসেঞ্জার বসতে পারবে !

তাদের বসার জন্য রয়েছে আরামদায়ক ছয়টি সিট।

তারই মধ্যে রয়েছে পিছনের তিনটি সিট ও সামনের তিনটি সিট। 

সামনের সিটের মাঝের সিট টি ফোল্ডাবেল !

 

তিনটি কনফিগারেশনে পাওয়া যাবে :

এখনো পর্যন্ত তিনটি কনফিগারেশনে পাওয়া যাবে টেসলার এই  নতুন সাইবার ট্রাক ।

সেগুলি হল সিঙ্গেল মোটর রিয়ার হুইল ড্রাইভ ভার্শন, ডুয়াল মোটর হুইল ড্রাইভ ভার্শন এবং ট্রাই মোটর হুইল ড্রাইভ ভার্শন ।

তারই মধ্যে ট্রাই মোটর হুইল ড্রাইভ ভার্শন 2.9 সেকেন্ডে 97km/h গতিবেগ পর্যন্ত তুলতে পারে। 

আরও জানো : YouTube Gears গাইড !

উচ্চক্ষমতা সম্পন্ন :

এমনকি এটি 6350 kg ওজনের কোন জিনিসকে টেনে বা ঠেলে নিয়ে যেতে পারবে খুব সহজেই । 

তারই সাথে এটি 1587 kg পর্যন্ত বহন ক্ষমতা সম্পন্ন।

অর্থাৎ অবাক করা ওজন বয়ে নিয়ে যেতে সক্ষম !

সাইবার ট্রাক

অসাধারণ কার্গো :

টেসলার মতে এর পিছনে যে কার্গোটি রয়েছে সেটা 100 কিউবিক ফিট এবং এদিকে প্রয়োজনে বন্ধ করেও দেওয়া যাবে !

অটোমেটিক স্লাইডারের মাধ্যমে ! এর কভার টিও অসাধারণ !

এটি এতটা শক্ত যে কেউ দাঁড়িয়ে পড়লেও তার ওজন সয়ে নেবে এটি ! 

পরবর্তীকালে কাস্টমাররা চাইলে এটিকে সোলার প্যানেলের রূপান্তরিত করে নিতে পারবেন !

যার সাহায্যে প্রয়োজনে গাড়ি চার্জ হয়ে যাবে খুব সহজেই !

 

পাওয়ার প্লাগিন সিস্টেম :

এছাড়া ওই গাড়ির মধ্যে রয়েছে পাওয়ার প্লাগিন সিস্টেম  ।

যার সাহায্যে কাস্টমাররা তাদের প্রয়োজনীয় জিনিস যেমন স্মার্টফোন, ল্যাপটপ ইত্যাদি সহজেই চার্জ দিতে পারবে !

সাইবার ট্রাক

ইলেকট্রিক এডিভি :

এই গাড়ির সাথে কাস্টমারেরা চাইলে একটি ইলেকট্রিক এডিভিও কিনতে পারবেন যার নাম দেওয়া হয়েছে সাইবেরস্কোয়াদ !

 উদ্বোধনের সময় এটিকেও দেখানো হয়েছিল কাস্টমারদের !  

এই এডিভি কে সাইবার ট্রাকের পিছনের কার্গোতে অনায়াসেই রেখে দেওয়া যাবে !

অর্থাৎ যাদের এডভেঞ্চারের নেশা তারা সহজেই এটিকে ট্রাকের মাধ্যমে ক্যারি করে তাদের পছন্দের জায়গায় নিয়ে যেতে পারবে !

[embedyt] https://www.youtube.com/watch?v=J2U9Hmmpqhc[/embedyt]

All Images Collected from Tesla.

এখনো পর্যন্ত মাত্র চারদিনেই Tesla অর্ডার পেয়েছে 2ooooo ! যা এক কথায় অবিশ্বাস্য ! এ থেকেই বোঝা যায় এই ইনোভেটিভ প্রোডাক্টগুলোর বাজারে ডিমান্ড কতটা ! এখন এর অর্ডার চলছে টেসলার ওয়েবসাইটে ! 

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!