পাবজি গেম সম্পর্কে এই অবাক করা তথ্য গুলি জানো কি !
পাবজি তো আমাদের সকলেরই প্রিয়। সারাদিনে এই গেম না খেললে আমাদের মন ভালো থাকে না। কিন্তু এই গেম সম্পর্কেই অনেক অবাক করা তথ্য আছে আমাদের সকলেরই অজানা এবং যা জানলে আমাদের অবাক হয়ে যেতে হয়।
তাই জেনে নাও তোমার প্রিয় গেম সম্পর্কে অবাক করা তথ্য গুলি ও তোমার দোস্ত কে জানিয়ে অবাক করে দিতে ভুলনা।
ভার্চুয়াল রুমালের এত দাম ?
পাবজি এতই পপুলার হয়ে গিয়েছিল যে গেমাররা একটি ভার্চুয়াল রুমাল কিনতে খরচ করে ছিল 1,000 ইউএস ডলার পর্যন্ত। অর্থাৎ ভারতীয় মুদ্রাই প্রায় 72,000 টাকা ! এটাকে অরিজিনাল প্রি-অর্ডার ভার্শন এর সাথে দেয়া হচ্ছিল।
স্বভাবতই একটি রুমাল যার বাস্তবে কোন অস্তিত্ব নেই, তাকেই এতো সাংঘাতিক দাম দিয়ে কেনা থেকেই বোঝা যায় এই পাবজি গেমের জনপ্রিয়তা কতটা বা এই গেমের জনপ্রিয়তা কোন জায়গায় পৌঁছেছে।
উইনার উইনার চিকেন ডিনার এর কীভাবে সৃষ্টি হল ?
পাবজি গেমে জয়লাভ করার পর একটি মেসেজ দেখানো হয় । যাতে লেখা থাকে উইনার উইনার চিকেন ডিনার।
তুমি কি জানো এই ধারণাটি কোথা থেকে এসেছে ?
এই কথাটি গেমের নির্মাতারও নয়।
এই কথাটির আবির্ভাব দেখতে গেলে আমাদের চলে যেতে হবে 1930 সালে।
তখন অর্থনৈতিক অবক্ষইময় পরিস্থিতি চলছিল।
লোকজন জুয়া খেলত কিছু অর্থ লাভের আশায়।
এই জুয়া খেলতে গিয়ে যদি তারা জিতে যেত তাহলে তারা সেই রাত্রের জন্য চিকেন কিনে খেতে পারতো।
সেই জন্যই তারা তখন এই কথাটি বলতো।
আরও জানো : স্টুডেন্ট লাইফে টাকা ইনকাম করার শ্রেষ্ঠ পদ্ধতি কোনগুলি?
ক্রমান্বয়ে এই কথাটি একটি ফ্রেজে রূপান্তরিত হয় ও পরবর্তীকালে পাবজি গেমেও ব্যবহার করা হয়।
[bctt tweet=”পাবজি গেম সম্পর্কে এই অবাক করা তথ্য গুলি জানো কি !” username=”shresthoblog”]ইরাঞ্জেল ম্যাপের নাম কোথা থেকে এলো
পাবজি গেমের সব থেকে জনপ্রিয় এবং সব থেকে চেনা ম্যাপ হল এই ইরাঞ্জেল ম্যাপ ।
কিন্তু তুমি কি কখনো ভেবেছো এর বাস্তব অস্তিত্ব আছে কিনা বা এই নামটাই বা এলো কোথা থেকে?
তাহলে জেনে নাও পাবজি গেমের এই জনপ্রিয় ম্যাপের নামের ‘ইরান’ কথাটা এসেছে সেই গেম এর নির্মাতা ব্রেন্ডন গ্রীনের মেয়ে ইরানের থেকে। এই ‘ইরান’ টি ‘অ্যাঞ্জেল’ এর সাথে মিশে গিয়ে এই ‘ইরাঞ্জেল’ নামটি উদ্ভূত।
আরও জানো : কীভাবে পাবজি গেমের স্পেকটেটর মোড অফ রাখবে ?
পাবজি গেমে বটের উপস্থিতি
তুমি যদি ভালো ভাবে এই জনপ্রিয় গেমটি খেলে থাকো তাহলে এতদিনে তুমি নিশ্চয়ই বুঝে গেছো এই গেম এর বিভিন্ন জায়গায় বট প্লেয়ার ছড়িয়ে রয়েছে। তুমি কি জানো এই বট প্লেয়ার বলতে ঠিক কী বোঝায়?
এই বট প্লেয়ার হল AI দ্বারা নির্মিত, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নির্মিত প্লেয়াররা।
ইচ্ছাকৃতভাবেই এদের এমনভাবে তৈরি করা হয় যাতে তারা তোমার দিকে গুলি করে অথচ টার্গেট মিস করে।
অপেক্ষাকৃত নতুন গেমারদের এই গেমে স্বাচ্ছন্দ ফিল করাতেই মূলত এই বট প্লেয়ারদের গেমে নিয়ে এসেছে পাবজি কর্তৃপক্ষ।
এই গেমের অ্যাডভার্টাইজমেন্ট
পাবজি গেমের প্যারেন্ট কোম্পানি পাবজি ফর পিসি এবং কনসোল এর জন্য এক পয়সাও অ্যাডভার্টাইজমেন্ট খরচ করেনি।
শুনে অবাক হয়ে যেতে হয় শুধুমাত্র মুখের কথাতেই এই গেম দ্রুত ছড়িয়ে পড়ে ও এই গেমের জনপ্রিয়তা হয়ে যায় আকাশচুম্বী।
তাই বলা হয় কোন অ্যাডভার্টাইজমেন্ট এর প্রয়োজন পড়েনি।
আবার অন্য দিক থেকে বলা যায় পাবজি মোবাইল হল ভারতে প্রথম এমন মোবাইল গেম যার অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়েছিল ভারতীয় টেলিভিশনে ।
এটা থেকেই বোঝা যায় এই গেমের জনপ্রিয়তা ঠিক কতটা।
পচিনকির বাস্তবে অস্তিত্ব রয়েছে !
শুনতে অবাক লাগলেও সত্যি। তুমি যদি পাবজি গেমের ইরাঞ্জেল ম্যাপ খেলে থাকো তাহলে তোমাকে আর বলতে হবে না আলাদা করে এই জায়গা সম্পর্কে।
ইরাঞ্জেল মাপের একটি জনপ্রিয় লোকেশন হল পচিনকি।
এই এলাকা অত্যন্তই জনপ্রিয় সবার মধ্যেই।
কিন্তু তুমি কি জানো, রাশিয়ার অনেক গ্রাম রয়েছে এই নামে।
এই গেমের আর একটি জায়গা ইয়াসনায়া পলিয়ানা তে একজন বিশ্ব বিখ্যাত লেখকের বাড়ি এবং মিউজিয়াম রয়েছে । হ্যাঁ সেই বিশ্ববিখ্যাত লেখকের নাম হল লিও টলস্টয়।
ভাবতেই অবাক লাগে আমাদের প্রিয় পাবজি গেমে এত রহস্য লুকিয়ে রয়েছে!
আরও জানো : YouTube Gears গাইড !
জানো কি পাবজি তোমাকে ব্যান করতে পারে কত বছরের জন্য ?
এই গেমে তুমি যদি চিটিং করে জিততে চাও বা কোনরকম সফটওয়্যার এর সাহায্য নিয়ে জিততে চাও, তাহলে এই গেম তোমাকে ব্যান করে দিতে পারে এটা নিশ্চয়ই সবাই জানো। কিন্তু জানো কি গুরুতর অপরাধের ক্ষেত্রে 100 বছর পর্যন্ত ব্যান করা হতে পারে।
অর্থাৎ কোনো গুরুতর অপরাধ করলে বা অনৈতিক প্রোগ্রাম ব্যবহার করলে তোমার অ্যাকাউন্ট কে এই দীর্ঘ সময়ের জন্য ব্যান করতে পারি পাবজি!
তাই সাবধান।
দেখেনাও চিন দেশের এই নতুন অবাক করা পাবজি গেমটিকে !
তোমার এই প্রিয় গেম সম্পর্কে কোন তথ্যটা তোমার ভালো লাগলো টা আমাদের জানাতে ভুলো না। এই গেম সম্পর্কে তোমারও কোন অজানা তথ্য জানা থাকলে আমাদের জানাতেও ভুলনা !
সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !