• Home
  • TechMate

অ্যান্ড্রয়েড 10 এর বিশেষ ফিচার গুলো কি কি ?

গুগল কনফার্ম করে দিয়েছে যে অ্যান্ড্রয়েড কিউ রিলিজ হতে চলেছে শীঘ্রই এবং তার সাথে তারা করেছে সেই যুগান্তকারী ঘোষণা।  

এই নতুন ভার্শনে থাকবেনা আর ডেজার্ট এর নাম।  

তাই বলা যায় অ্যান্ড্রয়েড পাই হবে সেই নামের ধারার লাস্ট নাম। 

প্রসঙ্গক্রমে বলে রাখি এতদিন পর্যন্ত যত অ্যান্ড্রয়েড এর ভার্সন বেরিয়েছে গুগল সবগুলোই নাম রেখেছে মিষ্টি ডেজার্ট এর নাম অনুসারে।  

যেমন পাই, ডনাট, কিটক্যাট ইত্যাদি।  

কিন্তু অ্যান্ড্রয়েড কিউ এর সাথে সাথে এই ধারার চেঞ্জ হতে চলেছে।  

গুগল অফিশিয়াল এনাউন্সমেন্ট করেছে যে এর নাম রাখা হয়েছে অ্যান্ড্রয়েড 10  এবং এর বিশেষ বিশেষ কিছু ফিচার রয়েছে।

  [bctt tweet=”অ্যান্ড্রয়েড 10 এর বিশেষ ফিচার গুলো কি কি ?” username=”shresthoblog”]

আজকের এই আর্টিকেলে আমরা জানাবো এই বিষয়গুলো সম্পর্কেই । 

অ্যান্ড্রয়েড

ডার্ক থিম মোড 

অ্যান্ড্রয়েড ১০ এর সাথে গুগল নিয়ে আসছে ইনবিল্ট ডার্ক থিম ফিচার।  

যেটাকে অ্যাক্সেস করা যাবে ইজিলি। 

ফোনের ডিসপ্লে সেটিং মেনু থেকে ইউজাররা দিনের নির্দিষ্ট সময় অনুযায়ী সিডিউল করে রাখতে পারবে এবং ডার্ক থিম এনাবেল করে থাকলে এন্ড্রয়েড টেনে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো একটু ধূসর বর্ণের হয়ে যাবে। 

নিঃসন্দেহে এটি একটি দারুন পদক্ষেপ। কারণ এই ডার্ক থিম অনেকাংশেই আমাদের চোখের ওপর চাপ কমিয়ে দেয়। 

 

গেশ্চার নভিগেশন 

এতদিন ধরে অ্যান্ড্রয়েডে সবসময়ই নেভিগেশন বাটন এর উপস্থিতি ছিল।  

এই ধারা এবার চলে যেতে চলেছে অ্যান্ড্রয়েড 10 এর সাথে।  কারন গুগল নিয়ে আসছে এতে গেশ্চার বেস্ড নেভিগেশন সিস্টেম । 

এর মাধ্যমে কোন ইউজার ডিসপ্লেতে সোয়াইপ আপ করলে চলে যাবে হোম অপসানে। এছাড়াও সোয়াইপ করে হোল্ড করে থাকলে চলে যাবে মাল্টিটাস্কিং মোডে ।  বাঁ দিক থেকে সোয়াইপ করলে ব্যাক অপশন কাজ করবে। অর্থাৎ আলাদা করে আর ব্যাক বাটন থাকছে না। 

আরও জানো : 1,000 টাকার মধ্যে শ্রেষ্ঠ গ্যাজেট গিফট কোনগুলি ?

 

কাস্টমাইজেবল থিম 

অ্যান্ড্রয়েড 10 -এ এবার তুমি কালার হাইলাইটস কেউ কাস্টমাইজ করতে পারবে। 

 

ফোকাস মোড  

ফোন কে দূরে সরিয়ে রেখে নিজের অন্যান্য কাজের প্রতি মনোযোগ দেওয়ার জন্য গুগল নিয়ে এসেছে ফোকাস মোড। 

এর সাহায্যে তুমি ইজিলি বিশেষ বিশেষ অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারবে এবং তার সাথে চালু রাখতে পারবে সেগুলোই যেগুলো তোমার খুবই প্রয়োজনীয়। এই  মোড কে অফ করে তুমি ইজিলি আবার আগের অবস্থায় চলে যেতে পারবে। 

 

বাবলস

অ্যান্ড্রয়েড 10 এ নতুন ফিচার আসতে চলেছে যার নাম বাবলস।   

স্ক্রিনে বিভিন্ন কনটেন্ট চলাকালীন কোন নোটিফিকেশন এলে তা কনটেন্টের উপর ভাসবে এবং খুব সহজেই তার সাহায্যে কার্য সম্পাদন করা যাবে।  

যেমন মেসেজের রিপ্লাই করা। 

 

দ্রুত শেয়ার করার অপশন 

এতদিন পর্যন্ত অ্যান্ড্রয়েডের শেয়ার অপশন  ছিল অপেক্ষাকৃত স্লো।  

এবার তার পরিবর্তন হতে চলেছে।  

আরও জানো : কীভাবে ইউটিউব -এ ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে অন্যান্য কাজ করতে পারবে ?

অ্যান্ড্রয়েড 10 এ আসতে চলেছে শেয়ারিং শর্টকাট।  যার সাহায্যে ইউজাররা যেকোনো ফাইল খুব সহজেই শেয়ার করতে পারবে। 

অ্যান্ড্রয়েড 10 এর কোন ফিচারটি তোমার ভালো লাগলো তা আমাদের জানাতে ভুলো না। !

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

 

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!