• Home
  • Mobile Applications

ইউটিউবারদের জন্য বেস্ট অ্যাপ্লিকেশন কোনগুলি?

আপনি যদি একজন ইউটিউবার হন বা একজন সফল ইউটিউবার হতে চান। এর জন্য আপনি যদি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তাহলে আজকের আর্টিকেলে আপনাকে কয়েকটি ইউটিউবারদের জন্য বেস্ট অ্যাপ্লিকেশন সম্পর্কে জানব।

যে গুলো যদি আপনার ফোনে ইনস্টল থাকে তাহলে আপনার প্রডাক্টিভিটি অনেকটাই বেড়ে যাবে।

তারই সাথে আপনি যদি ইউটিউবার হন তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো আপনার জন্য হবে বেস্ট।

কারণ এর সাহায্যে আপনি এই ইউটিউব সম্বন্ধীয় অনেক কাজ খুব সহজেই করে ফেলতে পারবেন।

সব সময় আপনাকে ল্যাপটপ বা ডেস্কটপ খুলতে হবে না।

আপনি আপনার স্মার্টফোন থেকেই আপনার ইউটিউব এর অনেক কাজ এগিয়ে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনগুলোর সাহায্যে। 

ইউটিউবারদের জন্য শ্রেষ্ঠ অ্যাপ্লিকেশন কোনগুলি?

এবার দেখে নেওয়া যাক আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে কোন অ্যাপ্লিকেশন গুলি আপনার প্রচণ্ড রকমের কাজে লাগবে ।

YouTube Creator Studio Application

আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটর হন তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে।

এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার YouTube Video Performance, কোথায় কোথায় ভালো পারফর্ম করছে, আপনার Video Earning কেমন ইত্যাদি।

যাবতীয় YouTube Analytics এর বিষয়বস্তু আপনি এই অ্যাপ্লিকেশন থেকে দেখতে পারবেন।

আপনার চ্যানেলের Revenue কত হয়েছে, কতদিনে আপনার ভিডিও কত ভিউ লাভ করেছে। তার সাথে কত মিনিট আপনার ভিডিও দেখা হয়ে গেছে সমস্ত বিষয়বস্তু আপনি এই অ্যাপ্লিকেশন থেকে অবজার্ভ করতে পারবে।

তার সাথে কমেন্টের রিপ্লাই করতে পারবেন, Monetization Setting চেঞ্জ করতে পারবেন এবং YouTube Video Playlist গুলোকেও কাস্টমাইজ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের সাহায্যে।

প্রয়োজন হলে Video Title, Thumbnail ও ভিডিও Description এর সাথে সাথে ভিডিও Tag কেউ আপনি ম্যানেজ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের সাহায্যেই।

তাই আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটর হন। তাহলে এই অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল রাখতে হবেই।

জাস্ট আপনার ফোনে অ্যাপ্লিকেশন টিকে ইন্সটল করে নিন এবং তারপর সাইন-ইন করে নিন আপনার ইউটিউব এর ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে।

তাহলেই আপনি এই অ্যাপ্লিকেশনটির ফুল পোটেনশিয়াল ইউজ করতে পারবেন।

TubeBuddy অ্যাপ্লিকেশন 

ইউটিউবারদের জন্য সবথেকে ভালো অ্যাপ্লিকেশন সম্পর্কে বলতে গিয়ে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও পরে যে এপ্লিকেশন টা সম্পর্কে আপনাকে বলব সেটা হলো এই TubeBuddy অ্যাপ্লিকেশন। 

অ্যান্ড্রয়েড ও আইওএস দুটো প্ল্যাটফর্ম এর জন্য অ্যাপ্লিকেশন পাবেন। তার সাথে এই TubeBuddy অ্যাপ্লিকেশন কে আপনি আপনার chrome-extension হিসেবেও ব্যবহার করতে পারবেন।

এটা ব্যবহার করার ফলে আপনার ইউটিউব ড্যাশবোর্ড টিতে কিছু চেঞ্জ হয়ে যাবে।

 বেশ কিছু এক্সট্রা ফিচারস আপনি পেয়ে যাবেন এই টিউব বাডি অ্যাপ্লিকেশনের chrome-extension এর সাহায্যে।

আপনি ভিডিওর জন্য উপযুক্ত Keyword ও খুঁজতে পারবেন । 

আরও পড়ুন : কিভাবে ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করবেন ? কমপ্লিট গাইড !

আর এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি আপনার চ্যানেলের Live Subscriber Count পেয়ে যাবেন। তার সাথে Video Title, Tag, Description সমস্ত কিছু কাস্টমাইজ করতে পারবেন।

Video SEO কেমন করা হয়েছে সেই সম্পর্কিত বিস্তারিত জানতে পারবেন এবং TubeBuddy অ্যাপ্লিকেশন আপনাকে কিছু পয়েন্ট হাইলাইট করবে।

যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনি Video SEO Ranking আরো ভালো করতে পারবেন। যেটা ওভারঅল আপনার চ্যানেলের জন্য দারুণ হবে।

 তার সাথে সাথে আপনার চ্যানেলের ছোট ছোট মাইলস্টোন আপনাকে জানানো হতে থাকবে TubeBuddy অ্যাপ্লিকেশন এর সাহায্যে।

ফলে আপনি খুব ইনকাম করবেন এবং আরো বেশি করে আপনার ইউটিউব চ্যানেল কে গ্রো করার কাজে নিজেকে নিয়োজিত করতে পারবেন।

এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে থাকা খুবই প্রয়োজন আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন ।

SnapSeed Photo Editor 

আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটর হন তাহলে বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন প্রয়োজনে ফটো তুলতে হবে।

সেটা ইনস্টাগ্রামে পোস্ট করার জন্যই হোক বা কুইক Thumbnail শুট করার জন্যই হোক।

ফটোশুট করে এডিট করার বিষয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না এই স্ন্যাপসিড ফটো এডিটর অ্যাপ্লিকেশন টা আপনার ফোনে ইন্সটল থাকলে।

এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন অ্যাপ্লিকেশনটি গুগলের তৈরি। এবং এর মধ্যে বেসিক থেকে অ্যাডভান্স – ফটো এডিটিং এর সমস্ত ফিচারস আপনি পেয়ে যাবেন। 

সাথে সাথে মধ্যে থাকছে Raw Photo এডিটিং এর সুবিধা। খুব সহজে এর সহজ সরল ইন্টারফেজ এর সাহায্যে আপনি আপনার আপনার ফটো কে এডিট করে সোশ্যাল মিডিয়ার জন্য রেডি করে ফেলতে পারবেন । যেটা ইউটিউবারদের জন্য প্রচন্ড রকম সুবিধাজনক ।

আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই অ্যাপ্লিকেশনে আপনাকে বাজে এবং বিরক্তিকর Ad দেখানো হয়না।

যার ফলে ফটো এডিটিং এ আপনি ফুল কন্সেন্ট্রেশন করতে পারবেন। তাই এই এপ্লিকেশনটাও আপনার ফোনে ইন্সটল করে রাখা অত্যন্ত জরুরী।

AZ Screen Recorder

ইউটিউবারদের ক্ষেত্রে বিশেষ করে টিউটোরিয়াল তৈরির ক্ষেত্রে অনেক সময় সমস্যায় পড়তে হয় মোবাইলের স্ক্রিন রেকর্ড করতে গিয়ে। 

আপনাকেও যদি এই সমস্যায় পড়তে হয় তাহলে আর চিন্তা করতে হবে না।

AZ Screen Recorder এর সাহায্যে খুব সহজেই আপনি আপনার স্মার্টফোনে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং টিউটোরিয়াল ভিডিও বানাতে পারবেন।

এটা ব্যবহার করাও খুব সহজ অর্থাৎ প্রচণ্ড রকমের ইউজার ফ্রেন্ডলি।

আপনার কোন রকম অসুবিধা হবে না এই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গিয়ে।

পিক্সএলআর ও পিক্সেল ল্যাব 

আপনি যদি টুকটাক ব্যানার তৈরি ও পোস্টার এডিট এর মতো কাজ করতে চান, তাহলে তার জন্য এই অ্যাপ্লিকেশনটির জুড়ি মেলা ভার।

খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে কাজ চালানোর মত ভাল ব্যানার পোস্টার বানিয়ে ফেলতে আপনি এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করুন। 

এই কাজে অনেকের পক্ষেই অনেক সময় লেগে যায়। সেটা আপনি কয়েক মিনিটেই সেরে ফেলতে পারবেন এই অ্যাপ্লিকেশনের সাহায্যে।

আরও পড়ুন : সম্পূর্ণ ফ্রি প্রফেশনাল Blog তৈরি করুন ব্লগস্পটে

তাই এই দুটো অ্যাপ্লিকেশন আপনার স্মার্টফোন ইন্সটল করে রাখা অত্যন্ত জরুরী। 

Legend – Animated Text : Intro Maker

আপনি যদি আপনার চ্যানেলের জন্য খুব সুন্দর সুন্দর চ্যানেল ইন্ট্রো বানাতে চান, তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনার জন্য বেস্ট হবে।

এর সাহায্যে কোনো রকম নলেজ এর প্রয়োজন হবে না আপনার। কোন রকম নলেজ ছাড়াই আপনি খুব সহজে খুব সুন্দর সুন্দর মোশন গ্রাফিক্স, চ্যানেল ইন্ট্রো বানিয়ে ফেলতে পারবেন আপনার চ্যানেলের জন্য। যেগুলো আপনার ভিডিওকে এক অন্য মাত্রা দেবে।

অবশ্যই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করুন এবং আপনার ভিডিওকে আরও প্রফেশনাল ও আই ক্যাচিং করে তুলুন। 

এই অ্যাপ্লিকেশনের বিষয়ে আরো জানতে আমাদের তৈরি ভিডিওটি দেখে নিন !

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Telegram, Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন!

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!