• Home
  • Mobile Games

তিনটি শ্রেষ্ঠ ব্রাউজার গেম শুধুমাত্র আপনারই জন্য ! বোর হতে হবেনা আর !

ব্রাউজার গেম হল রিলাক্স করার এবং কিছু সময় কাটানোর জন্য অসাধারণ এক ব্যবস্থা।

কাজের মাঝে যদি কয়েক মিনিট গেম খেলা হয়ে যায় তাহলে মুড ফ্রেশ হয়ে যায়। আর সাথে আসে সেই কাজ করার জন্য নতুন উদ্যম।

সারাদিন ডেক্সটপ বা ল্যাপটপে বসে বসে কাজ করে অনেকেই বোর হয়ে পড়েন, আবার মেমোরি সমস্যার জন্য বা অজানা গেম ডাউনলোড করে ইন্সটল করে রাখতে চান না।

তাদের সবার জন্য অসাধারণ হল এই ব্রাউজার গেম !

 

ব্রাউজার গেম

ব্রাউজার গেম কী ?

এখানে আপনাকে ডাউনলোড করতে হবে না কোন ফাইল, ইনস্টল করতে হবে না কোন গেম, ঝঞ্ঝাট পড়তে হবে না আপনার ল্যাপটপ বা পিসির মেমোরি জনিত সমস্যা নিয়ে।

হ্যাঁ, এ সকল সুবিধাই পাবেন আপনি ব্রাউজার গেমে।

শুধুমাত্র প্রয়োজন আপনার ইন্টারনেট কানেকশন।

আর পেয়ে যাবেন অসাধারণ এন্টারটেইনিং গেমিং এর সুবিধা।

 

ব্রাউজার গেম

আপনার জন্য তিনটি বাছাই করা শ্রেষ্ঠ ব্রাউজার গেম কোনগুলি ?

আজ আমরা আপনাদের জানাবো এমনই কয়েকটি ব্রাউজার গেম -এর ব্যাপারে যেগুলি আপনার আপনাকে বোর হওয়া থেকে বাঁচাবে, এনে দেবে কাজ করার নতুন উদ্যম ! 

[bctt tweet=”তিনটি শ্রেষ্ঠ ব্রাউজার গেম শুধুমাত্র আপনারই জন্য ! বোর হতে হবেনা আর ! ” username=”shresthoblog”]

স্পয়লার এলার্ট : এই গেম গুলো খুবই অ্যাডিকটিভ। ও তাই নিজের রিস্ক এই দেখুন। আমরা নিশ্চিত আপনি বারবার খেলতে শুরু করবেন।

ব্রাউজার গেম

1. Abobo’s Big Adventure :

ব্রাউজার গেম এর কথা বলতে গেলে সর্বপ্রথম যে গেমটি কথা আমাদের মাথায় আছে তা হল Abobo’s Big Adventure

এই গেমটিতে Abobo অর্থাৎ আপনাকে এগিয়ে যেতে হবে একের পর এক খতরনাক ভিলেনদের কে কুপোকাত করে।

আসতে থাকবে একটার পর একটা চ্যালেঞ্জ।

সেইসব চ্যালেঞ্জ জয় করে এগিয়ে যেতে হবে আপনাকে।

দেখেনিন আজকের অসাধারণ সব শ্রেষ্ঠ ডিলস

এই গেমের কন্ট্রোল গুলো খুব সিম্পল।

শুধুমাত্র A ও S সুইচ গুলি ব্যবহার করে খেলতে হবে আপনাকে।

তার সাথে ব্যবহার করতে হবে চারটি অ্যারো কে। A সুইচ টিপে আপনি লাথি মারতে পারবেন এবং S সুইচ টিপে আপনি পারবেন ঘুষি মারতে।

তবে দেরি কেন যাস্ট একবার ট্রাই করে দেখুন এবং মেতে উঠুন এই গেমটিতে।

গেম খেলার জন্য ক্লিক করুন এখানে

জেনে নিন : ইউটিউব এর ডার্ক মোড কি ? কীভাবে এটি আপনার চোখকে বাঁচিয়ে দিতে পারে ?

ব্রাউজার গেম

2. Powerline.io :

পরবর্তী যে ব্রাউজার গেম টার কথা আপনাকে জানাব তা হল তার নাম হলো Powerline.io।

আপনি যদি স্নেক গেমটা খেলে থাকেন এবং সেটিকে খুব পছন্দ করেন তাহলে এই গেম আপনার জন্য।

এই গেমটিতে প্রথমে আপনি আপনার নাম লিখে খেলতে শুরু  করুন।

তারপর একের পর এক পাওয়ার কালেক্ট করতে থাকুন চারটি Arrow Keys ব্যবহার করে।

আরও পড়ুন : কীভাবে আপনার স্মার্টফোনটিকে অত্যধিক গরম হওয়া থেকে বাঁচাবেন ?

কিন্তু মনে রাখবেন আপনার স্নেকটির মাথার সাথে অন্য কারোর মাথা টাচ করে যায় তাহলে আপনার স্নেকটি সঙ্গে সঙ্গে মারা যাবে ।

তাই খুব সাবধান হয়ে আপনাকে খেলতে হবে। এমনি খেলাটি সিম্পল মনে হলেও খেলাটিতে অসংখ্য প্লেয়ার একসাথে খেলে চলেছে।

এটাই খেলাটিকে একটু কঠিন করে দেয়। কিন্তু খেলাটি এক কথায় অসাধারণ।

আপনি খেলতে শুরু করলে খেলতে থাকবেন।

গেম খেলার জন্য ক্লিক করুন এখানে

3. Street Skater :

তৃতীয় ও সর্বশেষ যে ব্রাউজার গেম টির কথা বলব তার নাম হল Street Skater।

গেমটিতে আপনাকে একজন Skater কে কন্ট্রোল করতে হবে। Space এবং Shift ইউজ করে তাকে কন্ট্রোল করতে আপনাকে।

আরও পড়ুন :  আপনার Android ফোনের জন্য পাঁচটি শ্রেষ্ঠ Photo Editing Application গুলি জানেন কি ?

গেমটি খেলতে খেলতে কোন কোন কিছু যে ধাক্কা খেলে সঙ্গে সঙ্গে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যাবে।

অর্থাৎ সেই Skater কে কোন কিছুতে ধাক্কা হওয়া থেকে বাঁচিয়ে আপনাকে কালেক্ট করতে হবে কয়েন।

অসাধারণ লাগবে এই গেমটি একবার চেষ্টা করে দেখুন।

গেম খেলার জন্য ক্লিক করুন এখানে

সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন

এই ব্রাউজার গেম গুলির মধ্যে কোনগুলি আপনার ভাল লাগল তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কোনও ব্রাউজার গেম জানা থাকলে তাও আমাদের রিডারদের জানাতে ভুলবেন না !

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!