• Home
  • Online Shopping

1,000 টাকার মধ্যে শ্রেষ্ঠ গ্যাজেট গিফট কোনগুলি ?

অনলাইনে গ্যাজেট গিফট কিনতে গিয়ে আমাদের হয়রানির শেষ থাকেনা।

আর কাউকে দেবার জন্য গ্যাজেট গিফট কিনতে গেলে তো আর কথায় নেই।

কোন গিফট পছন্দ হলেও সেগুলির দাম দেখে আমাদের পিছিয়ে আসতে হয়।

[bctt tweet=”1,000 টাকার মধ্যে শ্রেষ্ঠ গ্যাজেট গিফট কোনগুলি ?” username=”shresthoblog”]

আরও জানো : ইন্টারনেট -এ যা আমাদের একদমই করা উচিত নয় !

এখানে আমরা তোমাদের জন্য এমন কয়েকটি গ্যাজেট গিফট এর সন্ধান দিলাম যেগুলির দাম 1000 টাকার মধ্যেই এবং সেগুলি গিফট হিসাবেও অসাধারন।

 

best gifts

গ্যাজেট গিফট হিসাবে Mi 10000mAH Li-Polymer Power Bank 2i (Black) :

১০০০ টাকার মধ্যে গ্যাজেট গিফট দেবার মতো এর থেকে ভালো ও প্রয়োজনীয় কিছু খোঁজার আগে এটার কথাই আমাদের প্রথম মনে হল। এটি এক কথায় অসাধারন । ১০০০ টাকারও কমেই এতে পাবেন 10000mAH lithium-polymer ব্যাটারি সাথে Dual USB Output । এতে থাকছে Two- way Quick Charge এর ব্যবস্থাও। ছোট হোক বা বড়ো, যেকোনো কারোর এটা খুবই কাজে দেবে।

বর্তমান দাম দেখার জন্য এখানে Click করো !

গ্যাজেট গিফট

গ্যাজেট গিফট হিসাবে GoFree Organizer  :

তোমাকে যদি প্রায়ই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় তাহলে GoFree Organizer এর জুড়ি মেলা ভার । GoFree Organizer তে একই সাথে আপনি আপনার USB , Network Cables, Power Bank,Mobile Charger,Car Charger,Pen Drives / Flash Drives,Memory Cards / SD Cards,Mobile Phone,Batteries,Small Tools,Toiletries,Cosmetics,Stationery – Pens, Pencils, Art Brushes,Cash,Debit / Credit Cards – এই সব কিছু নিয়ে যেতে পারবে এবং সাজিয়ে রাখতে পারবে। এর চারিদিক Chain দিয়ে আটকানো ফলে ভিতরের জিনিস পড়ে যাবার  ভয়ও নেই।

বর্তমান দাম দেখার জন্য এখানে Click করো !

 গিফট

Max Pi Waterproof Speaker :

1000 টাকার মধ্যে Max Pi Waterproof Speaker গ্যাজেট গিফট হিসাবে একটি শ্রেষ্ঠ Speaker। এটি একটি Bluetooth Speaker এবং এরই সাথে এটি Waterproof ও । এর Sound Quality-ও অসাধারণ । শুধু মাত্র এটাই নয়,  এতে NFC ও পাবে।

মন্দার বাজারে তোমার প্রিয়জন কে চমকে দিতে চাইলে এর থেকে ভালো কিছু পাওয়া মুশকিল !!

বর্তমান দাম দেখার জন্য এখানে Click করো !

এছাড়াও এইচপি-র এই ওয়ারলেস স্পিকারটা HP Mini 300 দেখতে পারো । দাম খুবই কম ।

গ্যাজেট গিফট

Portronics LiteHouse Magnetic LED Lamp with Power Bank :

Portronics LiteHouse Magnetic LED Lamp একটি Unique Gadget যা আপনি Torch Light ও Power Bank হিসাবেও ব্যাবহার করতে পারবেন । এটাতে আছে 4400mAh Li-ion battery (Original Samsung Cells) যা কাছে থাকলে আপনি নিশ্চিন্ত থাকবেন নিশ্চিত । এর নিচের অংশ টি Magnetic হওয়ার জন্য কোন ধাতব টেবিল বা ধাতব জাইগায় রাখলেও এটি উল্টে যাবার ভয় নেই ।

বর্তমান দাম দেখার জন্য এখানে Click করো !

 

গ্যাজেট গিফট

Sennheiser HD 180 :

1000 টাকার মধ্যে Sennheiser HD 180 একটি অসাধারণ Headphone । দামের তুলনায় এর Sound Quality-ও দারুণ। এর Design খুব Eye Catching । অনেক ক্ষণ পড়ে থাকার জন্যও আরামদায়ক । এর একটিই অসুবিধা যে এতে Microphone নেই । কল বাদে অন্যান্য প্রয়োজনে এটি শ্রেষ্ঠ।

বর্তমান দাম দেখার জন্য এখানে Click করো !

আরও জানো : হোয়াটসঅ্যাপ -এ কার কার সাথে বেশি চ্যাট করেছো তা কীভাবে জানবে ?

এই Gift Idea গুলি তোমার কেমন লাগল তা নিচে Comment করে অবশ্যই জানাও ।

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!