• Home
  • Mobiles

15,000 টাকার মধ্যে দুটি অসাধারণ ভ্যালু ফর মানি Smart Phone গুলি কি কি ?

এখন স্মার্টফোনে শুধুমাত্র আমাদের স্টাইল স্টেটমেন্টই নয়, আমাদের প্রয়োজনও।

তাই ঠিক দামে ঠিক স্মার্টফোনে কেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাজেট থাকলেও প্রসেসর, ক্যামেরা ও অন্যান্য ফিচার দেখে না কেনার জন্য পরে পস্তাতে হয়।

আরও পড়ুন : 1000 টাকার মধ্যে Gift দেবার জন্য পাঁচটি শ্রেষ্ঠ Gadgets দেখেনিন!

তাই আপনাদের জন্য আজ রইলো 15000 টাকার মধ্যে দুটি এমন স্মার্টফোন যা সকলের জন্য ভ্যালু ফর মানি হবে।

[bctt tweet=”15,000 টাকার মধ্যে দুটি অসাধারণ ভ্যালু ফর মানি Smart Phone গুলি কি কি ?” username=”shresthoblog”]

এবং তা কেনার পর আপনি পাবেন অসাধারণ ইউসার এক্সপিরিয়েন্স।

দেখেনিন টাকার মধ্যে সেই অসাধারণ স্মার্টফোন গুলি :

redmi best phone

Redmi Note 5 Pro :

15000 টাকার মধ্যে সবথেকে ভালো মোবাইল গুলির কথা বলতে গেলে প্রথমেই আসে Redmi Note 5 Pro ফোনটিকে কথা।

এখনো পর্যন্ত এটাই রেডমির সবথেকে গতিসম্পন্ন ফোন। Redmi Note 5 Pro তে আছে 14 nm Qualcomm Snapdragon 636 প্রসেসর। যা অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন এবং যা আপনার মাল্টিটাস্কিং হ্যান্ডল করেদেবে অতি সহজেই।

আপনি যদি গেম খেলতে ভালোবাসেন তাহলে এই ফোনটি আপনারই জন্য। এতে সমস্তরকমের গেম খেলতে পারবেন কোনোরকম ল্যাগিং ছাড়াই।

এছাড়াও বলতে হয় এর অসাধারণ ক্যামেরার কথা। এতে আছে অবাক করে দেওয়া ডুয়াল ক্যামেরা ফিচার। যা আপনার ছবিতে অসাধারণ ব্লার এফেক্ট দেবে। আপনি অতি সহজেই আপনার ছবিতে পাবেন DSLR এফেক্ট!

এছাড়াও এর ফ্রন্ট ক্যামেরা পাগল করে দেওয়া 20 মেগাপিক্সেলের! যা আপনাকে স্ট্যানিং সেলফি এক্সপীড়িয়েন্স দেবে নিশ্চিত!

সর্বোপরি বলতে হয় Redmi Note 5 Pro-র ব্যাটারির কথা। এতে আছে 4000mAh এর ব্যাটারি এবং সিস্টেম লেভেল MIUI অপটিমাইজেশন। যা দেবে অসাধারণ ব্যাটারি ব্যাকআপ!

এছাড়াও, ফ্রন্ট ফ্লাশ, ফেসিয়াল রিকগনিশন সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এই সব কিছুর উপস্থিতি Redmi Note 5 Pro কে দিয়েছে মোস্ট কমপ্লিট হ্যান্ডসেটের তকমা।


Asus Zenphone Max Pro M1 :

Redmi Note 5 Pro এর পরেই যে স্মার্টফোনে টির কথা আপনাদের কিনতে বলব সেটা হলো Asus Zenphone Max Pro M1

Asus Zenphone Max Pro M1ও আপনি পাবেন Snapdragon 636 Octa Core Processor যা আপনার মাল্টিটাস্কিং কে করে দেবে অত্যন্ত সহজ। এই ফোনে আপনি পাবেন পিউর এন্ড্রইড এর সুবিধা যা নিশ্চিতভাবে খুবই ভালো ব্যাপার।

এছাড়াও Asus Zenphone Max Pro M1তে পাবেন ফুল HD ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, থাকছে ফ্লাশ ও সর্বোপরি 4k ভিডিও রেকর্ডিং এর সুবিধা। যা এর আশেপাশের ফোনে গুলিতে পাওয়া মুশকিল।

আপনি যদি গেম খেলতে ভালোবাসেন তাহলে Asus Zenphone Max Pro M1 আপনার জন্য এই ফোন হবে আদর্শ। সমস্ত রকম গেমই এই ফোনে স্মুথলি রান করতে পারে।

আরও পড়ুন : আপনার Android ফোনের জন্য 2018 সালের পাঁচটি শ্রেষ্ঠ Photo Editing Application গুলি জানেন কি ?

এছাড়াও Asus Zenphone Max Pro M1 তে পাবেন একই সাথে ডুয়াল সিম স্লট ও তার সাথে Micro SD কার্ডের স্লট যা নিঃসন্দেহে এক ভালো ব্যাপার।

এতে থাকছে ফ্রন্ট ফ্লাশ এর সুবিধাও। সাথে পাবেন ফেস ও ফিঙ্গার প্রিন্ট আনলকের সুবিধাও।

সব শেষে বলা যায় ও দুটি ফোনই আপনাকে অসাধারণ ইউজার এক্সপিরিয়েন্স দেবে । এই দুটি ফোনই আপনার মাল্টিটাস্কিংকে করে দেবে অত্যন্ত সহজ। ও এই দুটোর মধ্যে যেকোনো একটিকে আপনি কিনলে আপনাকে আর ফোনে নিয়ে ভাবতে হবেনা!

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!