কল অব ডিউটি গেমটিতে সফল হওয়ার সিক্রেট টিপস ও ট্রিক্স !
ভারতে কল অব ডিউটি গেমটি এখন কারো অজানা নয় ।
ভারতে লঞ্চ সাথেসাথেই তা ভালো ভাবেই বোঝা গেছে !
লঞ্চের সাথে সাথেই এই গেমটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে ।
এই গেমটি ভারতে লঞ্চ হয়েছে অফিশিয়ালি 1st October, 2019 তারিখে ও এরইমধ্যে শুধুমাত্র Android এই ডাউনলোড এর পরিমাণ ছাড়িয়ে গেছে 50 মিলিয়ন।
এর আগে সবাই পাবজি নিয়ে ব্যস্ত ছিল।
কিন্তু কল অব ডিউটি একই সাথে অ্যান্ড্রয়েড ও আইওএস এ আসার পর সেই পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে গেছে ।
Table of Contents
কল অব ডিউটি কি ?
কল অব ডিউটি হল একটি জনপ্রিয় ভিডিও গেম !
এটি একটি ফার্স্ট পারসন শ্যুটার গেম, আর এর যাত্রা শুরু 2003 সাল থেকে !
প্রথম প্রথম এই গেমটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কে নিয়ে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের থিম নিয়ে ভিডিও গেম বানানো শুরু করে ! পরে পরে আরও নানান থিমে ছড়িয়ে পড়ে !
সারা বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা আকাশছোঁয়া !
আজকে তোমাদের জানাব কল অব ডিউটি গেমটিতে সফল হওয়ার বিশেষ কয়েকটি টিপস ও ট্রিক্স !
কীভাবে কল অব ডিউটি গেমটিতে সফল হবে ?
এই গেমটি টিম গেম !
পাবজির মতো এই গেমেতে চারজনের টিম নয়।
তোমরা থাকছো পাঁচ জনের একটি টিম !
তাই তাড়াহুড়ো না করে সবাই মিলে প্ল্যান করে এগিয়ে চলো !
মুভমেন্ট বজায় রাখো।
এই গেমে টিকে থাকতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপর হচ্ছে মুভমেন্ট বজায় রাখা। এক জায়গায় স্থির থাকা একদমই অনুচিত।
আরও জানো : নতুন পাবজি গেম ? কীভাবে ডাউনলোড করবে ?
স্নাইপারই শেষ কথা নয় !
তোমার টিমের স্নাইপার থাকতেই হবে এমন কোন ব্যাপার নেই। স্নাইপার থাকলে সেটাকে কন্ট্রোল করার দক্ষতা থাকা উচিত।
তা না থাকলে সেটা থাকা আর না থাকা দুইই সমান।
তাই স্নাইপার না থাকলেও সাধারণ বন্দুক নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে !
সব সময় ম্যাপের দিকে খেয়াল রাখো ।
তোমার দিকে কেউ গুলি করলে ম্যাপে সঙ্গে সঙ্গে একটি লাল ডট দিয়ে ইন্ডিকেট করে দেওয়া হয় সে কোন দিক থেকে তোমাকে গুলি করছে।
সেটা লক্ষ্য করে তুমি সহজেই তাকে কিল করতে পারবে।
তাই খেলতে খেলতে তোমার ম্যাপের দিকে নজর রাখতে ভুলনা !
হঠাৎ করে কোন খোলা জায়গাতে বেরিয়ে পড়ো না।
এনিমির সামনে নিজেকে এক্সপোজ করো শুধুমাত্র প্রয়োজন হলেই ।
হঠাৎ করে বাইরে বেরিয়ে এসে নিজেকে শত্রুপক্ষের টার্গেটে পরিণত করো না !
প্রয়োজনে যখন তখন নানান জিনিসের আড়ালে চলে যাও।
এট্যাক করার প্রয়োজন হলেই শুধু মাত্র বাইরে বেরিয়ে এসো !
টার্গেট থাকবে হেডশট !
কল অব ডিউটি এর মত গেমে সবসময়ই মাথার দিকে এম করে গুলি করো।
এর ফলে তাড়াতাড়ি মারতে পারবে তোমার এনিমিকে।
সমস্ত অয়েপনের ব্যবহার !
প্রয়োজনে বন্দুক, গ্রেনেড এবং মিসাইলের ব্যবহার করো।
সঠিক সময়ে এগুলোর সঠিক ব্যবহারে খুব ভালো রকমের ফল পাওয়া যায়।
থেমে থাকা বারণ !
সবসময়ই কোন এক জায়গায় লুকিয়ে থেকো না । তোমাকে যে কেউ খুঁজে মেরে ফেলতে দেরি করবে না।
তার পরিবর্তে জায়গা চেঞ্জ করতে থাকো এবং সাবধানে থেকে একের পর এক কিল করতে থাকো !
কল অব ডিউটির অসাধারণ গেমপ্লে ভিডিও দেখো এখানে !
[embedyt] https://www.youtube.com/watch?v=fWfAGOFGZBg[/embedyt]
সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !