• Home
  • Mobile Games

কল অব ডিউটি গেম খেলার স্পেশাল টিপস ও ট্রিক্স ! জয় হবে আপনারই !

ভারতে কল অব ডিউটি মোবাইল গেম টি এখন কারো অজানা নয় ।
ভারতে লঞ্চ সাথেসাথেই তা ভালো ভাবেই বোঝা গেছে !
লঞ্চের সাথে সাথেই কল অব ডিউটি গেম টি তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে ।
এর আগে সবাই পাবজি নিয়ে ব্যস্ত ছিল।
কিন্তু কল অব ডিউটি একই সাথে অ্যান্ড্রয়েড ও আইওএস এ আসার পর সেই পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে গেছে ।সবার মনেই প্রশ্ন থাকে কীভাবে ” কল অব ডিউটি গেম জিতবো ? ” বা ” কল অব ডিউটি কি ? ” আপনার মনেও যদি এই সব প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন !

কল অব ডিউটি কি ?

কল অব ডিউটি হলো একটি জনপ্রিয় ভিডিও গেম।
এটি একটি ফার্স্ট পারসন শ্যুটার গেম ।
আর এর যাত্রা শুরু 2003 সাল থেকে।
প্রথম প্রথম এই গেমটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের থিম নিয়ে ভিডিও গেম বানানো শুরু করে।
পরে পরে আরও নানান থিমে ছড়িয়ে পড়ে এটি।
সারা বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা আকাশছোঁয়া ।
আজকে তোমাদের জানাব এই গেমটিতে সফল হওয়ার বিশেষ কয়েকটি টিপস ও ট্রিক্স !

কল অব ডিউটি মোবাইল গেম খেলার স্পেশাল টিপস ও ট্রিক্স !

এই গেমটিতে সফল হওয়ার বিশেষ কয়েকটি টিপস ও ট্রিক্স গুলি হল এইরকম !

কল অব ডিউটি একটি টিম গেম !

পাবজির মতো এই গেমেতে চারজনের টিম নয়।
তোমরা থাকছো পাঁচ জনের একটি টিম !
তাই তাড়াহুড়ো না করে সবাই মিলে প্ল্যান করে এগিয়ে চলুন !

আরও জানুন : নতুন পাবজি গেম ? কীভাবে ডাউনলোড করবেন ?

থেমে থাকা মানা !

মুভমেন্ট বজায় রাখুন। কল অব ডিউটি এর মত গেমে টিকে থাকতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপর হচ্ছে মুভমেন্ট বজায় রাখা।
এক জায়গায় স্থির থাকা একদমই অনুচিত।

স্নাইপার কি চাইই চাই !

আনার টিমের স্নাইপার থাকতেই হবে এমন কোন ব্যাপার নেই।
স্নাইপার থাকলে সেটাকে কন্ট্রোল করার দক্ষতা থাকা উচিত।
তা না থাকলে সেটা থাকা আর না থাকা দুইই সমান।
তাই স্নাইপার না থাকলেও সাধারণ বন্দুক নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে !

খেয়াল রাখুন ম্যাপে !

সব সময় ম্যাপের দিকে খেয়াল রাখুন । আপনার দিকে কেউ গুলি করলে ম্যাপে সঙ্গে সঙ্গে একটি লাল ডট দিয়ে ইন্ডিকেট করে দেওয়া হয় সে কোন দিক থেকে আপনাকে গুলি করছে।
সেটা লক্ষ্য করে আপনি সহজেই তাকে কিল করতে পারবেন।
তাই খেলতে খেলতে তোমার ম্যাপের দিকে নজর রাখতে ভুলবেন না !

আরও জানুন : Clash of Clans সম্পর্কে অবাক করা তথ্য গুলো জানেন কি ?

অযথা এক্সপোজ !

হঠাৎ করে কোন খোলা জায়গাতে বেরিয়ে পড়বেন না।
কল অব ডিউটি গেম টিতে এনিমির সামনে নিজেকে এক্সপোজ করবেন শুধুমাত্র প্রয়োজন হলেই ।
হঠাৎ করে বাইরে বেরিয়ে এসে নিজেকে শত্রুপক্ষের টার্গেটে পরিণত করবেন না !
প্রয়োজনে যখন তখন কখনও নানান জিনিসের আড়ালে চলে যান।
এট্যাক করার প্রয়োজন হলেই শুধু মাত্র বাইরে বেরিয়ে আসুন !

টার্গেট থাকবে মাথা !

সবসময়ই মাথার দিকে এম করে গুলি করুন।
এর ফলে তাড়াতাড়ি মারতে পারবেন আপনার এনিমিকে।

অয়েপনের সদব্যাবহার !

কল অব ডিউটি গেম প্রয়োজনে বন্দুক, গ্রেনেড এবং মিসাইলের ব্যবহার করুন।
সঠিক সময়ে এগুলোর সঠিক ব্যবহারে খুব ভালো রকমের ফল পাওয়া যায়।

লুকিয়ে কি জেতা যায় !

সবসময়ই কোন এক জায়গায় লুকিয়ে থাকবেন না । আপনাকে যে কেউ খুঁজে মেরে ফেলতে দেরি করবে না।
তার পরিবর্তে জায়গা চেঞ্জ করতে থাকুন এবং সাবধানে থেকে একের পর এক কিল করতে থাকুন !এই সমস্ত স্পেশাল গুলি মেনে চললে অবশ্যই কল অব ডিউটি গেমে আপনি জয় লাভ করবেন !

কল অব ডিউটির গেমপ্লে দেখুন এখানে !

[embedyt] https://www.youtube.com/watch?v=fWfAGOFGZBg[/embedyt]

সাবস্ক্রাইব করুন , শ্রেষ্ঠ থাকুন

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , InstagramYouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!