• Home
  • Blogging Guide

ডোমেইন নেম কি? কিভাবে ডোমেইন কিনবেন? জেনেনিন বিস্তারিত, What is Domain Name? Domain Name Guide in Bangla 2021

ডোমেইন নেম কি? (What is Domain Name? / Domain Name Ki?) কিভাবে ডোমেইন কিনবেন (How to Buy Domain Name?/Kivabe Domain Name Kinben?) বা ডোমেইন নেম নিয়ে এই ধরনের প্রশ্ন আমাদের মনে সবসময়ই আসে। আর এই ধরনের প্রশ্ন মনে আসাটাই স্বাভাবিক।

বিশেষ করে আপনার যদি ব্লগ (Blog) বা ওয়েবসাইট (Website) তৈরির ইচ্ছা থাকে। তাহলে ডোমেইন নেম কি (Domain Name Ki?) সেটা জানা আবশ্যক। 

ব্লগ বা ওয়েবসাইট তৈরি করার আগেই Domain Name কি। সেটা কিভাবে কাজ করে। এই সব বিষয়ে সম্যক ধারণা থাকা অত্যাবশ্যক। 

আজকের এই আর্টিকেলের ডোমেন নেম কি? (What is Domain Name? Domain Name Ki?) ডোমেইন কিভাবে কাজ করে? (How does Domain Name Work?/Domain Name Kivabe Kaj Kore?) এই Domain Name সম্পর্কিত যাবতীয় তথ্য আপনি বুঝে যাবেন খুব সহজেই। যা পরবর্তীকালে আপনার ব্লগিং এক্সপিরিয়েন্সকে আরও মসৃন করবে। 

Table of Contents

ডোমেইন নেম কি?

ডোমেন নেম কি? (What is Domain Name? Domain Name Ki?) খুব সহজ-সরল ভাষায় বলতে গেলে Domain Name হল আপনার ওয়েবসাইটের এড্রেস। বা আপনার ব্লগের অ্যাড্রেস। 

এবার ব্যাপারটা বুঝিয়ে বলি। মনে করুন আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন। এবার সেই ওয়েবসাইটে ভিজিট করার জন্য নির্দিষ্ট একটা URL সঠিক ভাবে আপনাকে টাইপ করতে হয় ব্রাউজারের এড্রেসবারে। 

সেই নির্দিষ্ট URL টাই হল ডোমেন নেম। ডোমেন নেম একটি ইউনিক নেম।

এবং এই নেম টাইপ করেই আপনি আপনার পছন্দের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন খুব সহজেই। 

তাই বলা যায় কোন জায়গায় পৌঁছানোর জন্য আমাদের যেমন সেই জায়গার সঠিক ঠিকানা প্রয়োজন হয়।

তেমনি Domain Name হল কোন একটি ওয়েবসাইট বা ব্লগের সঠিক ঠিকানা। 

এই ডোমেন নেম সঠিকভাবে টাইপ করলে তবেই সেই নির্দিষ্ট ওয়েবসাইটে যাওয়া যায়। অন্যথায় বেঠিক ঠিকানার মত হয়।

ভুল টাইপ করলেই অনি অন্য ওয়েবসাইট বা ব্লগে পৌঁছে যান। 

সামান্য ভুল হলেই আপনি অন্য ঠিকানায় পৌঁছে যাবেন। আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। 

তাই একটা ডোমেন নেমের উদাহরণ হল আমাদেরই ShresthoBlog.com । এখানে এই ডোমেন নেম হল একটি ইউনিক নেম। 

এই নেমে সামান্য বানান ভুল হলেই আপনি আমাদের এই নির্দিষ্ট ওয়েবসাইটে না এসে অন্য জায়গায় পৌঁছে যাবেন।

এছাড়াও সম্মুখীন হতে পারেন নানান সমস্যার। 

তাই ওয়েবসাইট বা ব্লগ তৈরির আগে সঠিক ডোমেন নেম চয়ন করা (Select Right Domain Name)। এবং কোন ওয়েবসাইট ভিজিট করতে গেলে সঠিক Domain Name টাইপ করার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আপনি যদি একদম বিনামূল্যে আপনার ওয়েবসাইট তৈরি করেন। তাহলেও সেখানে পরবর্তী কালে আপনার কাস্টম ডোমেন নেম (Custom Domain Name) যোগ করতে পারবেন।

এই দুটি ক্ষেত্রেই আপনি সেই ওয়েবসাইট/ব্লগ থেকে টাকা ইনকাম করতে পারবেন।

ডোমেইন নেম কেন আনা হয়েছে?

ডোমেইন নেম কেন আনা হয়েছে বা এর কাজ কি বা ইহা কেনই বা আবিষ্কার হয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমেই দেখে নিতে হবে Domain Name কিভাবে কাজ করে (How does domain name work?)।

সহজ-সরল ভাষায় বলতে গেলে ইন্টারনেটে সারা পৃথিবী জুড়েই কম্পিউটার একে অপরের সাথে জুড়ে রয়েছে। 

এই জুড়ে থাকা সম্ভব হয়েছে সারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা গ্লোবাল নেটওয়ার্ক ক্যাবল এর মাধ্যমে।

আর এই বিশাল পরিমাণ কম্পিউটারকে সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য তাদের প্রত্যেককে একটি ইউনিক আইপি এড্রেস (IP Address) দেওয়া হয়েছে।

এই আইপি অ্যাড্রেস ইউনিক। অর্থাৎ প্রত্যেক কম্পিউটারের জন্যই আলাদা আলাদা।

একেকটা আইপি অ্যাড্রেস হল বেশ কিছু সংখ্যার সমষ্টি। যেগুলোকে মনে রাখা অত্যন্ত কঠিন। উদাহরণস্বরূপ বলা যায় 192.158. 1.38 হল একটি আইপি অ্যাড্রেস এর উদাহরণ।

আর তাহলে আপনি বুঝতেই পারছেন এটাকে মনে রাখা কতটা জটিল হতে পারে। তাই আমাদের প্রিয় ওয়েবসাইটগুলো ভিজিট করতে গেলে এই আইপি অ্যাড্রেস মনে রাখতে কত কষ্টই না আমাদের করতে হত।

সামান্য একটি ভুলের জন্যই আমাদের প্রিয় ওয়েবসাইট ভিজিট করার পরিবর্তে অন্য জায়গায় পৌঁছে যেতাম আমরা। সেই জন্যই এই সমস্যা দূর করার উদ্দেশ্যেই ডোমেইন নেম এর সৃষ্টি।

এই ডোমেইন নেম আবিষ্কারের ফলে আপনাকে কোন ওয়েবসাইটের আইপি এড্রেস টাইপ করে সে ওয়েবসাইট ভিজিট করতে হয় না।

অবশ্যই যদি সেটা করতে হতো তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো আমাদের। 

অবশ্যই জানুন : স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করার শ্রেষ্ঠ পদ্ধতি, Earn Money Online as a Student

তার পরিবর্তে কোন ওয়েবসাইটের নাম মনে রাখা খুবই সহজ। সেজন্যই বর্তমান সময়ে Domain Name মনে রেখেই যেকোন ওয়েবসাইট ভিজিট করতে পারি আমরা।

তার জন্য কোন ওয়েবসাইটের জটিল আইপি অ্যাড্রেস মনে রাখতে হয় না আমাদের। 

ডোমেইন নেম ও ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি?

ডোমেইন নেম সম্পর্কে বিস্তারিতভাবে তো বুঝলেন। এবার অনেকেই এই Domain Name ও ওয়েবসাইট এর পার্থক্য (Difference between Domain Name and Website) জানতে চান। 

আপনাকে সহজভাবেই দুটির মধ্যে পার্থক্য বুঝিয়ে দিই। ডোমেন নেম কে যদি আপনার ওয়েবসাইটের নাম হিসেবে ধরেন।

তাহলে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট হচ্ছে সেই জায়গা যেটা যখন কোন ইউজার আপনার ডোমেন নেমে ক্লিক করেন তখন দেখতে পান। 

অর্থাৎ আপনার ওয়েবসাইট একজন ইউজার তখনই দেখতে পারবেন যখন তিনি আপনার ওয়েবসাইটের ডোমেইন নেম দিয়ে সার্চ করবেন। 

অন্যভাবে বলা যায় ওয়েবসাইট হল নানান ফাইল, কোডিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এইরকম অনেক তথ্যের সমাহার। আর ডোমেইন হল সেই ওয়েবসাইট বা ব্লগের নাম।

শুধুমাত্র ডোমেইন নেম থাকলেই কি ওয়েবসাইট তৈরি করা যায়?

ব্যাপারটা সেরকম একদমই নয়। শুধুমাত্র ডোমেইন নেম দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই ব্যাপারটা ঠিক নয়।

একটা ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে গেলে ডোমেইন নেমের পাশাপাশি উপযুক্ত হোস্টিং (Web Hosting) থাকতে হবে। 

আপনি চাইলে অনেক ডোমেইন কিনে রেখে দিতে পারেন। কিন্তু সেই গুলো থেকে ওয়েবসাইট আপনি নাও তৈরি করতে পারেন।

আপনার প্রয়োজন যখন হবে তখনই আপনি সেই ডোমেইন গুলো ব্যবহার করে ওয়েব সাইট বা ব্লগ তৈরি করতে পারেন।

তাই একটা ডোমেইন এবং ওয়েবসাইটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। 

আর যখন একটা ডোমেইন নেম আপনি ওয়েবসাইট বা ব্লগে রূপান্তর করবেন। তখন আপনার হোস্টিং এর প্রয়োজন হবে।

এই ডোমেইনকে হোস্ট করার জন্য। 

ডোমেইন নেম আর হোস্টিং এর মধ্যে পার্থক্য কি?

খুব সহজ-সরল ভাষায় বলতে গেলে মনে করুন ডোমেইন নেম হল আমার নাম। আর হোস্টিং হল আমি যেখানে বাস করি অর্থাৎ আমার বাড়ি। 

অর্থাৎ ইন্টারনেট এর ভাষায় বলা যায় ডোমেইন নেম হল আপনার ওয়েবসাইটের ওয়েব এড্রেস।

আর সেখানে হোস্টিং হলো ঠিক আমার থাকার বাড়ির মতোই।

এটি আমার ডোমেইন নেমের জন্য একটা নির্দিষ্ট বাড়ি। অর্থাৎ আমার ওয়েবসাইটের বা ব্লগের জন্য একটা নির্দিষ্ট বাড়ি। 

প্রকৃতপক্ষে হোস্টিং হল একটা সার্ভার। যেখানে আমার ওয়েবসাইট এর সমস্ত ফাইল স্টোর করে রাখা হয়।

আর এই ধরনের সার্ভার প্রোভাইড করে হোস্টিং কোম্পানি গুলি।

তাই আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেমন আমার একটা নির্দিষ্ট নাম রয়েছে। এবং তার সাথে আমার থাকার বাড়ি রয়েছে।

তেমনি কোন ব্লগ বা ওয়েবসাইট তৈরি করার জন্য একটি ডোমেইন নেমের পাশাপাশি সেই ডোমেইনকে সঠিক জায়গায় ধারণ করে রাখার জন্য হোস্টিং প্রয়োজন। 

অবশ্যই জানুন : কিভাবে ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করবেন ? কমপ্লিট গাইড !

অবশ্যই মনে রাখুন এই ডোমেইন এবং হোস্টিং দুটোই আলাদা একটা ব্যাপার। এই দুটো আপনাকে কিনতে হবে।

আপনি চাইলেই দুটো একই কোম্পানি থেকে কিনতে পারেন।

অথবা আপনার প্রয়োজন মত বা আপনার বাজেট অনুযায়ী বিভিন্ন কোম্পানির থেকে আপনি আলাদা আলাদা করে ডোমেইন নেম আর হোস্টিং কিনতে পারবেন। 

আবার কিছু Hosting কোম্পানির কাছ থেকে Hosting কিনলে তারা তার সাথে এক বছরের জন্য বিনামূল্যে একটি Domain Name ও প্রদান করে।

তবে সেটা অবশ্যই নির্ভর করে আপনি কোন কোম্পানির কোন ধরনের Hosting কিনছেন তার উপর।

ওয়েব হোস্টিং এর জন্য কিছু বিখ্যাত কোম্পানি রয়েছে। তারই মধ্যে BlueHost, Hostgator, Godaddy, Hostinger ইত্যাদি সমস্ত কোম্পানি গুলোর হোস্টিং অত্যধিক রকমের জনপ্রিয়। 

একটি ডোমেইন নেমের কি কি অংশ থাকে?

একটি ডোমেইন নেম মোট দুটি অংশ নিয়ে তৈরি। এই দুটি অংশের মধ্যে টপ লেভেল ডোমেইন (Top Level Domain) থাকে এবং সেকেন্ড লেভেল ডোমেইন (Second Level Domain) থাকে। 

এবার এই টপ-লেভেল ডোমেইন এবং সেকেন্ড লেভেল ডোমেইন কি কি সেগুলো আমরা দেখে নেবো। উদাহরণ হিসেবে নেব ShresthoBlog.com কে।

টিএলডি বা টপ লেভেল ডোমেইন কি?

টপ লেভেল ডোমেইন (Top Level Domain) বা টিএলডি (TLD) বলতে বোঝায় একটি ডোমেইন এর ডিটেইলসের পরের অংশটিকে। আমাদের ShresthoBlog.com এর ক্ষেত্রে এই .com অংশ টিকে বলা হয় টিএলডি বা টপ লেভেল ডোমেইন।

কোনো কোনো সময় এটাকে ডোমেইন সাফিক্স বা ডোমেইন এক্সটেনশন বলেও উল্লেখ করা হয়। 

এই ডোমেইন এক্সটেনশন এর মাধ্যমে কোন ডোমেইনের টার্গেট লোকেশন। বা সেই ডোমেন নেম এর উদ্দেশ্য বুঝতে পারা যায়। যেমন .in ডোমেইন ইন্ডিকেট করে সেই ডোমেইন নেম ইন্ডিয়া দেশ স্পেসিফিক। 

.com.bd ডোমেইন এক্সটেনশন ইন্ডিকেট করে সেটা বাংলাদেশ স্পেসিফিক। .org এক্সটেনশন ইন্ডিকেট করে সেটা একটা অর্গানাইজেশন এর ডোমেইন। 

বর্তমানে ডোমেইন এক্সটেনশন এর পরিমান দিনের পর দিন বেড়েই চলেছে।

তবে আমাদের কাজকর্মের জন্য বেশকিছু ডোমেইন এক্সটেনশন এর গুরুত্ব তুলনামূলক ভাবে বেশিই হয়।

তাই এই ধরনের বিশেষ কিছু ডোমেইন এক্সটেনশন সবার কাছে অত্যধিক রকমের গুরুত্ব পেয়ে থাকে। 

এসএলডি বা সেকেন্ড লেভেল ডোমেইন কি?

যদি আমরা ShresthoBlog.com এর উদাহরণ হিসেবে ধরি। তাহলে এই ডোমেইন নেমে এসইডি বা সেকেন্ড লেভেল ডোমেইন হল ShresthoBlog এই নামটি। 

বেসিক্যালি এই অংশটার কোন এক অর্গানাইজেশনের নাম। বা তার ব্র্যান্ড নেম। অথবা সেই ওয়েবসাইটের পরিচয় বোঝায়। 

এই এসইডি বা সেকেন্ড লেভেল ডোমেইনের ম্যাক্সিমাম দৈর্ঘ্য হতে পারে 63 টা ক্যারেক্টারের।

সঠিক ডোমেইন কেনার আগে এই এসইডি বা সেকেন্ড লেভেল ডোমেইনের সঠিক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সেক্ষেত্রে ডোমেইন কেনার আগে আপনাকে ভালোভাবে অনেক জিনিস বিবেচনা করতে হয়। আপনার অর্গানাইজেশন নেম বা ব্র্যান্ড নেম কি হতে চলেছে সেটা তো খেয়াল রাখতে হবেই।

তারই সাথে সঠিক সেই নামের ডোমেইন নেম এভেলেবেল আছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। 

জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন কোনগুলি?

তাই আপনার মনে যদি প্রশ্ন আসে বহুল ব্যবহৃত ডোমেইন এক্সটেনশন (Most Used Domain Extension) কোনগুলো। তাহলে তার লিস্ট আপনাকে দিয়ে দিই এখানে।

সবথেকে বহুল ব্যবহৃত কয়েকটি ডোমেইন এক্সটেনশন  হল- .com, .net, .org, .co এবং .us। 

এছাড়াও .gov, .in, .edu, .ly, .xyz, .org এর ধরণের ডোমেইন এক্সটেনশন স্থান ভেদে ব্যবহৃত হয়।

কিভাবে সঠিক ডোমেইন নেম সিলেক্ট করবেন? 

আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য কি ডোমেইন নেম সিলেক্ট করবেন। তার ওপর অনেকটাই ডিপেন্ড করে সেই ওয়েবসাইট বা ব্লগের সফলতা। 

এটা সঠিক ভাবে সিলেক্ট করে সঠিক ওয়েবসাইট শুরু করার মধ্যে দিয়ে আপনি খুব দ্রুত সফলতা খুঁজে পেতে পারেন। 

তাই Domain Name সিলেক্ট করার আগে বেশ কিছু বিষয়ে আপনার জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আপনার ডোমেইন নেম কে ছোট রাখুন- 

ডোমেইন নেম সিলেক্ট করতে গিয়ে সকলে তাকে বড় করে ফেলে। এই ভুলটি মারাত্মক একটি ভুল হয়ে যেতে পারে আপনার ব্যবসার জন্য। 

সব সময় যতটা সম্ভব শর্ট Domain Name সিলেক্ট করুন। এমন সিলেক্ট করুন যেটাকে সহজে ব্রান্ডেবেল করা যায়। 

অর্থাৎ আপনি যখন আপনার ওয়েবসাইট বা ব্লগকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করবেন তখন সেই শর্ট এবং ব্রান্ডেবেল Domain Name যেন সবার মনে খুব সহজেই গেঁথে যায়। এমনই সিলেক্ট করুন।  

তবে সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। আপনার ওয়েবসাইট বা ব্লগের Domain Name বিবেচনা করার সময়। 

খুব দীর্ঘ এবং জটিল ওয়ার্ড যুক্ত ডোমেন নেম যদি আপনি সিলেট করেন সেটা আপনার ইউজারদের মনে রাখতেও কষ্ট হবে।

এবং সেটাকে ব্রান্ড হিসাবে প্রতিষ্ঠিত করতেও আরও কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে। 

জটিল বানান ব্যবহার না করাই ভালো- 

ডোমেইন নেম নেওয়ার ক্ষেত্রে সব সময় ইউনিক এবং  শর্ট নাম বেছে নিন। তারই সাথে বানান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

আপনার ব্লগ বা ওয়েবসাইটের নাম আপনি যা সিলেক্ট করেছেন তার সঠিক বানান আগে ঠিক করে নিন। 

ভুল বানান টাইপ করে বা জটিল বানান টাইপ করে Domain Name কেনা হয়ে যেতে পারে। সেটা কোন কোন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। 

সঠিক ডোমেইন এক্সটেনশন চয়ন করুন-

আপনার ডোমেন নেমের সাথে .com ডোমেন এক্সটেনশন আপনাকে কিনতেই হবে সেটা ঠিক নয়। তবে অবশ্যই .com Domain Name কিনলে সেটা আরো ব্রান্ডেবেল হয় অনেক ক্ষেত্রেই।

তারই সাথে বিশ্বস্ত হয়ে দাঁড়ায় অনেকের কাছেই। 

তবে আপনার ওয়েবসাইট বা ব্লগ যদি কান্ট্রি স্পেসিফিক হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট দেশের জন্য তৈরি হয়।

তাহলে আপনি সেই দেশ অনুযায়ী Domain এক্সটেনশন যুক্ত ডোমেইন নেম কিনতে পারেন। 

ডোমেইন এক্সটেনশন আপনার ওয়েবসাইটের ব্র্যান্ডের জন্য তেমন অত্যধিক প্রয়োজন না হলেও।

সঠিক ডোমেন এক্সটেনশন বেছে নেওয়া কোন কোন ক্ষেত্রে আপনার ওয়েবসাইট বা ব্লগের ব্রান্ডিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

সেই দিক থেকে সব থেকে এগিয়ে রয়েছে .com ডোমেইন এক্সটেনশন যুক্ত ডোমেইন নেম। 

তাই, যদি পারেন তো .com এক্সটেনশন যুক্ত Domain Name কেই অগ্রাধিকার দিন। তবে অবশ্যই খেয়াল রাখুন।

এই .com ডোমেইন এক্সটেনশন যুক্ত ডোমেইন নেমের দাম অন্যান্য ডোমেইন নেমের থেকে একটু বেশিই হয়। 

তবে ডটকম Domain এক্সটেনশন না নিলে আপনার ব্লগ বা ওয়েবসাইট স্ট্যান্ড করবে না।

এই রকম ধারণা মন থেকে দূর করে দিন।

আপনার ওয়েবসাইট বা ব্লগ কিভাবে স্ট্যান্ড করবে সেটা এই Domain Name এক্সটেনশন এর উপর ডিপেন্ড করে না।

ডিপেন্ড করে তার কনটেন্ট এর উপর।

ডোমেইন নেম ও URL এর মধ্যে পার্থক্য-

ডোমেইন নেম ও URL এর মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্য অত্যধিক রকমের বেশি না হলেও। অতি সূক্ষ্ম পার্থক্য রয়েছেই সেটা বলা যায়। 

Domain Name বলতে আমরা একটা নির্দিষ্ট নাম। বা নির্দিষ্ট শব্দ সমষ্টিকে  বোঝায়। যেটা আপনাকে একটা ওয়েবসাইটে বা ব্লগে নিয়ে যায়। 

আর URL বা  Uniform Resource Locator হল এক প্রকারের ডোমেইন। কিন্তু সাধারণ ডোমেনের থেকে এর মধ্যে অল্প কিছু পার্থক্য রয়েছে।

URL বলতে বোঝায় একগুচ্ছ শব্দসমষ্টি। যেটা একটা স্পেসিফিক রিসোর্স এর দিকে আমাদের নিয়ে যায়। 

উদাহরণস্বরূপ বলা যায় ShresthoBlog.com এটা হল একটি ডোমেইন নেম। আর তার সাথে shresthoblog.com/kivabe-student-ra-taka-income-korte-parben/ হল একটি URL।

এই ডোমেইন নেমটি URL এর মধ্যেই বর্তমান। 

তবে URL এর মধ্যে নির্দিষ্ট স্কিম অথবা প্রটোকল থাকে।

যেগুলো আপনাকে একটা নির্দিষ্ট রিসোর্স ব্যবহার করতে দেয়। 

কিভাবে ডোমেইন নেম কিনবেন? কোথা থেকে কিনবেন? 

ডোমেইন নেম সম্পর্কে আমরা তো সমস্ত কিছু জানলাম।

এবার আমাদের মনে প্রশ্ন আসবে এগুলি কিভাবে কিনতে হয়? (How to Buy Domain Name? Kivabe domain name kena jay?) বা ডোমেইন নেম কোথা থেকে কিনতে হয়?

এই Domain Name কেনার জন্য অনেক কোম্পানি রয়েছে।

তার মধ্যে Godaddy, NameCheap, Hostgator, Google মত কোম্পানিগুলো অত্যাধিক রকমের জনপ্রিয়তা পেয়েছে। 

আপনি সেই কোম্পানির ওয়েব এড্রেসে যান। আর আপনার পছন্দের ডোমেন নেম (Domain Name) সার্চ করে নিন। 

তারপর আপনাকে সেই Domain Name অ্যাভেলেবল কিনা সেটা দেখিয়ে দেওয়া হবে।

আর তার সাথে কোন কোন এক্সটেনশনের সাথে এভেলেবেল। সেটাও দেখিয়ে দেওয়া হবে সেখানে।

সেখানেই আপনাকে সেই ডোমেইন নেম এর দাম কত তাও দেখিয়ে দেওয়া হবে।

আপনার পছন্দের ডোমেইন নেমকে আপনি অনলাইনে শপিং করার মতোই Cart আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলে অ্যাড করে নিন।

তারপর পেমেন্ট সেকশনে (Payment Section) গিয়ে পেমেন্ট করে দিন।

তাহলেই সেই ডোমেইন নেম আপনার হয়ে যাবে।

তবে একটা কথা খেয়াল রাখুন। চিরকালের জন্য এই ডোমেইন নেম আপনার থাকবে না।

প্রত্যেক বছর বছর এই ডোমেইন নেম কে রিনিউ করতে হবে আপনাকে। 

সঠিক সময়ে ডোমেইন নেম আপনি যদি রিনিউ না করেন। তাহলে এই ডোমেইন নেম আপনার হাতছাড়া হয়ে যেতে পারে।

তারপর অন্য কেউ সেই ডোমেইন নেম কে কিনে নিতে পারেন। 

অবশ্যই জানুন : ইনস্টাগ্রাম থেকে কিভাবে টাকা ইনকাম করবেন ? জেনেনিন বিস্তারিত ভাবে

তাই অবশ্যই খেয়াল রাখুন। প্রত্যেক বছর এই ডোমেইন নেম গুলোকে আপনাকে রিনিউ করতে হবে। তবেই এই ডোমেইন নেম আপনার হয়ে থাকবে। 

আপনি চাইলে বেশ কয়েক বছরের রিনিউয়াল একসাথে করে নিতে পারেন। সেক্ষেত্রে এই ডোমেইন নেম রিনিউয়াল ফেলিওর হওয়ার থেকে আপনি রক্ষা পাবেন। 

ডোমেইন নেম এর দাম কত?

সাধারণত একটা ডোমেইন নেম এর দাম (Price of Domain Names/ Domain Name er Dam) অনেক কিছুর উপর নির্ভর করে। সেটা যদি প্রিমিয়াম ডোমেইন হয় তাহলে তার দাম অনেক বেশি হয়ে যায়।

আবার তার সাথে কেমন ধরনের এক্সটেনশন যুক্ত ডোমেইন নেম আপনি চাইছেন তার উপর ডিপেন্ড করেও ডোমেইন নেমের দাম ঠিক হয়। 

আবার কোন কোন ক্ষেত্রে যখন অফার চলে। তখন ডোমেইন নেমের দাম অত্যধিক রকম ভাবে কমে যায়। 

আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। সমস্ত রকম অফার ও ডিলস সম্পর্কে আমরা আপনাদের নোটিফিকেশন দিয়ে জানায় সেখানে।

এছাড়াও আমাদের ওয়েবসাইটের Deals সেকশনে মাঝে মাঝেই ভিজিট করুন। সেখানে আমরা সমস্ত রকম Deals সম্পর্কে আপনাকে জানাতে থাকি। ফলে আপনি একটাও ভালো ডিল মিস করবেন না। 

বর্তমানে ডোমেইন নেমের দাম কত রয়েছে সেটা আপনি বিভিন্ন ডোমেইন নেম প্রোভাইডারের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন। সাধারণত একটি ডটকম ডোমেইন এর দাম 599 টাকা থেকে শুরু হয়।

অবশ্যই জানুন : এই পাসওয়ার্ড গুলিকে কখনই ব্যবহার করবেন না ! এগুলি হ্যাক হয় বেশি !

এটা এক বছরের একটি ডোমেইন এর দাম। প্রত্যেক বছর বছর ডোমেইন নেম কি রিনিউ করতে হয়। সেটা তো আপনি আগেই জেনে নিয়েছেন। 

599 টাকা থেকে শুরু হয়ে এই ডটকম ডোমেইন নেমের দাম লাখ টাকা পর্যন্ত হতে পারে। এমনকি কয়েক লাখ টাকা দামের ডোমেইন নেমও পাওয়া যায়।

অবশ্যই খেয়াল রাখুন 

আশা করি সমস্ত আর্টিকেলটা আপনি পড়েছেন। আর ডোমেইন নেম সম্পর্কে সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন।

প্রকৃতপক্ষে বলা যায় ডোমেইন নেম আপনার কোম্পানীর জন্য বা আপনার ব্লগের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ প্রপার্টি।

তাই সঠিকভাবে সঠিক জায়গা থেকে ডোমেইন কিনুন। প্রয়োজন অনুযায়ী সেই ডোমেইন নেমটি ওয়েবসাইট বা ব্লগে রূপান্তরিত করুন।

তবে কেনার পরই সেই Domain Name সম্পর্কে ভুলে যাবেন না। প্রত্যেক বছর সেই Domain Name কে রিনিউ করতে হয়।

সেটাও অবশ্যই খেয়াল রাখুন। তা না হলে সেটা আর আপনার থাকবে না। 

এই সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে ভুলবেন না। 

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন!

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!