কীভাবে হোয়াটসঅ্যাপ -এ নিজের ছবি দেওয়া স্টিকার তৈরি করবেন ?
আমাদের মতই আপনিও যদি হোয়াটসঅ্যাপ অত্যাধিক ব্যবহার করে থাকেন তাহলে লক্ষ্য করবেন গত কয়েকদিন ধরে আপনার পরিচিতি রা আপনাকে হোয়াটসঅ্যাপে তাদের ছবি দেওয়া স্টিকার পাঠাচ্ছে ।
আপনি হয়তো অবাক হয়েছেন কিভাবে তারা এটা করছে।
আজ আমরা আপনাদের জানাবো সেটাই।
[bctt tweet=”কীভাবে হোয়াটসঅ্যাপে নিজের ছবি দেওয়া স্টিকার তৈরি করবেন ? ” username=”shresthoblog”]ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে এখন অত্যাধিক জনপ্রিয় অ্যাপ্লিকেশন হয়ে উঠেছে।
তাই হোয়াটসঅ্যাপে আমাদের মত ইউজারদের আরো অনেক সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রতিনিয়ত তাদের অ্যাপ্লিকেশন টিকে আপডেট করে চলেছে ।
আরও পড়ুন : কয়েকটি শ্রেষ্ঠ Hollywood Movie যেগুলি আপনাকে কখনও আশা না ছাড়তে অনুপ্রেরণা দেবে !
তারা নিত্য নতুন যোগ করছে নতুন নতুন ফিচারস । যেগুলো এক কথায় অসাধারণ । তারই মধ্যে এক নতুন ও অত্যন্ত জনপ্রিয় ফিচার হলো আপনার নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করা। তাই নিজের ছবি দিয়ে কাস্টম স্টিকার তৈরি করতে চাইলে এবং তা দিয়ে আপনার পরিচিতদের চমকে দিতে চাইলে অবশ্যই এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
তারা নিত্য নতুন যোগ করছে নতুন নতুন ফিচারস ।
যেগুলো এক কথায় অসাধারণ ।
তারই মধ্যে এক নতুন ও অত্যন্ত জনপ্রিয় ফিচার হলো আপনার নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করা।
তাই নিজের ছবি দিয়ে কাস্টম স্টিকার তৈরি করতে চাইলে এবং তা দিয়ে আপনার পরিচিতদের চমকে দিতে চাইলে অবশ্যই এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
কীভাবে হোয়াটসঅ্যাপ -এ নিজের ছবি দেওয়া স্টিকার তৈরি করবেন ?
হোয়াটসঅ্যাপে কাস্টম স্টিকার তৈরি করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে একটা এপ্লিকেশন ইন্সটল করতে হবে ।
সে অ্যাপ্লিকেশন টির নাম Sticker Maker ।
এই লিংকে ক্লিক করে প্রথমেই আপনি অ্যাপ্লিকেশনটিকে বিনামূল্যে ইন্সটল করে নিন আপনার এন্ড্রয়েড ফোনে।
তার পরে অ্যাপ্লিকেশনটি ওপেন করুন ও ক্রিয়েট এ নিউ স্টিকার প্যাক অপশনে ক্লিক করুন।
তারপরের পেজে নাম স্টিকার প্যাকের এবং অথর লিখে ক্রিয়েট বাটনে ক্লিক করুন ।
ভালো করে বোঝার জন্য উপরের ছবিটি কে ভাল করে দেখে নিন অবশ্যই ।
দেখুন তারপরে আপনাকে প্রথমে একটি ট্রে আইকন তৈরি করতে হবে ।
এটি করার জন্য স্ক্রিনের উপরে যে আইকনটি আছে সেটাতে ক্লিক করুন ।
এর সাহায্যে আপনি সঙ্গে সঙ্গে ছবি তুলতে পারবেন অথবা আপনার গ্যালারিতে থাকা যেকোনো ছবিকে সিলেট করে নিতে পারবেন।
এর মধ্যে গিয়ে PICK AN IMAGE TO START IMAGE-তে ক্লিক করুন অথবা গ্যালারি থেকে সিলেক্ট করুন ।
ইমেজ সিলেক্ট হওয়ার পর যে অংশটুকু আপনার প্রয়োজন নেই সেদিক Crop করে দিন এবং YES, SAVE STICKER ক্লিক করুন স্টিকার থেকে সেভ করার জন্য।
অবশ্যই মনে রাখবেন : হোয়াটসঅ্যাপে পাবলিশ করার জন্য কোন প্যাক সেই প্যাকেটে কম করে তিনটে স্টিকার থাকতে হবে।
উপরের পদ্ধতি মেনে আপনার পছন্দ অনুযায়ী মুখের এক্সপ্রেশন দিয়ে আপনি স্টিকারগুলো তৈরি করুন।
তার পরে বাঁদিকে ADD TO WHATSAPP -বাটনে ক্লিক করুন।
ব্যাস তাহলেই আপনার কাজ শেষ ।
আরও পড়ুন : আপনার Android ফোনের জন্য পাঁচটি শ্রেষ্ঠ Photo Editing Application গুলি জানেন কি ?
তারপর এবার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন টি খুলুন ।
স্মাইলি আইকনটিতে ক্লিক করুন এবং স্টিকার এর মধ্যে যান। গিয়ে দেখুন সব স্টিকারগুলো আছে ।
এবার বন্ধুদের পাঠাতে থাকুন ।
দেখবেন সঙ্গে সঙ্গে তার মেসেজ করছে কি করে করলি !
আপনার নিজের ছবি দিয়ে স্টিকার প্যাক তৈরি করতে কোন সমস্যার সম্মুখীন হলে নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান !
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter ও Instagram -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !