কীভাবে কোন Software ছাড়াই YouTube থেকে সহজেই ভিডিও ডাউনলোড করতে পারবে ?
বর্তমানে YouTube আমাদের জীবনের এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। তাই আমাদের YouTube ভিডিও ডাউনলোড করারও প্রয়োজন হয় !
আমরা চাই বা না চাই নিজেদের অজান্তেই আমরা আমাদের জানার জিনিস YouTube -এ Search করে শিখে নিই, দেখে নিই আমাদের পছন্দের চ্যানেল, শুনে নিই আমাদের পছন্দের গান।
যার ফলে এখন YouTube পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন হয়ে উঠেছে, দখল করে নিয়েছে Google-এর পরেই নিজের প্রাপ্য স্থান।
আরও জানো : কীভাবে তোমার ল্যাপটপের যত্ন নেবে ?
এত প্রয়োজনীয় হলেও এখান থেকে ভিডিও ডাউনলোড করতে আমরা চূড়ান্ত সমস্যার সম্মুখীন হই কারন YouTube তাদের ভিডিও ডাউনলোড করা Allow করে না।
এখানে দেওয়া Tutorial মেনে চেষ্টা করলে আপনি অতি সহজেই, কোন সমস্যা ছাড়াই YouTube থেকে ভিডিও ডাউনলোড করতে পারবে।
[bctt tweet=”কিভাবে কোন Software ছাড়াই YouTube থেকে সহজেই ভিডিও ডাউনলোড করতে পারবেন ?” username=”shresthoblog”]
কীভাবে YouTube থেকে সহজেই ভিডিও ডাউনলোড করতে পারবে ?
ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমেই তুমি তোমার Browser-এ সেই ভিডিও টি ওপেন করো।
যেমন এখানে পাদ্মাবত মুভি থেকে একটা গান ডাউনলোড করা হচ্ছে।
তারপর আপনার Browser ID তে ক্লিক করো ।
সেখানে www. এর ঠিক পরে ss অর্থাৎ দুটি s যোগ করে দাও।
আপনি মোবাইল থেকে Download করতে চাইলে খেয়াল করে দেখো Browser Id-তে Video Url-এর শুরু টাতে www নেই , তার পরিবর্তে m আছে । সেখানে m টাকে মুছে দিয়ে www লিখে দাও।
আরও পড়ুন : কীভাবে অনলাইনে টাকা ইনকাম করবে ? জেনেনাও জেনুইন কয়েকটি পদ্ধতি সম্পর্কে !
আরও ভালো করে বোঝার জন্য নিচের ছবিটা দেখো ।
এর পর এন্টার প্রেস করো।
নিচের Page-এর মত একটি Page খুলবে সেখানে তুমি ডাউনলোড অপশন পেয়ে যাবে ।
আরও জানো : একটি ইউটিউব চ্যানেল শুরু করার জন্য কোন কোন গিয়ার লাগবে ?
সেখানে ক্লিক করে তুমি নিজের পছন্দের সাইজও নির্বাচন করতে পারবে।
তারপরে ডাউনলোড অপশন এ ক্লিক করলেই ভিডিও টি ডাউনলোড হতে শুরু করে দেবে।
এইভাবেই তুমি ইউটিউব থেকে যেকোনো গান ডাউনলোড করে মোবাইলে নিতে পারবে !
Video Download -সম্বন্ধীয় আর কোনো প্রশ্ন থাকলে নিচে Comment করে অবশ্যই জানাও!
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Telegram, Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন!