• Home
  • Technology Facts

স্মার্টফোন -এ যেসব ফিচার গুলো ভবিষ্যতে আর থাকবে না !

দিনবদলের সাথে সাথে স্মার্টফোন -এর উন্নতি হয়েছে অনেক এবং এটি আরো উন্নত হয়েই যাবে ও এরই সাথে যোগ হয়েই যাবে নানান ফিচার !

তাই এটি অবশ্যম্ভাবী যে আগে যে কিছু কিছু ফিচার ছিল সেগুলো আগামী দিনগুলোতে স্মার্টফোনে আর থাকবে না।

[bctt tweet=”স্মার্টফোনে যেসব ফিচার গুলো ভবিষ্যতে আর থাকবেনা ! ” username=”shresthoblog”]

এখানে আমরা আলোচনা করব এমনই কয়েকটি ফিচারের কথা যেগুলি আগে স্মার্টফোনে ছিল কিন্তু অদূর ভবিষ্যতে সেগুলি আর থাকবে না।

স্মার্টফোন -এ যেসব ফিচার গুলো ভবিষ্যতে আর থাকবেনা!

স্মার্টফোন -এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার  :

হ্যাঁ ঠিকই পড়েছেন।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্মার্ট ফোন থেকে খুব তাড়াতাড়িই রিমুভ করে দেওয়া হবে।

এমনকি লেটেস্ট আইফোনতেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। এর জন্য সেখানে দেওয়া আছে ফেইস আইডি সিস্টেম ।

খুব তাড়াতাড়ি অন্যান্য স্মার্ট ফোন থেকেও এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কে বাদ দিয়ে দেওয়া হবে।

হেডফোন জ্যাক :

আগামী কয়েক বছরে হেডফোন জ্যাক কেউ রিমুভ করে দেওয়া হতে পারে স্মার্ট ফোন থেকে ।

কারণ দিনবদলের সাথে সাথে টেকনোলজি খুবই দ্রুত বেড়ে চলেছে এবং ওয়্যারলেস হেডফোনের রমরমা বেড়েই চলেছে।

তাই খুব শীঘ্রই হেডফোন জ্যাক দেওয়ার কোনো মানেই থাকবে না স্মার্টফোনে।

আরও পড়ুন : কীভাবে হোয়াটসঅ্যাপে নিজের ছবি দেওয়া স্টিকার তৈরি করবেন ?

সিম কার্ড স্লট :

এরই মধ্যে কিছু কিছু কোম্পানি ই-সিম কার্ড দেওয়া শুরু করে দিয়েছে।

অর্থাৎ এর জন্য আপনাকে আলাদা কোন সিম কার্ড আপনার ফোনের মধ্যে দিতে হবে না।

ফোনের মধ্যে দিতে হবে ই-সিম কার্ড

অর্থাৎ কোন এক অনলাইন সিম কার্ড আপনার নামে ইস্যু করা হবে।

তাই খুব দ্রুতই আমরা দেখতে পাবো সিম কার্ডস আর ফোনে থাকবে না।

মাইক্রো এসডি কার্ড :

এখনকার দিনে স্মার্টফোনগুলোতে ইন্টারনাল স্টোরেজে দেওয়া থাকে অত্যাধিক।

512GB এমনকি তার থেকেও বেশি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যায়।

তাছাড়াও মাইক্রো এসডি কার্ড ওভারঅল পারফরম্যান্সের ব্যাঘাত ঘটায়।

তাই হয়তো মাইক্রো এসডি কার্ড ভ্যানিশ হয়ে যেতে পারে আপনার স্মার্ট ফোন থেকে।

আরও পড়ুন : একটি ইউটিউব চ্যানেল শুরু করার জন্য কোন কোন গিয়ার লাগবে ?

রেগুলার মোবাইল চার্জার :

স্মার্টফোনের মধ্যে এখনই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সিস্টেম দেওয়া শুরু হয়ে গেছে ।

দিনের পর দিন এই ওয়্যারলেস চার্জিং টেকনোলজি আরো উন্নত হয়েই চলেছে।

তাই আগামী কয়েক বছরের মধ্যেই গতানুগতিক চার্জার কে আমাদের গুডবাই জানাতে হবে।

প্রত্যেক স্মার্টফোনই চলে আসবে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি।

তবে সবশেষে একটা কথা বলে রাখা ভালো যে যে ধরনের ফিচারই আসুক না কেন স্মার্টফোনে, যে ধরনের ফিচারই রিমুভ করে দেওয়া হোক না কেন স্মার্টফোন থেকে, সেগুলি সবই করা হবে ইউজারদের ভালোর জন্যই।

স্মার্টফোনকে আরো ইউজার ফ্রেন্ডলি করে তোলার জন্য জন্যই ।

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter ও Instagram -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!