• Home
  • Social Media

কীভাবে অন্য কেউ আপনার Facebook Account  ব্যবহার করছে কিনা  তা সহজেই জানতে পারবেন?

 

আমাদের কাছে যখন যে Device থাকে সেটা থেকেই আমরা আমাদের Facebook Account Access করি পরে সেটাকে পরিবর্তন করলে অন্য Device টিতেও আমরা আমাদের Facebook Account-এ Log In করি।

আমাদের নিজেদের মোবাইল এর কোন সমস্যা হলে আমরা আমাদের Friend-এর মোবাইল ব্যবহার করতেও দ্বিধা করিনা। কোন কোন সময় আমারা Cyber Cafe-তে গিয়েও Facebook ব্যবহার করি।

এমন এমন ক্ষেত্রে বেশির ভাগ সময়ই আমরা Log Out করতে ভুলে যাই এবং যা পরবর্তীকাল আমাদের সমস্যায় ফেলে

নিচের Tricks গুলি মেনে চললে আপনি অতি সহজেই কোন কোন Device থেকে আপনার Facebook Account Log in করা হয়েছে তা সহজেই দেখতে পাবেন বা অন্য কেউ আপনার Facebook Account  ব্যবহার করছে কিনা  তা সহজেই জানতে পারবেন এবং আপনার Facebook Account কে Secure রাখতে পারবেন। এখানে আপনি চাইলেই যেকোনো Device থেকে বা সকল Device থেকেই Log Out করতে পারবেন।

আমরা আগে আলোচনা করেছি কীভাবে আপনার Facebook Account কে নিরাপদ রাখবেন ?   সে বিষয়েও জেনেনিতে ভুলবেন না।

বিস্তারিত জানতে পড়ুন :

 

আপনি সকল Device থেকে Log Out নিশ্চিত করেছেন কিনা  তা জানতে বা প্রয়োজনে তা করতেও নিচের Tricks-গুলি মেনে  চলতে পারেন।

এগুলি আপনার Facebook Account কে Secure রাখবে এবং আপনার Personal Information Leak হওয়া থেকে বাঁচাবে।

আপনার প্রিয়জনকে Tweet করে জানান :

[bctt tweet=”কীভাবে অন্য কেউ আপনার Facebook Account ব্যবহার করছে কিনা তা সহজেই জানতে পারবেন? এবং নিজের Profile কে Secure রাখবেন ?” username=”shresthoblog”]

 

যদি আপনি আপনার  Smartphone-এ Facebook App Use করেন তাহলে :

Facebook App-টা খুলুন, Log in  করুন  এবং উপরে ডানদিকের কোনে যে তিন লাইন এর আইকন টা আছে সেটা তে Click করুন ।

– নিচের দিকে Scroll করে দেখুন Account Settings আছে । সেটাতে Click করুন।
– সেখানে দ্বিতীয় Option Security and Login-টাই Click করুন ।
-তার মধ্যেই পাবেন Where you’re logged in option । তার নিচেই See more optionClick করলেই আপনাকে সব Details  দেখিয়ে দেওয়া হবে। সেখানে এখন  কোন ফোনটাই আপনার Facebook Account Active আছে এবং আগে কোন কোন Device-Log In করেছিলেন তা পেয়ে যাবেন।
– আপনি যদি কোন ParticularDevice থেকে Log Out করতে চান তাহলে Device Details এর পাশেই Three Dots গুলোই Click করুন । এবং Log Out করুন ।
– বা একসাথে সকল device থেকে Log Out করতে চান তাহলে একদম নিচে Log out of all sessions Option টি আছে। সেটি তে Click করে ফাইনাল Log out করলেই হবে।

Dekhtop বা Laptop-এ আপনি যা করবেন :

Facebook Account-এ Log in করার পর উপরের নীল Bar-এর ডানদিকে Question Mark-এর পাশে যে Dropdown Option আছে সেটাতে Click করুন ।
– সেখানে Log out Option-এর ঠিক উপরেই Settings Option-এ Click করুন।
– তারপর বাঁ দিকে Security and Login Option-এ যান।
– তাহলেই আপনি পেয়ে যাবেন Where you’re logged in Option। তার নিচেই See More Option-এ Click করলেই আপনাকে সব Log in Details দেখিয়ে দেওয়া হবে। সেখানে কোন Device-টায় এখন আপনার Facebook Account Active আছে এবং আগে কোন কোন Device-এ Log in করেছিলেন তা পেয়ে যাবেন।
– আপনি যদি কোন Particular Device থেকে Log Out করতে চান তাহলে Device Details এর পাশেই Three Dots গুলোই Click করুন এবং Log out করুন

বা যদি  একসাথে সকল Device থেকে Log out করতে চান তাহলে একদম নিচে Log out of all sessions Option টি আছে। সেটি তে Click করে ফাইনাল Log out করলেই হবে। 

আরও পড়ুন: কীভাবে Delete করে দেওয়া WhatsApp Message পড়তে পারবেন ?

এই Post টিকে Share করে আপনার প্রিয়জনদেরও জানাতে ভুলবেন না।
এই রকম Tips and Tricks পেতে Social Media তে আমাদের সাথে থাকুন আর শ্রেষ্ঠ থাকুন।

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!