• Home
  • Mobile Applications

আপনার Android ফোনের জন্য পাঁচটি শ্রেষ্ঠ Photo Editing Application গুলি জানেন কি ?

Mobile Phone-ই এখন আমাদের Main Workstation!

অনেক গুরুত্বপূর্ণ কাজ যা আগে করতে গেলে আমাদের Laptop Desktop খুলতে হত বা কোন Cyber Cafe তে যেতে হত সেই কাজ এখন আমরা করে ফেলি নিমেষের মধ্যেই, আমাদের Smart Phone-এ ।

আরও পড়ুন:  সত্যি সত্যিই কি BFF লিখলে জানা যাবে আপনার Facebook Profile হ্যাক করা হয়েছে কিনা ? জেনে নিন আসল সত্যটা!

Quick Notes-এর ছবি তোলা থেকে শুরু করে Social Media -তে কুইক Update দিয়ে আমাদের মনের অবস্থা জানাতে বা আমাদের পছন্দের Star -দের Lifestyle Follow করতে শুধু মাত্র একটি ভালো Smart Phone হলে চলে।

[bctt tweet=”পাঁচটি শ্রেষ্ঠ Photo Editing Applications যেগুলির সঠিক প্রয়োগ আপনার ছবিতে DSLR এর অনুভূতি দেবে!” username=”shresthoblog”]

কিন্তু সমস্যাটা হয় যখন Social Network গুলোই কোন ফটো আপডেট করতে যায় তখন।

Mobile-এ ফটো তোলার পর Editing এর সময় আমাদের হোঁচট খেতে হয়।

কোন ভালো Image Editor এর অনুপস্থিতি আমরা সবসময়ই অনুভব করি।

তাই আজ আমরা আপনার Android Phone এর জন্য নিয়ে এলাম পাঁচটি শ্রেষ্ঠ Photo Editing Applications কে।

যেগুলির সঠিক প্রয়োগ আপনার ছবিতে দেবে DSLR এর অনুভূতি।

Android Phone এর জন্য পাঁচটি শ্রেষ্ঠ Photo Editing Applications :

Snapseed :

সবার আগেই বলে রাখা ভালো Snapseed আসলে Google এরই একটি প্রোডাক্ট।

তাই Snapseed এর কাজ নিয়ে কোন কথা হবে না

আপনার তোলা Photo-র নানান খুঁটিনাটি বিষয় এর সাহায্যে আপনি সহজেই Edit করতে পারবেন

এই Application এর মধ্যে আপনার Photo কে আকর্ষণীয় করে করে তোলার জন্য পাবেন অসংখ্য Options । যেমন Image Tuning , White Balance, Cropping ও আরও অনেক সুবিধা থাকছে এই Photo Editing Application টির মধ্যে।

এর সাহায্যে আপনি খুব সহজেই আপনার Photo-র Background Blur করতে পারবেন অর্থাৎ তাতে DSLR Effect দিতে পারবেন। যা আপনার Photo কে করে তুলবে আরও Eye Catching ।

এর মধ্যে আপনি পাবেন Perspectibe Change করারও Option। যা খুব কম Photo Editing Application-এই পাওয়া যায়।

এছাড়াও এর সাহায্যে আপনি খুব সহজেই আপনার Edit করা Photo-র উপর  বিভিন্ন Style-এর টেক্সট Add করতে পারবেন।

আরও পড়ুন : কীভাবে আপনার মোবাইল ফোন থেকেই পাবজি গেমের Live Stream করবেন ?

এক কথায় অন্যান্য Google Products এর মতোই এই অসাধারণ Photo Editing App-টিরও জুড়ি মেলা ভার।

Snapseed Photo Editing Application টি Download করার জন্য এখানে Click-করুন।

Airbrush:

আপনি যদি সেলফি পাগল হন তাহলে Airbrush আপনার জন্য প্রথম পছন্দ।

বিভিন্ন Filter দেওয়া আছে এই Application-এ । যা আপনার Photo Editing কে  আরও সহজ করে দেবে।

এই Application-এ Makeup -এরও সুবিধা আছে। যারা Photo Editor -এর মাধ্যমে Makeup ও করতে তাদের কাছে এটি একটি দারুণ Option ।

এছাড়াও এই Airbrush -এর ফিল্টার গুলিও অসাধারণ

এর সাহায্যে  আপনি সহজেই আপনার Photo তে Acne রিমুভ করতে পারবেন, Resize করতে পারবেন।

আপনার Photo গুলিকে আরও উজ্জ্বল করতে পারবেন বা প্রয়োজনে উজ্জ্বলতা আরও কমাতে পারবেন খুব সহজেই।

Airbrush Photo Editing Application টি Download করার জন্য এখানে Click-করুন।

Fotor :

Airbrush -এর পরেই যে Photo Editing Application টি গুরুত্বপূর্ণ সেটা হল Fotor Application।

এতেও পাবেন অসাধারণ সব Effects ।

এছাড়াও এর মধ্যে আছে Photo Rotate ও Flip করার সুবিধা, আছে Image Distort করার সুবিধা, Image-এর Size Change করার সুবিধা । ইমেজ এর Frame ও Change করতে পারবেন অতি সহজেই।

এর থেকে নানান Stickers Add করতে পারবেন আপনার Photo তে। Add করতে পারবেন আপনার Photo তে নানান Frame ও।

এক কথায় এর এই Application-এ আপনার প্রয়োজনীয় Editing Options এর সবকিছুই থাকছে আপনার Photo কে আরও আকর্ষণীয় করে তোলার জন্য।

Fotor Photo Editing Application টি Download করার জন্য এখানে Click-করুন।

Pixlr :

Photo Editing Application গুলোর মধ্যে এটিও একটি চমকপ্রদ Application।

Pixlr Application টির সাহায্যে আপনি সহজেই Collage Create করতে পারবেন, Collage কে নিয়ে নানান খুঁটিনাটি Experiment করার মধ্যে দিয়ে আপনি আপনার পছন্দের Style ও Select করে রাখতে পারবেন।

Collage করার জন্য নানান Formats আগে থেকেই দেওয়া আছে। যেগুলির সাহায্যে আপনি অতি সহজেই কয়েক Click-এর মাধ্যমে আপনার Photo Editing কে অন্য মাত্রা দিতে পারবেন।

এই অ্যাপের মধ্যে আছে নানা রকম Brushes যেগুলির  আপনার Photo কে আপনি Brighten, Darken, Pixalrt , করতে পারবেন, Photo-র উপর  বিভিন্ন Style এর টেক্সট Add করতে পারবেন।

Image এর মধ্যে কোন রকম Free Hand Drawing করতে চাইলে আপনি Doodle Brush দিয়ে তা করতে পারবেন একটি Click এর মাধ্যমেই।

এছাড়াও নানান Style আছে এই অ্যাপ টিতে যা আপনার Photo গুলিকে অনন্য মাত্রা দেবে তা নিশ্চিত।

আপনাদের সকলের জন্য রইল আর একটি মজাদার Photo Editing Application :

Vinci :

Photo Editing Application -এর সাহায্যে আপনি অতি সহজেই আপনার Photo কে Enhance করতে পারবেন ।

নানান Artistic Filter Add করতে পারবেন। এই Application টি ব্যবহার করলে তবে এর শ্রেষ্ঠত্ব বোঝা যায়।

আপনার Photo -তে নানারকম Effect দিয়ে আপনার Friend-দের চমক দেওয়ার জন্য এই Application টি অসাধারণ।

Vinci Photo Editing Application টি Download করার জন্য এখানে Click-করুন।

আরও পড়ুন : Online Shopping করার সময় কোন কোন বিষয়গুলি আপনাকে ঠকে যাওয়া থেকে বাঁচাবে অবশ্যই জেনে নিন !

Android ফোনের জন্য পাঁচটি শ্রেষ্ঠ Photo Editing Application সম্পর্কিত Post টি আপনার কেমন লাগলো তা নীচে Comment করে আমাদের অবশ্যই জানান।

Post টিকে Share করে আপনার প্রিয়জনদের জানতে সুযোগ করে দিন !

আমাদের সমস্ত Post Update সরাসরি পেতে Social Media তে আমাদের সাথে যুক্ত থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

 

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!