• Home
  • Shrestho Tutorials

কীভাবে টিকটক -এ তোমার কাস্টম ইউজারনেম বানাবে ? টিকটকাররা অবশ্যই জেনে নাও !

বর্তমানে জেনারেশন জেডের মধ্যে টিকটক এপ্লিকেশনের জনপ্রিয়তা তুঙ্গে। 

আর হবেনাই বা কেন – এর সাহায্যে খুব সহজেই যে কেউ নিজেদের পছন্দের মিউজিক দিয়ে ভিডিও বানিয়ে ফেলতে পারে ! 

বানিয়ে ফেলতে পারে শর্ট ভিডিও ক্লিপ। 

ও শেয়ার করতে পারে লাখ লাখ ভিউয়ার্সের মধ্যে ! 

যা এক কথায় অসাধারণ। 

তাই এখানে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পাবার জন্য বিশেষ কিছু সেটিংস তোমার টিকটক প্রোফাইলে এপ্লাই করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আরও জানো : নতুন পাবজি গেম ? কীভাবে ডাউনলোড করবে ?

যেগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল এই কাস্টম ইউজারনেম !

কাস্টম ইউজারনেম কী ? 

খুব সহজ ভাবে বলতে গেলে কাস্টম ইউজারনেম হল তোমার নিজের তৈরি করা ইউজারনেম, কোনো এপের অটোমেটিক তৈরি করে দেওয়া ইউজারনেম না ! 

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি সমস্ত জায়গাতেই  তুমি তোমার কাস্টম ইউজারনেম তৈরি করে নিতে পারবে !

কাস্টম ইউজারনেমের প্রয়োজনীয়তা অনেক ! 

তবে অনেকেই টিকটক -এ কীভাবে কাস্টম ইউজারনেম নিতে হয় জানে না !

তাই সবার মনেই প্রশ্ন থাকে কীভাবে টিকটক -এ কাস্টম ইউজারনেম নিতে হবে ( How to take custom username on TikTok ? )

আজকের আর্টিকেলে তোমাদের শেখাব সেটাই !

কেন টিকটক -এ কাস্টম ইউজারনেম তৈরি করবে ? 

টিকটক -এ একাউন্ট তৈরি করার সাথে সাথেই তোমাকে রান্ডম লেটার ও নাম্বার দিয়ে একটা ইউজার নেম তৈরি করে দেওয়া হয়। 

কিন্তু সেটি অত্যন্ত জটিল ও মনে রাখা সম্ভব নয় কখনই!

ফলস্বরূপ তোমার কোনো ভিডিও সেখানে ভাইরাল হলে বা কারো ভালো লাগলে পরবর্তী কালে তোমাকে খুঁজে পেতে তাদের সমস্যা হতে পারে। 

যা তোমার আকাউন্ট এর জন্য খুবই খারাপ ব্যাপার। 

কাস্টম ইউজার নেম থাকলে তা তোমার চ্যানেলের ব্রান্ডিংয়ের জন্যও ভালো। 

যার জন্য কাস্টম ইউজার নেম থাকাটা এখন অত্যন্ত জরুরি। 

যেমন Tiktok -এ আমাদের কাস্টম ইউজারনেম @shresthoblog !

এর সাহায্যে যে কেউ আমাদের সেখানে সহজেই খুঁজে নিতে পারবে !

আমরা সেখানে অসাধারণ টিপস ও ট্রিক্স শেয়ার করি !

Tiktok -এ আমাদের ফলো করতে ক্লিক করো এখানে !

কীভাবে তোমার টিকটক চ্যানেলের জন্য কাস্টম ইউজার নেম বানাবে ? 

Tiktok কে কাস্টম ইউজারনেম বানানোর জন্য প্রথমেই এপ টিকে ওপেন করে নাও !

নীচে ডান দিকে Me অপশনে অর্থাৎ প্রোফাইলে ক্লিক করো !

তার পরের পেজে তোমার TikTok একাউন্ট দেখানো হবে সেখানে EDIT PROFILE অপশনে ক্লিক করো!

পরের পেজে তুমি Username অপশন তা পেয়ে যাবে, জাস্ট সেটাতে ক্লিক কোরো !

সেটাতে ক্লিক করার পর একটা পপ আপ আসবে

সেটাতে Got It অপশনে ক্লিক করে দাও !

আরও জানো : একটা ইউটিউব চ্যানেল শুরু করতে কোন ক্যামেরা, মাইক্রোফোন ইত্যাদি লাগবে ! জেনে নাও বিস্তারিত !

তারপরেই তোমার পছন্দের ইউজারনেম টাইপ করে নাও, সেটা আভেলেবেল থাকলে দেখিয়ে দেওয়া হবে ও তারপর উপরের ডান দিকে থাকা Save অপশনে ক্লিক করে দাও ! 

ব্যাস তাহলেই হয়ে যাবে !

টিউটোরিয়ালটি তোমার প্রয়োজনে লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলনা !

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!