গুগল পে নিয়ে এল নিউ ইয়ার স্পেশাল অফার ! জিতে নিন 2020 টাকা !
ইউজারদের জন্য গুগল পে একের পর এক অফার নিয়ে আসছে। এবার তাদের অফারের লিস্টে নবতম সংযোজন এই নতুন বছর স্পেশাল অফারটি । এর নাম দেওয়া হয়েছে গুগল পে 2020 অফার, যেখানে আপনি 202 টাকা থেকে শুরু করে 2020 টাকা পর্যন্ত জিতেনিতে পারবেন !
Table of Contents
গুগল পে নিউ ইয়ার স্পেশাল অফারটি কি ?
সেই অফারটি সম্পর্কে বিস্তারিত জানাবো আজকে। তার সাথে বলবো অফারের বিশেষ বিশেষ নিয়মাবলী সম্পর্কেও !
এ বিষয়টিকে ভিডিওতে দেখতে ক্লিক করুন এখানে !
[embedyt] https://www.youtube.com/watch?v=nK3FzWYlISs[/embedyt]
গুগল পে – র এই অফারটিতে পার্টিসিপেট করার জন্য প্রথমে আপনি আপনার গুগল পে টিকে আপডেট করে নিন ।
আপডেট করে নেওয়ার পর গুগল পে ওপেন করুন । তারপর একদম নিচের দিকে স্ক্রল করে চলে যান ।
সেখানে প্রমোশন সেকশন এর আন্ডারে দেখতে পারবেন 2020 লেখা রয়েছে । সেটাতে ক্লিক করলেই আপনি অফারে চলে যাবেন ।
ভিতরে গিয়ে আপনি দেখতে পারবেন সেখানে একটি কেক এর আকৃতি দেওয়া রয়েছে । এবং সেই কেকেতে মোট সাতটি স্টিকার রয়েছে।
আরও জানুন : দীর্ঘক্ষণ স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করেন ? তাহলে অবশ্যই চোখের যত্ন নিন এইভাবে !
আপনি সেই সমস্ত স্টিকার গুলোকে কালেক্ট করতে পারলেই জিতে যাবেন 202 থেকে 2020 টাকা পর্যন্ত !
শুধুমাত্র এটাই নয়, আরও অনেক বোনাস অফারেরও ব্যবস্থা রেখেছে গুগল পে।
আপনি যখন সেই কেক এর তিনটে লেয়ারের মধ্যে যেকোনো একটি লেয়ারের স্টিকার কালেকশন কমপ্লিট করে ফেলবেন। তখন তার জন্য আপনি আরেকটি অ্যাডিশনাল রিওয়ার্ড পেয়ে যাবেন ।
অর্থাৎ তিনটে লেয়ার কমপ্লিট করলে আপনি তিনটি অ্যাডিশনাল স্টিকার পেয়ে যাবেন । তার সাথে জিতে নিতে পারবেন 202 থেকে 2020 টাকা পর্যন্ত আর্ন করার সুযোগ !
কীভাবে আপনি স্টাম্প কালেক্ট করবেন ?
গুগল পে এই নতুন অফারে স্ট্যাম্প কালেক্ট করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি সম্পর্কে জানিয়েছে গুগল পে !
সেই পদ্ধতি গুলি হল এই রকম :
আপনি যদি কাউকে 98 টাকা বা তার বেশি পেমেন্ট করেন । তাহলে আপনি পেয়ে যাবেন একটি স্টিকার ।
স্টিকার পাওয়ার জন্য দ্বিতীয় যে পদ্ধতির ব্যাপারে বলা হয়েছে সেটাতে আপনাকে যেকোন ধরনের বিল পেমেন্ট করতে হবে গুগল পে র মাধ্যমে । অথবা 98 টাকা বা তার বেশি মূল্যের মোবাইল রিচার্জ করতে হবে ।
তৃতীয় যে পদ্ধতির ব্যাপারে বলা হয়েছে তার জন্য আপনাকে আপনার যেকোন এক বন্ধুকে গুগল পেতে ইনভাইট করতে হবে । এবং তিনি গুগল পে তে জয়েন করে যখন তার প্রথম পেমেন্ট করবেন । তখন আপনি একটি স্টিকার পেয়ে যাবেন ।
এরপরে যে পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে সেটা হচ্ছে স্টিকার গিফট এর মাধ্যমে স্টিকার পাওয়া । অর্থাৎ আপনার কালেক্ট করা স্টিকার এর মধ্যে থেকে যখন একটি স্টিকার আপনি কোন বন্ধুকে পাঠাবেন ।
তিনি যখন সেটি একসেপ্ট করবেন, তখন আপনি একটি স্টিকার পেয়ে যাবেন ।
এরপরের পদ্ধতি হল 2020 স্ক্যানার । গুগল একটি স্ক্যানার নিয়ে এসেছে যার সাহায্যে আপনি যেকোনো জায়গায় লেখা 2020 টিকে স্ক্যান করলেই একটি স্টিকার পেয়ে যাবেন !
অসাম তাইনা ?
আরও জানুন : মার্ক জুকারবার্গ সম্পর্কে এই অজানা অচেনা তথ্য গুলি জানেন কি ?
সবশেষে যে পদ্ধতির ব্যাপারে বলা হয়েছে সেটি হল অন এয়ার অ্যাডভার্টাইজমেন্ট শোনা !
এখানে আপনাকে এই অপশনে ক্লিক করুন। তারপর যেকোনো জায়গায় চলা গুগল পে অ্যাডভার্টাইজমেন্ট কে শোনাতে হবে !
এগুলো ছিল স্ট্যাম্প কালেক্ট করার পদ্ধতি গুলি । তবে আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন এই সমস্ত পদ্ধতিগুলোর সাথে ডেলি লিমিট রয়েছে ।
সেটা সেই পদ্ধতিগুলোর পাশে মেনশন করা হয়েছে । অর্থাৎ আপনি চাইলেই যতবার খুশি এপ্লাই করতে পারবেন না ।
যতবার লিমিট দেওয়া রয়েছে ততোবারই আপনি এগুলোকে এপ্লাই করতে পারবেন ।
সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন !