• Home
  • Social Media

এ বছরে ইউটিউবে সব থেকে বেশি টাকা ইনকাম করেছে এই সাত বছরের বাচ্চা টি ?

ইউটিউবে টাকা ইনকাম করার ব্যাপারে সবারই মনে প্রশ্ন থাকে ! আপনাকে এখন যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার যখন সাত বছর বয়স তখন আপনি কি করতেন ?

তাহলে আপনি কি উত্তর দেবেন ?

গুলি খেলে বেড়াতেন ? যতক্ষণ খুশি বন্ধুদের সাথে ক্রিকেট খেলতেন ? লুকোচুরি খেলতেন ? নাকি ঘরে বসে শুধু কার্টুন দেখে যেতেন ? 

আপনার দিন যদি এইভাবেই কাটতো তাহলে আপনাদের সাথে পরিচয় করায় রায়ানের। তার বয়স মাত্র 7 বছর। আর  এই 7 বছর বয়সেই সে এক অসম্ভব কে সম্ভব করে দেখিয়েছে ! হ্যাঁ, সে থেকে ইনকাম করেছে অবাক করা টাকা !

[bctt tweet=”এবছরে ইউটিউবে সব থেকে বেশি টাকা ইনকাম করেছে এই সাত বছরের বাচ্চা টি ?” username=”shresthoblog”]

এই বছরে ইউটিউব থেকে সবথেকে বেশি টাকা ইনকাম করে চমকে দিয়েছে সকলকে !

আরও পড়ুন : একটি ইউটিউব চ্যানেল শুরু করার জন্য কোন কোন গিয়ার লাগবে ?

তার মোট ইনকামের পরিমাণ প্রায় 155 কোটি !

ইউটিউবে টাকা ইনকাম

কীভাবে সে ইনকাম করে এত বিপুল পরিমান টাকা ?

শুধুমাত্র খেলনা দিয়ে খেলা করে ! সব খুলেই বলি, রায়ানের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সে ভিডিও পোস্ট করে খেলনা নিয়ে খেলতে খেলতে! অর্থাৎ সে নানান ধরনের খেলা নিয়ে খেলে, সে গুলোকে আনবক্স করে এবং একটি বাচ্চার মতই খেলে বেড়ায় সেগুলোকে নিয়ে।

শুধুমাত্র খেলনা দিয়ে খেলা করে ! সব খুলেই বলি, রায়ানের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সে ভিডিও পোস্ট করে খেলনা নিয়ে খেলতে খেলতে! অর্থাৎ সে নানান ধরনের খেলা নিয়ে খেলে, সে গুলোকে আনবক্স করে এবং একটি বাচ্চার মতই খেলে বেড়ায় সেগুলোকে নিয়ে।

সেটিকে রেকর্ড করে, এডিট করে ইউটিউবে দেওয়া হয় এবং সেটাতে সারা পৃথিবীব্যাপী তার ফ্যানেদের থেকে লক্ষ লক্ষ ভিউ আসে ও ইনকাম করে রায়ন। Forbes-এর মতে এবছরে তার ইনকামের পরিমাণ 155 কোটি প্রায় !

সবকিছু পরিষ্কার করে বলতে গেলে রায়ানের দুটো চ্যানেল রয়েছে ইউটিউবে। যার একটির নাম Ryan ToysReview ও আর একটির নাম Ryan’s Family Review ।

আরও পড়ুন : ফোনের মেমোরি শেষ হয়ে যাওয়া থেকে মুক্তি ! জেনেনিন পাঁচটি শ্রেষ্ঠ ক্লাউড স্টোরেজ কোনগুলি ?

এমনকি রায়ানের নিজস্ব খেলনা কালেকশনও লঞ্চ করেছে তাতে আছে নানান ধরনের অসাধারণ খেলনা, টি শার্ট ও আরো অনেক কিছু 

সে আবার ও প্রমাণ করলো জীবনে অসম্ভব বলে কিছুই নেই !

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter ও Instagram -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

 

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!