ইনস্টাগ্রাম থেকে কিভাবে টাকা ইনকাম করবেন ? জেনেনিন বিস্তারিত ভাবে
আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন বা আপনার নিজের ছবি তুলে পোস্ট করে ভালোরকম ফলোয়ার গেইন করেছেন ইনস্টাগ্রামে। তাহলে এখন আপনি ইনস্টাগ্রাম থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন।
ব্যাপারটা কল্পনাতীত মনে হলেও একদমই সত্যি।
কিন্তু তার আগে আপনাকে কয়েকটি বিষয় জেনে নিতে হবে যার ফলে আপনি ইনস্টাগ্রাম থেকে খুব সহজেই টাকা আয় করতে পারবেন।
আজকের এই আর্টিকেলে এই বিষয়ে বিস্তারিত আপনাকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। আপনার মনেও যদি ইন্টারনেট থেকে টাকা ইনকাম করা ( How to earn money online ) বা ইনস্টাগ্রাম থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় (How to earn money from Instagram, Bangla Guide / kivabe Instagram theke taka income kora jay ?)
বা অনলাইনে টাকা ইনকাম কিভাবে করতে হয় এই ধরনের প্রশ্ন এসে থাকে তাহলে এই আর্টিকেলটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Table of Contents
সত্যিই কি টাকা ইনকাম করা সম্ভব ?
এই বিষয়ে আমরা অনেকেই হয়তো ভালোভাবে অবগত নই। কিন্তু ইনস্টাগ্রাম থেকে সারা পৃথিবী জুড়েই অনেকেই কোটি কোটি টাকা আয় করছেন।
এই টাকা ইনকাম করা প্রচন্ডরকম কঠিনও নয়। খুব বুদ্ধি খাটিয়ে আপনাকে ইনকাম করতে হবে এবং অবশ্যই আপনার ফলোয়ারদের সাথে অনেস্টলি আপনাকে ডিল করতে হবে।
স্টাটিস্টার হিসাব অনুযায়ী 2019 সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইনস্টাগ্রাম থেকে আর্নিং করেছেন 47.8 মিলিয়ন ইউএস ডলার।
আর লিওনেল মেসি ইনকাম করেছেন 23.3 মিলিয়ন ইউএস ডলার!
মানে বুঝতেই পারছেন কি বিশাল পরিমাণ ইনকাম তারা করেছেন শুধুমাত্র এই ইনস্টাগ্রাম থেকে।
তবে সেলিব্রিটি বলে তারা এত বিশাল পরিমাণ টাকা ইনকাম করতে পেরেছে এটা ভেবে আপনি আশাহত হবেন না।
প্রপার প্ল্যানিং এবং প্রপার স্ট্র্যাটেজি ফলো করে আপনিও ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারবেন।
এই ব্যাপারটা এখন আর কোনো রকম মিথ নয়। এটা ট্রায়েড এন্ড টেস্টেড।
ইনস্টাগ্রাম কি ?
তবে সবার আগে ভালভাবে জেনে নিন ইনস্টাগ্রাম আসলে কি? ( What is Instagram ? ) ইনস্টাগ্রাম হল একটি অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া।
এখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে ফটো এবং ভিডিও আপলোড করতে পারবেন। অ্যান্ড্রয়েড ও আইওএস দুটোর মাধ্যমের জন্যই এই অ্যাপ্লিকেশন উপলব্ধ।
অর্থাৎ ফেসবুকের মতোই এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হল এই ইনস্টাগ্রাম। এটি বর্তমানে ফেসবুকেরই মালিকানাধীন রয়েছে ।
ইনস্টাগ্রাম তৈরি করেছিলেন Kevin Systrom এবং Mike Krieger এবং এটা প্রথম লঞ্চ করা হয়েছিল 2010 সালের অক্টোবর মাসে।
এই অ্যাপ্লিকেশনের অত্যধিক জনপ্রিয়তা দেখে 2012 সালে বিশ্ব বিখ্যাত সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম কে কিনে নেয়।
এটা কেনার জন্য তারা খরচ করে 1 বিলিয়ন ইউএস ডলার।
যখন ফেসবুক ইনস্টাগ্রাম থেকে কিনে নেয় তখন তার জনপ্রিয়তা ছিল ক্রমশ ঊর্ধ্বমুখী এবং সেটি ক্রমশ ফেসবুকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছিল।
মাত্র 13 জন কর্মচারী নিয়ে ইনস্টাগ্রামম এই অসাধ্য সাধন করতে পেরেছিল। এটা ভাবলেই আমাদের অবাক হতে হয়।
এই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারি ইনস্টাগ্রাম এর মধ্যে সত্যি সত্যিই কতোটা পোটেনশিয়াল রয়েছে।
এই পোটেনশিয়াল কে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য কি ভীষণভাবে কার্যকারী হতে পারে।
এর আগের আর্টিকেলে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন।
আজকের এই আর্টিকেলের মেন বিষয়বস্তু তেমনই ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার পদ্ধতি ( How to earn money from Instagram? Instagram Theke Kivabe Taka Income Korbo? )
কিভাবে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা যায় ?
ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার সর্বপ্রথম পদ্ধতিটি সম্পর্কে জানার আগে আপনাকে জানতে হবে ইউটিউব এর মত ইনস্টাগ্রামের কোন পার্টনার প্রোগ্রাম নেই এখনো পর্যন্ত।
অর্থাৎ কোন কন্টেন্ট ক্রিয়েট করে তাতে অ্যাড দেখিয়ে ইউটিউব এর মত আপনি টাকা ইনকাম করতে পারবেন না এখানে।
ইনস্টাগ্রাম আপনার কন্টেন্টে এড দেখাবে এবং সেই এড রেভিনিউ এর কিছুটা অংশ আপনাকে দেওয়া- হবে এইভাবে এখানে হয় না।
ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার তাই বিশেষ কিছু পদ্ধতি রয়েছে। এবং সেগুলো সম্পূর্ণ রকমের ভিন্ন ধরনের।
স্পনসর্ড কন্টেন্ট এর মাধ্যমে টাকা আয়
ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার প্রথম পদ্ধতি হল স্পনসর্ড কন্টেন্ট। ইনস্টাগ্রামে আপনার যদি ফলোয়ারের সংখ্যা বেশি হয় এবং তাদের সাথে আপনার এনগেজমেন্ট যদি প্রমিসিং হয় তাহলে আপনি খুব সহজেই স্পনসর্ড কনটেন্টের জন্য এলিজেবল হয়ে যাবেন ।
অর্থাৎ আপনি যে বিষয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন বা ভিডিও পোস্ট করেন সেই বিষয়ক কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে আপনাকে বা তারা আপনার সাথে যোগাযোগ করবে।
এবং তারা আপনাকে পে করবে তাদের প্রোডাক্ট আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল প্রমোট করার জন্য।
ইনস্টাগ্রামে আপনার জেনুইন ফলোয়ার যত বেশি স্পনসর্ড কনটেন্ট বেশিমাত্রায় পাওয়ার সুবিধা তত বেশি রয়েছে ইনস্টাগ্রামে।
অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে টাকা ইনকাম
ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার পরের যে পদ্ধতির ব্যাপারে আপনাকে বলব সেটা হল অ্যাফিলিয়েট মার্কেটার (Affiliate Marketer) হিসাবে টাকা ইনকাম।
স্পনসর ইনকমে ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে পেমেন্ট করে দেওয়া হয়। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে ইনস্টাগ্রাম থেকে আপনি যে পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সেটাও বিপুল পরিমানের হতে পারে।
আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিশদে জানতে চান তাহলে আপনাকে ছোট্ট করে বলি।
অ্যাফিলিয়েট মার্কেটিং সহজ ভাবে বোঝালে হয় এখানে আপনি অন্যের প্রোডাক্ট কে আপনার একাউন্টে শোকেস করবেন বা রিকমেন্ড করবেন।
আপনার ফলোয়ার দের মধ্যে কেউ যখন সেই প্রোডাক্টটা কিনবেন আপনার লিংকের মাধ্যমে তখন আপনি অল্প কিছু পরিমান কমিশন পাবেন।
অর্থাৎ তিনি একই দামে আপনার লিংকের মাধ্যমে প্রোডাক্ট কিনবেন। কিন্তু তার অল্প কমিশন এসে যোগ হবে আপনার ব্যাংক একাউন্টে !
ফল বুঝতেই পারছেন, আপনার একাউন্টে ফলোয়ারের সংখ্যা যত বেশি হবে এবং তাদের সাথে আপনার এংগেজমেন্ট যত বেশি হবে এবং আপনার কানেকশন যত ভালো হবে ততই এই মাধ্যম থেকে ইনকামের পরিমান বাড়তে পারে আপনার ক্ষেত্রে।
তবে অবশ্যই এক্ষেত্রে আপনাকে সবসময় সঠিক এবং উচ্চমানের প্রোডাকটই রিকমেন্ড করতে হবে আপনার ফলোয়ার্সদের।
তবে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মত ইনস্টাগ্রামে বেশি সংখ্যক লিঙ্ক পোস্ট করা যায় না। একটি মাত্র ওয়ার্কিং লিঙ্ক আপনি প্লেস করতে পারবেন ।
তাই সেই বিসয়ে আপনাকে ক্রিয়েটিভ হয়ে কাজ করতে হবে।
নিজের প্রোডাক্ট সেল করে আয়
ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার এক অত্যন্ত ফলপ্রসূ পদ্ধতি হল আপনার নিজের প্রোডাক্ট বিক্রি করা।
আপনি যদি নিজের এক পার্সোনাল ব্র্যান্ড গড়ে তুলতে পারেন তাহলে আপনি আপনার নিজস্ব প্রোডাক্ট আপনার বিপুলসংখ্যক ফলওয়ার্সদের মধ্যে খুব সহজেই বিক্রি করতে পারবেন এই ইন্সটাগ্রাম এর মধ্যে দিয়েই।
রিসেন্ট ইনস্ট্রাগ্রামে আরও অনেক আপডেট আসছে যেগুলো যারা এইরকম প্রোডাক্ট বিক্রি করছেন তাদের জন্য প্রচন্ড রকমের উপযোগী।
আরও পড়ুন : ফ্রিল্যান্সিং কি? কিভাবে শুরু করবেন? Bangla Freelancing Guide
আপনার ইনস্টাগ্রাম ফলওয়ার্সদের মধ্যে আপনি আপনার নিজের প্রডাক্ট কে প্রমোট করতে পারবেনই।
তারই সাথে তাদের পছন্দ হলে তারা আপনার তৈরি প্রোডাক্ট কিনবেন এবং এটা থেকে ইনকাম করবেন আপনি।
অন্যের Instagram Account Promote করে আয়
ইনস্টাগ্রামে আর এক আয় করার পদ্ধতি অত্যন্ত রকমের জনপ্রিয়।
সেখানে আপনার অ্যাকাউন্ট যদি জনপ্রিয়তায় অনেক বেশি থাকে। আপনার ফলোয়ার এর সংখ্যা যদি বেশি থাকে। তার সাথে আপনার যদি Instagram Account Engagement ভালো থাকে তাহলে আপনি খুব সহজেই Instagram Paid Promotion শুরু করতে পারবেন।
আপনার তুলনায় অপেক্ষাকৃত ছোট চ্যানেলগুলোকে আপনি প্রমোট করতে পারবেন আপনার ইনস্টাগ্রাম একাউন্টে।
যার ফলে আপনার ফলোয়াররাও সেই একাউন্টে যাবেন এবং সেই একাউন্ট ফলোয়ার সংখ্যা বাড়বে।
এই প্রমোশন করার জন্য আপনি আপনার ফলোয়ার সংখ্যা অনুযায়ী অ্যামাউন্ট চার্জ করতে পারবেন।
ছোট ছোট একাউন্টের পোস্ট আপনি আপনার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে পারবেন। আপনার Instagram Account এ পোস্ট করে তাঁদেরকে ট্যাগ করতে পারবেন।
আরও পড়ুন : কয়েকটি শ্রেষ্ঠ হলিউড মুভি যেগুলি আপনাকে কখনও আশা না ছাড়তে অনুপ্রেরণা দেবে !
এইভাবে আপনি এই প্রমোশন ক্যাম্পেইন চালিয়েও ইনস্টাগ্রাম থেকে ভালো রকম আয় করতে পারবেন।
ইন্সটাগ্রাম এর মাধ্যমে আপনার নিজস্ব সার্ভিস সেল করা
এতকিছুর পর এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার যে ইনস্টাগ্রাম একটা ঘুমন্ত দৈত্য । যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে নানান অসাধ্য সাধন করতে পারবে আপনি এর সাহায্যেই।
তেমনই ইনস্টাগ্রামের সাহায্য আপনি যে কাজে পারদর্শী, তা সে ফটোগ্রাফিও হতে পারে বা ডিজিটাল ইলাস্ট্রেশন বা পোর্ট্রেট পেন্টিং যেকোনো সার্ভিসেই আপনি পারদর্শী হোন না কেন।
সেই বিষয়ে ছবি পোস্ট করে ক্রমশ ফলওয়ার্সদের সংখ্যা বাড়িয়ে আপনার সেই সার্ভিস আপনি তাদের মধ্যে সেল করতে পারবেন।
উদাহরণ হিসেবে বলি, আপনি যদি খুব সুন্দর ছবি আঁকতে পারেন। তাহলে ইন্সটাগ্রাম এর সাহায্যে আপনার সেই ড্রয়িং পোর্টফোলিও কে সবার সামনে আপনি উপস্থাপন করতে পারবেন। তারই সাথে আপনি পোর্ট্রেট ড্রয়িং সার্ভিস শুরু করে দিতে পারবেন।
যেখানে আপনি সামান্য কিছু চার্জ করে অন্যের পোর্ট্রেট আপনি এঁকে দেবেন। আপনার কাজ যদি অসাধারণ হয়। আপনার উপস্থাপনা যদি খুব সুন্দর এবং প্রফেশনাল হয়।
তাহলে এই পদ্ধতির সাহায্যেও কোটি কোটি টাকা ইনকাম করছেন অনেকে আর আপনিও করতে পারবেন।
ইন্সটাগ্রাম থেকে আয় করার আগে কি করনীয়
ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে আয় করার কথা ভাবার আগে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনার একাউন্টি গ্রো করার দিকে নজর দেওয়া।
শুধুমাত্র তাই নয়, জেনুইন ফলোয়াররা যাতে বৃদ্ধি পায় সেদিকে খেয়াল রাখতে হবে আপনাকে। তার সাথে ফলোয়ার্স দের সাথে ভালরকম এনগেজমেন্ট বজায় রাখতে হবে। আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে সবসময়ই চেষ্টা করতে হবে আপনাকে।
আরও পড়ুন : কীভাবে অনলাইনে টাকা ইনকাম করবে ? জেনেনাও জেনুইন কয়েকটি পদ্ধতি সম্পর্কে !
এই সমস্ত পদ্ধতিগুলোর যদি আপনি সঠিকভাবে ফলো করেন তাহলে আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকেও আপনি ভাল রকম অ্যামাউন্ট আয় করতে পারবেন বা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারবেন ।
এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জিজ্ঞাসা করতে ভুলবেন না।
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন!