• Home
  • Social Media

ইউটিউব এর ডার্ক মোড কি ? কীভাবে এটি আপনার চোখকে বাঁচিয়ে দিতে পারে ?

ইউটিউব থেকে চোখ কে বাঁচাতে ইউটিউব ডার্ক মোড এক কথায় অসাধারণ !

ইউটিউব নিয়ে আমাদের বেশি কিছু বলার নেই ।

আমরা প্রত্যেকেই প্রায় ঘন্টার পর ঘন্টা ইউটিউব নিয়ে বসে থাকি । 

সারাদিন দেখি আমাদের প্রিয় YouTuber -এর চ্যানেল অথবা আমাদের প্রিয় ভিডিও ।

কিন্তু এটা করতে গিয়ে আমাদের ক্ষতি হয় অনেক । 

অনেকক্ষণ এক ভাবে উজ্জ্বল ডিসপ্লের দিকে তাকিয়ে থাকার ফলে আমাদের চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে বেড়ে যায় ।

আরও পড়ুন : একটি ইউটিউব চ্যানেল শুরু করার জন্য কোন কোন গিয়ার লাগবে ?

[bctt tweet=”ইউটিউব-এর ডার্ক মোড কি ? কিভাবে এটি আপনার চোখকে বাঁচিয়ে দিতে পারে ?” username=”shresthoblog”]

আজকে ইউটিউব এর যে ফিচারটির কথা আপনাদের বলব সেটা ঠিকঠাক মেনে চললে আপনার চোখের উপর এই প্রেসার অনেকটাই কমে যাবে ।

ইউটিউব নিয়ে আমাদের বেশি কিছু বলার নেই । আমরা প্রত্যেকেই প্রায় ঘন্টার পর ঘন্টা ইউটিউব নিয়ে বসে থাকি । সারাদিন দেখি আমাদের প্রিয় YouTuber -এর চ্যানেল অথবা আমাদের প্রিয় ভিডিও । কিন্তু এটা করতে গিয়ে আমাদের ক্ষতি হয় অনেক । অনেকক্ষণ এক ভাবে উজ্জ্বল ডিসপ্লের দিকে তাকিয়ে থাকার ফলে আমাদের চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে বেড়ে যায় ।

সম্প্রতি ইউটিউব লঞ্চ করেছে ফিচারটি এবং এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এটি ইউজারদের মধ্যে ।

ইউটিউব ডার্ক মোড কি ?

ইউটিউবের অ্যাপ্লিকেশন থেকে ইউটিউব খুললে তার ব্যাকগ্রাউন্ডটা সব সময় সাদা ও উজ্জ্বল হয়ে থাকে ।

ফলে তা থেকে বেরিয়ে আসা আলোও হয় খুব উজ্জ্বল যা আমাদের চোখের পক্ষে হয়ে ওঠে মারাত্মক । 

ডার্ক মোড অন করার ফলে ইউটিউব অ্যাপ্লিকেশন এর ব্যাকগ্রাউন্ড এর এই সাদা ও উজ্জ্বল রংটি পরিবর্তিত হয়ে কালো বা ধূসর হয়ে থাকবে।

ফলে আমাদের চোখের পক্ষে এটি হয়ে উঠবে কম ক্ষতিকারক ।

কীভাবে ইউটিউব ডার্ক মোড অন করবেন ?

সবার প্রথমেই আপনার ইউটিউব অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিন ।

তার পরে অ্যাপ্লিকেশন টি খুলুন ।

এবার ডার্ক মোড অন করতে গেলে আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন ।

এপ্লিকেশন এর ভিতর এটি ডানদিকে ওপরের কোণে অবস্থিত ।

সেখানে  ক্লিক করুন এবার সেটিংস অপশনে সেটিংস থেকে ক্লিক করুন জেনারেল অপশন ।

আরও পড়ুন : কয়েকজন বিখ্যাত টেক কম্পানির প্রতিষ্ঠাতা ও প্রত্যেক ঘন্টায় তারা কত টাকা আয় করেন ?

তাহলে পরের স্ক্রিণে আপনি পেয়ে যাবেন ডার্ক থিম অপশন টি ।

সেটা অন করে দিন ।

ব্যাস তাহলেই আপনার ইউটিউব অ্যাপ্লিকেশন এর ব্যাকগ্রাউন্ড এর সাদা রংটি কালো অথবা ধূসর রঙের হয়ে থাকবে ।

ল্যান্ডস্কেপ ও পোর্ট্রেট দুই মোডেই এটি কাজ করবে।

ইউটিউব এর ডার্ক মোড সম্বন্ধীয় আর কোনো প্রশ্ন থাকলে নিচে Comment করে অবশ্যই জানান !

সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে FacebookTwitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

 

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!