• Home
  • Social Media

কীভাবে আপনার ফেসবুক একাউন্ট কে নিরাপদ রাখবেন ? কমপ্লিট গাইড !

আজকের দিনে ফেসবুক ছাড়া আমাদের একদিন কেন, কয়েক মুহূর্তও চলেনা। আর ফেসবুক ব্যবহার করলে ফেসবুক একাউন্ট কে নিরাপদ রাখার ও প্রয়োজন হয় ! 

সকালে ঘুম থেকে ওঠার পর থেকে, এমনকি বিছানা ছাড়ার আগেই আমরা Facebook ব্যবহার করতে শুরু করি এবং তা চলতে থাকে এবং চলতেই থাকে।

ফেসবুক -এর মতে একজন User প্রত্যেকদিন গড়ে 1 ঘণ্টা করে সময় অতিবাহিত করে ফেসবুক -এ।

অর্থাৎ আমাদের গড় জীবনকাল যদি 60 বছর ধরা হয় তাহলে আমরা আমাদের জীবনের 21900 ঘণ্টা কাটিয়ে দিই শুধু মাত্র ফেসবুক করেই!

অর্থাৎ 912 দিন, অর্থাৎ আড়াই বছর আমরা ফেসবুক করেই কাটিয়ে দিই ।

[bctt tweet=”আমারা আমাদের জীবনের আড়াই বছরেরও বেশি মূল্যবান সময় কাটিয়ে দিই শুধুমাত্র Facebook করেই !!!” username=”shresthoblog”]

তাই Facebook  এমন একটি Platform যেখানে আমরা আমাদের মূল্যবান সময় অতিবাহিত করি এবং আমাদের Private Life এর Pictures ও Videos শেয়ার করি তার Security সম্পরকে আমরা একটুও ভাবি না।

যার জন্য আমাদের Facebook Account সহজেই Hack হয়ে যাই।

Facebook এমন একটি Platform যেখানে আমরা আমাদের মূল্যবান সময় অতিবাহিত করি এবং আমাদের Private Life এর Pictures ও Videos শেয়ার করি তার Security সম্পরকে আমরা একটুও ভাবি না। যার জন্য আমাদের Facebook Account সহজেই Hack হয়ে যাই ।

শুধুমাত্র তাই নয়, Hacker- রা আমাদের Account থেকে অনেক মূল্যবান তথ্য চুরি করে ভবিষ্যতে আমাদের আরও ক্ষতি করতে পারে।

এই বিষয়ে আরও জানতে পড়ুন : কীভাবে অন্য কেউ আপনার Facebook Account  ব্যবহার করছে কিনা  তা সহজেই জানতে পারবেন?

অথচ আমরা যদি একটু সাবধান হই এবং কিছু সহজ সরল Tricks মেনে চলি তাহলেই এই সমস্যার সম্মুখীন হতে হয় না।

তাই এখানে এমনি কিছু Tricks বলা হল যেগুলো পালন করলে আপনার ফেসবুক একাউন্ট নিরাপদ থাকবে।

ফেসবুক নিরাপদ রাখতে শুধুমাত্র আপনার Friend দেরকেই আপনার Profile দেখান :

বাস্তব জীবনে যেমন আমরা আমাদের ব্যক্তিগত ব্যাপার কারোর সাথে Share করতে পছন্দ করিনা

তেমনি আপনার ভার্চুয়াল লাইফেও কেন আপনি আপনার ব্যক্তিগত ব্যাপার কেউ কেন সকলের সাথে Share করবেন ?

তাই আপনার Account কে শুধুমাত্র আপনার Friends দের জন্যই Visible করে রাখুন।

যাতে আপনার Friends ছাড়া কেউ আপনার পোস্ট দেখতে না পারেন।

এটা করতে প্রথমেই উপরের ডান দিকে Settings Option এ Click করুন সেখান থেকে Privacy Settings এ যান ।

 

সেখানে প্রথম Option ‘Who can see your future posts?’ এ Click করুন ।

এবং Public বাদে আপনার পছন্দ মত Option বেছে নিন ।

এখানে আপনি যা সিলেক্ট করবেন তা আপনার জন্য Default হয়ে রয়ে যাবে ।

এবং আপনি চাইলেই পোস্ট করার সময় সেটিকে Change করতে পারবেন।

আপনার ফেসবুক একাউন্ট কে নিরাপদ রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং !

আপনাকে অযথা Friend Request পাঠানো বন্ধ করুন :

প্রথমেই উপরের ডান দিকে Settings Option এ Click করুন সেখান থেকে Privacy Settings-এ যান ।

 

সেখানে “Who can send you friend requests?“এ Click করুন এবং সেটাকে “Friends of Friends” করে দিন । এর ফলে যে সে আপনাকে Friend Request পাঠাতে পারবেনা ।

তার পরেরই option “Who can see your friends list?” এ Click করুন এবং সেটাকে “Only Me” করেদিন ।

এরফলে আপনার Friends ছাড়া অন্যান্য সকলে আপনার Friends List দেখতে পারবেননা। শুধুমাত্র Mutual Friends দের দেখতে পারবেন। যা এক কথায় অসাধারণ ।

অযথা সকল কে আপনার Account খুঁজে পাওয়া থেকে বিরত রাখুন :

এর পরে সেখানেই “Who can look you up using the email address you provided?” ও “Who can look you up using the phone number you provided?” এই দুটি Options কেই “Friends” করেদিন।

এর ফলে আপনার Friends ছারা অন্য কেউ চাইলেও আপনার Mobile No বা Email id দিয়ে আপনাকে খুঁজে পাবেনা ।

ফেসবুক নিরাপদ রাখতে Facebook এ অযথা কোন Link এ Click করবেন না :

আপনি যদি আপনার Security সম্পরকে সচেতন হন তাহলে কোনমতেই কোন সন্দেহজনক লিঙ্ক এ Click করবেন না। “কে আপনার Future Wife হবে ?” , “কে আপনাকে প্রকৃত ভালোবাসে ?“,”কে আপনার জন্য জীবন দিতে পারে?” – জানতে এখানে Click করুন এমন অনেক লিঙ্ক আপনাদের চোখে পরে সবসময় । খেয়াল করে দেখবেন এগুলির বেশির ভাগই আপনার Sensative Information Access করার Permission নিয়ে নেয় এবং আমরা অজান্তেই OK করে দিই । যা পরবর্তীকালে মারাত্মক হতে পারে। তাই ওসব লিঙ্ক এ Click করা থেকে বিরত থাকুন

এবং সর্বোপরি,

শুধুমাত্র চেনা জনেরই Friend Request Accept করুন :

Facebook Account-এর Security বজাই রাখতে গেলে আপনি অবশ্যই আপনার চেনা জনেরই Friend Request Accept করুন। অচেনা Friend Request পেলে অবশ্যই সেটাকে Ignore করতে ভুলবেন না।

একটা Account এমন অনেক Ignore পেলে Facebook সেটাকে ব্লক করে নিজেদের User-দের সুবিধার্থে । তাই আপনিও যদি অচেনা জনকে বেশি পাঠান তাহলে সাবধান, আপনার Account যেকোনো সময় Block করে দেওয়া হতে পারে।

এছাড়াও আপনার ফেসবুক নিরাপদ রাখতে যেগুলো করবেন :

Facebook Account-এ আপনার email id এবং Mobile No আপনার Account এর সাথে অবশ্যই Add করে রাখুন।

যাতে অঘটন ঘটে গেলে বা কোনরূপ সমস্যার সম্মুখীন হলে আপনি তাড়াতাড়িই আপনার Password Change করে উঠতে পারেন।

Mobile No Hide করে রাখলে অন্য কারোর দেখে নেওয়ারও ভয় থাকবে না

আরও পড়ুন : কিভাবে কোনো মোবাইল নম্বর Save না করেই তাকে WhatsApp মেসেজ পাঠাবেন ? অবশ্যই জেনে নিন !

বাইরের কোন Cyber Cafe বা কোন Friend-এর PC থেকে Facebook না করাই ভালো

এগুলি থেকে সহজেই Keylogger বা কোন Spyware ব্যবহার করে আপনার Password চুরি করে নেওয়া যাই।

করলেও আপনার Browser এর Incognito Mode বা Private Window বা Private Mode ব্যাবহার করে Login করুন।

Login এর সময় “Remember MeOption টিকে Select করবেন না এবং কাজ হয়ে গেলে অবশ্যই Log Out  করুন।

এই সমস্ত নিয়ম মেনে চললে আপনার ফেসবুক একাউন্ট কে নিরাপদ থাকবে এবং আপনিও বিশ্বের সবথেকে জনপ্রিয় Social Network-এর আনন্দ উপভোগ করতে পারবেন।

আপনার ফেসবুক একাউন্ট কে নিরাপদ রাখতে আপনি কোন কোন ব্যবস্থা নেন তা আমাদের জানান নিচে Comment Box-এ ।

আরও পড়ুন : ফোনের মেমোরি শেষ হয়ে যাওয়া থেকে মুক্তি ! জেনেনিন পাঁচটি শ্রেষ্ঠ ক্লাউড স্টোরেজ কোনগুলি ?

কেমন লাগলো এই পোস্ট তা নীচে Comment করে আমাদের অবশ্যই জানাবেন !

Post টিকে Share করতে ভুলবেন না !

সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!