• Home
  • Social Media

কীভাবে Delete করে দেওয়া WhatsApp Message পড়তে পারবেন ?

আগে WhatsApp- এ পাঠানো Message শুধু Sender-ই তার Account থেকে Delete করতে পারত।

2017 সালের November মাসে WhatsApp তাদের নতুন Update-এ জানিয়ে দেয় যে পাঠানো Message Delete করার জন্য এবার থেকে দুটি Options থাকবে ।

আরও পড়ুন :  কীভাবে অন্য কেউ আপনার Facebook Account  ব্যবহার করছে কিনা  তা সহজেই জানতে পারবেন?

Sender যদি পাঠানো Message শুধুমাত্র নিজের Account থেকে Delete করতে চান “Delete for Me” আর যদি যাকে পাঠানো হয়েছে তার Account থেকেও Delete করতে চান তাহলে “Delete for Everyone” Option-টায় Click করতে হবে।

 

 

Delete for Everyone-এর জন্য একটা শর্ত ছিল। সেটি হল, Sender তার পাঠানোর 7 Minute এর মধ্যেই Delete for Everyone করতে পারবেন।

[bctt tweet=”কীভাবে Delete করে দেওয়া WhatsApp Message গুলি পড়তে পারবেন ?” username=”shresthoblog”]

2018 সালের মার্চ মাসে সেই 7 Minute সময় বাড়িয়ে এক ঘণ্টারও কিছু বেশি করা হয় ।

এই সকলের জন্য Delete করে দেওয়া Option টি কোন কোন সময় প্রয়োজন হলেও কোন কোন সময় চূড়ান্ত বিরক্তিকরও হয়ে ওঠে।

তখন শত চেষ্টা করেও আপনাকে পাঠানো অথচ পরে Delete করে দেওয়া Message আপনি ফিরে পান না।

নিচে আপনার জন্য রইল সবথেকে সহজ দুটি উপায় যার মাধ্যমে আপনাকে Message পাঠিয়েও কেউ Delete করেদিলে আপনি অতি সহজেই সেই Message টি পড়তে পারবেন এবং তার জন্য কোন সময়সীমা থাকবেনা।

এই কাজ করার জন্য আমরা আপনাকে দুটি Application -এর কথা বলবো ।

সেগুলির সাহায্যে আপনি অতি সহজেই আপনাকে পাঠিয়ে Delete করে দেওয়া Message পড়তে পারবেন :

Notisave- Save Notifications :

এই Application-টির সাহায্যে আপনি অতি সহজেই আপনাকে পাঠিয়ে পরে Delete করে দেওয়া WhatsApp Message গুলি পড়তে পারবেন।
Application টি Install করার জন্য এখানে Click করুন।
Install হয়েগেলে সমস্ত প্রয়োজনীয় Permission গুলি দিয়েদিন।
ব্যাস! আর কোন চিন্তা থাকবেনা।

এবার আপনাকে পাঠিয়েও কেউ Message Delete করে দিলে আপনি অতিসহজেই এই Application টি থেকে তা পড়তে পারবেন।
এর আর একটি সুবিধা হল এই Application এর সাহায্যয়ে আপনি Seen না করেও কারও যেকোনো Message পড়েনিতে পারবেন।

Google Play Store-এ এই Application টির Ratings ও খুব ভালো।

এই Application-এর  সাহায্যে  আপনি শুধু আপনাকে পাঠানো Message কেই দেখতে পাবেন। আপনাকে পাঠানো কোন Photo বা Video বা অন্য কোন Media ফাইল কে দেখতে পাবেন না।

বিশেষ Tip:

আপনার WhatsApp লক করে রাখার সাথে সাথেই এই Application টিকেও লক করে রাখতে ভুলবেন না। নাহলে অন্য কেউ আপনার ফোন হাতে পেলে WhatsApp-এ আসা সকল Message সহজেই এখান থেকে দেখে নিতে পারবে।

 

অপর Application টি হল: 

Whatssremoved :

এই Application টিকে আপনি Install করতে পারবেন এখান থেকে

এই Application টিতেও উপরের Application টির মতো সমস্ত করম কাজ করা যায় । এবং এটার সাহায্যে আপনাকে কোন Media File পাঠিয়ে Delete করে দিলেও সেটা দেখতে পাবেন।

আগের Application-টির মতই Google Play Store-এ এই Application-টির Ratings ও খুব ভালো।

আরও পড়ুন : আপনার Android ফোনের জন্য পাঁচটি শ্রেষ্ঠ Photo Editing Application গুলি জানেন কি ?

Delete করে দেওয়া WhatsApp Message কীভাবে দেখতে পারবেন এই সম্পর্কিত Post টি আপনার কেমন লাগলো তা নীচে Comment করে আমাদের অবশ্যই জানান।

Post টিকে Share করে আপনার প্রিয়জনদের জানতে সুযোগ করে দিন !

আমাদের সমস্ত Post Update সরাসরি পেতে Social Media তে আমাদের সাথে যুক্ত থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!