কীভাবে স্টেডিয়ামে বসেই সরাসরি ইসরো -র রকেট লঞ্চ দেখতে পারবেন ?
অবশেষে সকল ভারতীয়দের জন্য সুখবর। শেষপর্যন্ত সকল ভারতীয়দের জন্য দরজা খুলে দিল ইসরো।
ইসরো -র সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আপনি এবার বসে দেখতে পারবেন অসাধারণ রকেট উৎক্ষেপণের অসামান্য সব দৃশ্যাবলী।
কীভাবে স্টেডিয়ামে বসেই সরাসরি ইসরোর রকেট লঞ্চ দেখতে পারবেন ? Click To TweetNASA-তে এই ব্যবস্থা আগে থেকেই ছিল। এখন ভারতেও এই ব্যবস্থা শুরু হয়ে গেল। যারা মহাকাশ ভালবাসেন, রকেট উৎক্ষেপণের প্রতি যাদের আগ্রহ আছে তারা সরাসরি প্রত্যক্ষ করতে পারবেন রকেট উৎক্ষেপণের দৃশ্য গুলি। শুধু তাই নয় তার সাথে কাছাকাছি গড়ে ওঠা থিম পার্কে ঘুরতেও পারবেন।
এ বিষয়ে টুইট করে ইসরো জানিয়েছে আমাদের :
https://twitter.com/isro/status/1111882222359867393
কি কি ব্যবস্থা এখানে রাখছে ইসরো ?
ইসরো যে ব্যবস্থাটি করে তুলছে সেখানে একসাথে 5,000 জন দর্শক বসে রকেট উৎক্ষেপণ দেখতে পারবেন।
এটি তৈরি করা হয়েছে লঞ্চপ্যাড থেকে 2 অথবা 3 কিলোমিটারের মধ্যেই।
তাই পিএসএলভি এবং জিএসএলভি রকেট উৎক্ষেপণ গুলো অসাধারণ ভাবে দেখতে পাওয়া যাবে এখান থেকে।
ISRO- এর মতে স্টেডিয়াম টা একটি থিম পার্কের মতো এখানে থাকবে মিউজিয়াম এবং রকেটের বড় বড় মডেল যা থেকে ভিজিটররা রকেট সম্পর্কে সুন্দর ধারণা লাভ করবেন।
ইসরো -র মতে 5,000 জন দর্শক ঠিকঠাকভাবে দেখতে পারেন।
পরবর্তীকালে তারা পদক্ষেপ নেবেন যাতে 10,000 দর্শক এর উৎক্ষেপণ একসাথে প্রত্যক্ষ করতে পারেন।
দর্শকদের সেফটি নিয়ে কোনো রকম কার্পণ্য করছে না ইসরো।
স্টেডিয়ামে যথেষ্ট রকমের সচেতনতামূলক ব্যবস্থাপনা রাখা হয়েছে।
আরও পড়ুন : কয়েকজন বিখ্যাত টেক কম্পানির প্রতিষ্ঠাতা ও প্রত্যেক ঘন্টায় তারা কত টাকা আয় করেন ?
ভিতরে খাবার পাওয়া যাবে যেখানে আপনি টাকা দিয়ে আপনার প্রয়োজনীয় স্ন্যাকস কিনতে পারবেন সহজেই। ভিতর টয়লেট এবং বাথরুম ফেসিলিটি তৈরি করা হয়েছে।
এছাড়াও ব্যবস্থা করা হয়েছে বড় স্ক্রিনের যেখানে লঞ্চ সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দেখানো হবে এবং স্পেস কন্ট্রোল রুমের ভিতরের দৃশ্য দেখা যাবে।
এছাড়াও ইসরো -র লঞ্চ পরবর্তী স্পেন্স কনফারেন্সও দেখতে পাওয়া যাবে এখানে বসেই।
কীভাবে অ্যাপ্লাই করবেন ?
শুধুমাত্র ভারতীয় নাগরিকরা যাদের বয়স দশ বছরের উপরে তাদের প্রবেশ করতে দেওয়া হবে।
প্রথমে তাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। করার পর আপনি সেখানে প্রবেশ করার জন্য পাস ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন : International Space Station সম্পর্কে এই অবাক করা তথ্য গুলি জানেন কি?
দেখেনিন আজকের অসাধারণ সব শ্রেষ্ঠ ডিলস
প্রবেশের জন্য আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে সেই পাসটি ও একটি সচিত্র পরিচয় পত্র।
সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন
ইসরো এর মতে স্টেডিয়াম টা একটি থিম পার্কের মতো এখানে থাকবে মিউজিয়াম এবং রকেটের বড় বড় মডেল যা থেকে ভিজিটররা রকেট সম্পর্কে সুন্দর ধারণা লাভ করবেন।
এপ্লাই করার জন্য ক্লিক করুন এখানে !
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !