• Home
  • Make Money Online

কীভাবে অনলাইনে টাকা ইনকাম করবে ? জেনেনাও জেনুইন কয়েকটি পদ্ধতি সম্পর্কে !

অনলাইনে টাকা ইনকাম করতে সবাই চায় । এখন সবার মনেই একই প্রশ্ন আসে । আর সেটা হল kivabe online taka income korbo ? আপনি হয়ত গুগলেও অনেক বার সার্চ করে দেখেছেন – How to earn money online bangla guide বা How to earn money online in bengali ! 

কিন্তু সঠিক পদ্ধতি না জানার জন্য অনেকেরই অনেক সময় নষ্ট হয়ে যায়।
সবাই অনলাইনে টাকা ইনকাম করতে চেষ্টা করে ।

কিন্তু অনলাইনে টাকা ইনকাম করার সঠিক পদ্ধতি না জানার জন্য অনেকেই ব্যর্থ হয়ে টাকা ইনকাম করার ইচ্ছা মাথা থেকে বার করে দেয় !

ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়।

আজকের আর্টিকেলে তোমাকে জানাবো অনলাইনে টাকা ইনকাম করার জেনুইন কয়েকটি পদ্ধতির ব্যাপারে !

এই পদ্ধতি গুলো মেনে তুমি খুব সহজেই অনলাইনে টাকা ইনকাম করতে পারবে !

সঠিক ভাবে করলে তা যে কোনো সরকারি চাকরি কে হারিয়ে দিতে বাধ্য !

কীভাবে অনলাইনে টাকা ইনকাম করবে ?

অনলাইনে টাকা ইনকাম করার অনেক জেনুইন পদ্ধতি রয়েছে যার সাহায্যে তুমি অনায়াসেই ভালো রকম অ্যামাউন্ট ইনকাম করে নিতে পারবে।

আজকের এই আর্টিকেলে আমরা এমনই কয়েকটি প্রাকটিক্যাল ও জেনুইন পথ তোমাদের দেখাবো যার মাধ্যমে তোমরা অনলাইনে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবে।

অনলাইনে টাকা ইনকাম

ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা !

অনলাইনে টাকা ইনকাম করার জন্য সব থেকে অ্যাপ্রচাবল পথ হল একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা।

তুমি যদি লিখতে ভালোবাসো বা খুব সুন্দর গ্রাফিক্স ডিজাইন করতে পারো বা আর্টিকেল লিখতে পারো অথবা ছবি আঁকতে পারো অথবা অন্য যেকোনো কাজ অন্যদের থেকে খুব ভালো করতে পারো এবং যা করতে তুমি প্যাশনেট ফিল করো।

ওয়েব ডিজাইনার, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং – তোমার দক্ষতা যেখানেই থাকুক না কেন সমস্ত কিছু তেই এখন কাজের অভাব নেই !

সেই কাজ অন্যের জন্য করেই তুমি টাকা ইনকাম করতে পারবে একজন ফ্রিল্যান্সার হিসাবে।

একজন ফ্রীল্যান্সার হিসাবে তুমি যেকোনো ছোট অথবা বড় কোম্পানিতে তোমার সার্ভিস প্রোভাইড করতে পারবে এবং মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে । 

অনলাইনে ফ্রীল্যান্সার হিসেবে কাজ করার জন্য জনপ্রিয় ওয়েবসাইট গুলি হল – Upwork, Freelancer, WorknHire, Fiverr ও আরও অনেক ! সম্পর্কে বিস্তারিত জানতে আমাদেরই বাংলা ভাষায় শ্রেষ্ঠ Freelancing Guide থেকে খুঁটিনাটি অবশ্যই দেখেনিন।

তোমার নিজস্ব ব্লগ স্টার্ট করে অনলাইনে টাকা ইনকাম !

তুমি যদি লিখতে ভালোবাসো তাহলে তোমার জন্য এই পদ্ধতিটি! 

এই পদ্ধতিতে তুমি যে জিনিসের প্রতি প্যাশনেট অর্থাৎ যা করতে তুমি খুব ভালোবাসো সেই বিষয়ে তোমার নিজস্ব ব্লগ খুলতে পারো। 

মনে করো তুমি খুব বেড়াতে ভালোবাসো তাহলে এই বেড়ানোর উপরে তুমি একটি ব্লগ খুলতে পারো এবং তোমারই মতো ভ্রমণপিপাসুদের নতুন নতুন নানান জায়গার সন্ধান দিতে পারো।

সাথে সেই জায়গার খুঁটিনাটি সম্পর্কে ইন ডিটেলস পোস্ট লিখতে পারো।

তুমি যদি সঠিক স্ট্র্যাটেজি নিয়ে তোমার ব্লগ চালিয়ে যাও তাহলে তা থেকে প্রত্যেক মাসে হাজার হাজার টাকা ইনকাম করা সত্যিই সম্ভব।

বর্তমান সময়ে খুব সহজেই একদম বিনামূল্যে নিজস্ব ব্লগ তৈরি করতে পারবে। আর সেখান থেকেও টাকা ইনকাম করতে পারবে। 

তবে এর জন্য তোমাকে ধৈর্য্য ধরতে হবে !

অনলাইনে টাকা ইনকাম

ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম !

তোমার যদি লিখতে ভালো না লাগে তাহলে এই পদ্ধতিটি তোমার জন্য।

তুমি যে বিষয়েই দক্ষ হও না কেন তা সে বেড়াতে যাওয়ায় হোক বা ভাল ভিডিও বানানো হোক বা ছবি আঁকা হোক বা খুব সুন্দর ড্রাম বাজানো বা নাচ বা গান গাওয়া ।

যেকোনো বিষয়ে তুমি ইচ্ছুক হলেই সেই বিষয়ে তুমি তোমার নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে নিতে পারো এবং তার সাথে সাথে হিউজ অ্যামাউন্ট ইনকাম করতেও পারবে। 

ইউটিউবে বেসিক কিছু জিনিস জানলেই যে কেউ চ্যানেল খুলে নিতে পারে । ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করে তুমি জনপ্রিয়তাও অর্জন করতে পারবে টাকা উপার্জনের সাথে সাথে !

তুমিও যদি ইউটিউব চ্যানেল খুলতে চাও তাহলে আমাদের YouTube Gears গাইড অবশ্যই দেখেনাও!

আরও পড়ুন : কিভাবে ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করবেন ? কমপ্লিট গাইড ! রইলো পাঁচটি জনপ্রিয় পদ্ধতি !

একজন অনলাইন সেলার হিসেবে টাকা ইনকাম !

অফলাইন কেনাকাটার যুগ শেষ এখন সময় শুরু হয়ে গেছে অনলাইন শপিং এর ।

তাই অনলাইনে কেনাকাটার পরিমান এখন সব থেকে বেশি।

তাই তুমি যদি তেমনি ইউনিক সুন্দর কোন প্রোডাক্ট তৈরি করতে পারো ।

অথবা তোমার ভিতরে যদি কোনো ব্যবসায়ী সত্তা লুকিয়ে থাকে।

তাহলে খুব সহজেই তুমি একজন অনলাইন সেলার হয়ে উঠতে পারবে এবং লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে ।

তোমার যদি কোনো ভালো প্রোডাক্ট থাকে বা তুমি যদি কোনো ভালো প্রোডাক্ট তৈরি করতেও পারো, বাজারে যার ডিমান্ড রয়েছে খুব, তাহলে তুমি তোমার নিজস্ব ওয়েবসাইট খুলে সেগুলো নিজেই সেল করতে পারবে ।

অথবা অ্যামাজন অথবা ফ্লিপকার্ট মত অনলাইন সেলিং প্লাটফর্মে যোগ দিয়ে তোমার প্রডাক্টকে কোটি কোটি ক্রেতার মধ্যে ছড়িয়ে দিতে পারবে !

কিছু কিছু ক্ষেত্রে তোমার নিজস্ব প্রোডাক্ট না থাকলেও চলবে।

তুমি শুধু খেয়াল করে দেখো আশেপাশে কোনো হোলসেলারের কাছ থেকে কোনো ভালো জিনিস তুমি পাও কিনা।

তাহলে সেই জিনিসগুলো তুমি অনলাইনে বিক্রি করে ভালো টাকা ইনকাম করে নিতে পারবে।

অ্যামাজন সেলার হিসাবে যোগ দিতে ক্লিক করো এখানে ফ্লিপকার্ট সেলার হিসাবে যোগ দিতে ক্লিক করো এখানে

অনলাইনে ফটো বিক্রি করে ইনকাম !

এই পদ্ধতিটি খুব সহজ না হলেও তুমি যদি ফটোগ্রাফি ভালোবাসো তাহলে অনলাইনে ফটো বিক্রি করে ইনকাম তোমার জন্য । 

স্টুডেন্টদের মধ্যেও টাকা ইনকাম করার জন্য এটি অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি।

অনলাইনে এমন অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তুমি হাই কোয়ালিটি ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবে। 

এক্ষেত্রে আবার একই ফটো বারবার বিক্রি করেও টাকা ইনকাম করতে পারাও অনেক ক্ষেত্রে সম্ভব ! 

এইরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেমন ShutterStock, iStockPhoto, Fotolia, Photobucket ও আরও অনেক !

সোশ্যাল মিডিয়া Influencer হিসাবে টাকা ইনকাম 

তুমি যদি বিশেষ একটি কাজে দক্ষ হও। সেই কাজ ফটো এডিটিং হতে, পারে ভিডিও এডিটিং হতে পারে বা Vlogging ও হতে পারে।

আর তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে যদি ভাল রকম ফলোয়ার্স থাকে । তাহলে তুমি খুব ইজিলি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে টাকা ইনকাম করতে পারবে।

সেক্ষেত্রে সবথেকে বেশি প্রয়োজন তোমার সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলিতে অনেক বেশি বেশি ফলোয়ার্স হওয়া ।

এবং তোমার Followers সাথে এনগেজমেন্ট ভালো হওয়া। 

তারপর বিভিন্ন রকম ভাবে আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে Ad দিয়ে বা সঠিক স্পনসর পোস্ট করেও ভালো টাকা ইনকাম করতে পারবে। 

তবে এর জন্য অবশ্যই প্রয়োজন ধৈর্য্য এবং কঠোর পরিশ্রম করে যাবার ক্ষমতা।

সঠিকভাবে আপনি যদি এই কাজ করতে পারা যায় তাহলে তুমি কত টাকা ইনকাম করবে সেটা ঠিক হিসাব করতে হিমশিম খেতে হবে।

তাই  Skill Developmemt এর সাথে সাথে তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলোতে ফলোয়ার্স এর পরিমাণ বৃদ্ধি করার দিকে নজর দিতে হবে।

তোমার ইনস্টাগ্রাম একাউন্ট এর ফলোয়ার বৃদ্ধি করতে চাইলে আমাদের সিক্রেট টিপস গুলি দেখে নাও অবশ্যই

এই পদ্ধতি গুলি অবলম্বন করে তুমি অনলাইনে ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবে !

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে TelegramFacebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন!

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!