YouTube-এ কতটা সময় কাটিয়েছেন ? জেনে নিন এইভাবে !
YouTube এখন হয়ে উঠেছে টিভির বিকল্প। দিন বদলের সাথে সাথে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। এখন YouTube-ই সকলের বিনোদন ও মনোরঞ্জনের সেরা মাধ্যম হয়ে উঠছে।
সাথে সাথে বেড়েই চলেছে YouTube –এর Creator এর সংখ্যাও।
যার ফলে আমাদের অর্থাৎ Users দের অনেকটা সময় কেটে যাচ্ছে YouTube-এ।
[bctt tweet=”জানতে পারবেন আপনি কতটা সময় আজ YouTube -এ কাটিয়েছেন। জাস্ট কয়েকটি ক্লিকের মাধ্যমে। ও তারই সাথে রইল একটি স্বাস্থ্যকর টিপ্স !” username=”shresthoblog”]নিজের ইচ্ছার বিরুদ্ধেও, এমনকি নিজের অজান্তেই আমরা আমাদের মূল্যবান সময় কাটিয়ে দিচ্ছি YouTube-এ। যার ফলে প্রয়োজনীয় কাজ যেমন পড়াশোনার সময় কমে যাচ্ছে ও সারাক্ষন নিয়ে পড়ে থাকার জন্য শুরু হচ্ছে নানান শারীরিক ও মানসিক সমস্যা।
আরও পড়ুন : কিভাবে আপনার WhatsApp-কে নিরাপদ রাখবেন ? অবশ্যই জেনে নিন !
এবার থেকে নিজে থেকেই আপনি সাবধান হতে পারবেন। জানতে পারবেন আপনি কতটা সময় আজ YouTube -এ কাটিয়েছেন। জাস্ট কয়েকটি ক্লিকের মাধ্যমে।
কিভাবে জানবেন কতটা সময় YouTube-এ কাটিয়েছেন ?
আপনি কততা সময় YouTube-এ কাটিয়েছেন তা জানার জন্য প্রথমেই আপনার ফোনের YouTube Application-এ যান।
সেখানে গিয়ে একদম উপরের ডানদিকের আপনার Account এর গোল অপশন টাই ক্লিক করুন (উপরের ছবি দেখুন) ।
সেখানে দ্বিতীয় অপশন Time Watched টাই ক্লিক করুন।
তাহলেই আপনি সেখানে আজ কতটা সময় কাটিয়েছেন, গত কাল কতটা সময় কাটিয়েছেন, গত সপ্তাহে কতটা সময় কাটিয়েছেন বা প্রত্যেকদিন গড়ে কতটা সময় কাটিয়েছেন দেখতে পাবেন ।
স্পেশাল স্বাস্থ্যকর টিপ্স :
এই ব্যাপারটা কারোর কাছে অজানা নয় যে অত্যাধিক টিভি দেখা বা ফোন ঘাঁটা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়।
আপনি যদি আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হন তাহলে আর একটি অসাধারণ অপশন ব্যবহার করতে পারেন।
সেটি হল YouTube-এর Remember me to take a break অপশন।
যেভাবে আপনি ওয়াচ টাইম দেখলেন সেখানেই নিচের দিকে এই অপশন টি আছে।
সেটি কে On করে দিন ।
ও এর উপর ট্যাপ করে আপনি নির্দিষ্ট মিনিট বা ঘন্টা সেট করে রাখার অপশন পেয়ে যাবেন।
মনে করুন আপনি 15 মিনিট অপশন সিলেক্ট করে রাখলেন।
এর ফলে যখনই আপনার YouTube-এ ভিডিও দেখা 15 মিনিট হয়ে যাবে আপনার ফোনে একটি Alart দেখাবে । আপনি চাইলে সেখানেই একটু ব্রেক নিতে পারেন ।
যার ফলে আপনার চোখের উপর প্রেসার কম পড়বে।
আরও পড়ুন : ইন্টারনেট স্পীড ভালো হওয়ার সত্ত্বেও Wifi স্পীড পাচ্ছেন না ? এই এই কাজ গুলো করুন !
নিঃসন্দেহে হেভি YouTube User দের জন্য এর এটি অসাধারণ পদক্ষেপ !
কেমন লাগলো এই পোস্ট তা নীচে Comment করে আমাদের অবশ্যই জানাবেন !
Post টিকে Share করতে ভুলবেন না !
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook, Twitter ও Instagram -এতে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !