এসে গেল Canon এর নতুন 90D ক্যামেরা ! অবাক করা ফিচার্স থাকছে এর মধ্যে !
নতুন ক্যামেরা নিয়ে ক্রিয়েটর দের আগ্রহ এমনিই থাকে সবসময়ই ! ক্যাননের 80D নিয়ে সমস্ত ক্রিয়েটর, ভিডিও এডিটর, ইউটিউবার দের মধ্যে চাহিদা ও জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
সবাই চূড়ান্ত রকম ভাবে ব্যবহার করছিল এই ক্যাননের 80D।
এবার ভারতের বাজারে 80D এরই নতুন ভার্সন নিয়ে হাজির হল Canon ! যা হার মানিয়ে দেবে 80D কেও।
এর নাম রাখা হয়েছে Canon 90D ! আমরা আগেও আলোচনা করেছি YouTuber-দের জন্য শ্রেষ্ঠ বাজেট DSLR কোনটি ও YouTube Gears গাইড !
আজকের এই আর্টিকেলে আমরা বলব ক্যাননের এই নতুন ডিএসএলআর ক্যামেরা এর বিশেষ বিশেষ ফিচার সম্পর্কে !
ক্যাননের 90D সম্পর্কে ক্যানন ঘোষণা করেছিল আগস্ট মাসে!
এবার থেকেই তা ভারতের বাজারে এভেলেবেল থাকবে !
Canon এর 90D তে রয়েছে আরও আপডেটেড সেন্সার!
রয়েছে 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধা এবং তারই সাথে থাকছে ক্যাননের অত্যাধিক জনপ্রিয় Dual Focus অটোফোকাস সিস্টেম !
এর সাথে থাকছে 18 থেকে 135mm IS USM লেন্স এবং সব মিলিয়ে Canon 90D এর দাম রাখা হয়েছে 1, 27, 495 টাকা !
আরও জানো : ফোনের মেমোরি শেষ হয়ে যাওয়া থেকে মুক্তি !
এছাড়াও এই ক্যামেরা যে থাকছে APS-C CMOS সেন্সর ও 32.5 মেগাপিক্সেল রেজোলিউশন!
ক্যানন 80D যে ছিল 7FPS এর সুবিধা। তার তুলনায় এই কানন 90D তে থাকছে 10FPS কারণ এতে ব্যবহার করা হয়েছে ক্যাননের লেটেস্ট DIGIC 8 ইমেজ প্রসেসর। এর ফলে এর প্রসেসিং স্পিড ও রেস্পন্সিভনেস আরও বাড়িয়ে দেবে 80D এর তুলনায় !
এছাড়াও এতে থাকছে 100% ভিউ ফাইন্ডার কভারেজ ও 45 পয়েন্ট ক্রস টাইপ অটোফোকাসের সুবিধা !
এই ক্যামেরার সাথে থাকছে টাচ স্ক্রিন ডিসপ্লে ও এর এক সেকেন্ডারি ডিসপ্লে।
এছাড়াও আছে বিল্ট ইন WiFi ও ব্লুটুথ সিস্টেম !
নিঃস্বন্দেহে সমস্ত ফটোগ্রাফারস ও ভিডিওগ্রাফার্সদের জন্য এই ক্যামেরা মডেলটি অসাধারণ জনপ্রিয়তা লাভ করবে এবং তাদের আরও অনেক সুবিধা দেবে এই নতুন ক্যামেরা টি।
সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !