• Home
  • TechMate

এবার Wi-Fi করবে আপনার স্মার্টফোন চার্জ !

বর্তমানে প্রায় সারাবিশ্বে 3.5 বিলিয়ন মানুষ স্মার্টফোন ব্যবহার করে চলেছে।

স্মার্ট ফোন ছাড়া আমরা একটি মুহূর্ত কথা ভাবতে পারিনা, বর্তমানে স্মার্টফোন আমাদের প্রায় অক্সিজেন এর সমতুল্য হয়ে দাঁড়িয়েছে।

স্মার্টফোনের কথা মাথায় এলেই প্রথমে মনে আসে তার ব্যাটারি পারফরম্যান্স! বিভিন্ন ফিচারের পাশাপাশি ব্যাটারি পারফরমেন্স অত্যন্ত জরুরী।

আমরা সকলেই জানি, Wi-Fi এ স্মার্টফোন কানেক্ট করলে আমাদের স্মার্ট ফোনের ব্যাটারি কনসাম্পশন বেড়ে যায়, যার ফলে চার্জ দ্রুত শেষ হয়ে যায়।

কিন্তু এখন থেকে হতে চলেছে ঠিক তার বিপরীত!

হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন এবার থেকে Wi-Fi এ আপনার স্মার্টফোন কানেক্ট করলে তাতে আপনার স্মার্টফোন চার্জ হতে থাকবে।

এটি কিভাবে সম্ভব হবে?

The Massachusetts Institute of Technology (MIT)বিজ্ঞানীরা অনেক পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে রেকটিরনা নামক একটি জিনিসের মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করেছেন।

বিজ্ঞানীরা একটি 2-dimensional ডিভাইস বানিয়েছেন। এটি প্রথমে রেডিও এন্টেনা জাতীয় ডিভাইসের সাথে কানেক্ট হবার পর আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট হয়।

তারপর ওয়াইফাই থেকে AC সিগনালের এসে পৌঁছালে সেগুলি ওই ডিভাইসের সেমিকন্ডাক্টর এর মাধ্যমে DC তে পরিবর্তিত হয়।

সেই DC কারেন্ট কানেক্টেড ডিভাইস এর ইলেকট্রনিক সার্কিটকে বিদ্যুৎ প্রেরণ করে সেটিকে চার্জ দিতে থাকে।

কি এই রেকটিরনা ?

এটি এক ধরনের রেডিও এন্টেনা। সেমিকন্ডাক্টর জাতীয় পদার্থ দিয়ে এটি তৈরি।

Wi-Fi সিগন্যালকে ওয়ারলেস এনার্জিতে পরিবর্তন করবে এই রেডিও এন্টেনা।

যার ফলে আপনার স্মার্টফোন সহজেই চার্জ হতে থাকবে !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!