• Home
  • TechMate

এবার ফোন করেও কথা বলা যাবে গুগল অ্যাসিস্ট্যান্ট এর সাথে ! এক্ষুণি চেষ্টা করে দেখো !

রিসেন্টলি গুগল ইন্ডিয়া তাদের গুগল ফর ইন্ডিয়া ইভেন্টে জানিয়েছে এই সুখবর সম্পর্কে। আমরা সবাই জানি গুগল আমাদের জীবনে কিভাবে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তেমনই গুগল অ্যাসিস্ট্যান্ট ও আমাদের সবসময়েরই সাথী !

জীবনের প্রতি পদক্ষেপে আমাদের এখন গুগল সাহায্য করে চলেছে !

তা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে হোক বা গুগলের অন্যান্য প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনের সাহায্যেই হোক। 

আমাদের দৈনন্দিন জীবনে গুগল এর অবদান ভোলার নয়। 

তারই সাথে যোগ হল আরও এক নতুন অধ্যায় !

গুগল অ্যাসিস্ট্যান্ট

এবার ফোন করেও কথা বলা যাবে গুগল অ্যাসিস্ট্যান্ট এর সাথে !

রিসেন্টলি গুগল ইন্ডিয়া তাদের এক ইভেন্টে ঘোষণা করেছে আরও এক অবাক করা ব্যাপার নিয়ে।

আমরা যারা স্মার্টফোন ইউজ করি আর যারা হাই এন্ড স্মার্টফোন ইউজ করি তাদের সবার কাছেই গুগল অ্যাসিস্ট্যান্ট খুবই প্রিয় একটি জিনিস। 

আরও জানো : দীর্ঘক্ষণ স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করো ? তাহলে অবশ্যই চোখের যত্ন নাও এইভাবে !

হাত দিয়ে ফোন টাচ না করেই শুধুমাত্র মুখের কথাতে নানারকম কার্যসিদ্ধি করাতে এর জুড়ি মেলা ভার।

তাই আমাদের জীবনে এর প্রয়োজনীয়তা অনেক ।

তবে এই নিয়ে একটি সমস্যা ছিল।

যারা ফিচার ফোন ইউজ করে তারা এই গুগল অ্যাসিস্ট্যান্ট এর সুবিধা উপভোগ করতে পারত না।

এতদিনে যাদের কাছে কমদামি ফোন রয়েছে তারা এই সুবিধা থেকে ছিল বঞ্চিত ।

এই ব্যাপারটাই এখন চেঞ্জ হতে চলেছে । 

এবার থেকে গুগল ভারতের জন্য একটা টোল ফ্রি নাম্বার শুরু করেছে।

যেখানে কল করে ফিচার ফোন ইউজাররাও, আমরা যেমন স্মার্ট ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট কে নানান প্রশ্ন জিজ্ঞাসা করি তেমনই, নানান তথ্য সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে।

কি কি বিশেষ সুবিধা থাকছে ? কীভাবে কল করবে ? 

এবার যেকোনো ফোন থেকে, এমনকি কমদামি ফিচার ফোন থেকেও এই টোল ফ্রি নাম্বার এ কল করে নানান তথ্য জিজ্ঞাসা করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে তার উত্তর পেয়ে যাবেন।

ঠিক যেমনটি আমরা পেয়ে থাকি স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে।

এই নাম্বারটি হল 000 800 919 1000 ।

এখানে ফোন করে কোনো ফিচার ফোন ব্যবহারকারীও হিন্দি অথবা ইংরেজিতে কথা বলে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন । 

আর এর জন্য আলাদা কোন টাকাও দিতে হবে না।

আরও জানো : YouTube Gears গাইড !

তবে এই সুবিধাটি শুধুমাত্র ভোডাফোন এবং আইডিয়া ব্যবহারকারীরাই পেয়ে যাবেন বিনামূল্যে।

গুগল বলছে এখানে ফোন করে আমরা খেলার স্কোর, ট্রাফিক কন্ডিশন, ওয়েদার রিপোর্ট অথবা হোমওয়ার্ক সম্পর্কিত সাহায্য পেতে পারি।

একথা বলতে প্রয়োজন হয়না যে এই সুবিধা উপভোগ করতে কোন ইন্টারনেট কানেকশন এর প্রয়োজনও নেই এবং এটি বিনামূল্যে দিন অথবা রাত যেকোনো সময়ই ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা।

সম্পূর্ণ বিষয়টিকে ভিডিওতে দেখো এখানে !

[embedyt] https://www.youtube.com/watch?v=GHpZ3RxPajY[/embedyt]

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 1 comments
Soft heart - August 24, 2022

yes

Reply

Leave a Reply:

error: Content is protected !!