বিরাট কোহলির পর এই রেকর্ড করলেন প্রিয়াঙ্কা চোপড়া !
কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলি ইনস্টাগ্রামে এক রেকর্ড করেছিলেন ।
ইনস্টাগ্রামে প্রথম ভারতীয় হিসেবে তিনি 50 মিলিয়ন ফলোয়ার্স এর অধিকারী হয়েছিলেন । অর্থাৎ বর্তমানে তার ফলোয়ার্সের পরিমান 5 কোটিরও বেশি।
তার পথ অনুসরণ করে এবার সেই রেকর্ড করে ফেললেন প্রিয়াঙ্কা চোপড়া !
দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি হলেন ইনস্টাগ্রামে 50 মিলিয়ন ফলোয়ার্স এর মালকিন ।
ফলোয়ার্সএর বিচারে এদের পরেই রয়েছেন দীপিকা পাড়ুকোন ।
বর্তমানে তার ফলোয়ার্সের পরিমান 44.2 মিলিয়ন !