• Home
  • TechMate

এবার তোমার একাউন্ট 10 বছরের জন্য ব্যান করে দেবে পাবজি কর্তৃপক্ষ ? নতুন খবর ! জেনে নাও বিস্তারিত !

যারা পাবজি খেলো তারা নিশ্চয়ই জানো যে এই গেমে হ্যাক করলে প্রায়ই ব্যান করে দেওয়া হয় ! তাই তুমি যদি পাবজি খেলতে ভালোবাসো বা পাবজি গেমের প্রতি তোমার যদি ইন্টারেস্ট থাকে, তাহলে সাবধান হয়ে যাও।

কারণ সদ্য সদ্য একটি খবর ছড়িয়ে পড়েছে পাবজি কর্তৃপক্ষের তরফ থেকে । 

আর সেই খবরই আতঙ্কিত করে তুলেছে পাবজি প্লেয়ারদের। 

আর সেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সমস্ত পাবজি প্লেয়ারদের।

তুমি যদি একটু পাবজি খেলো বা ভাল রকম খেলে থাকো তাহলে এটা তোমার অজানা নয় যে এই গেমে অত্যাধিক রকমের হ্যাকিং হয় বা চিটিং চলে ।

থার্ড পার্টি কোন এপ্লিকেশন ব্যবহার করে বা অন্যান্য কোনো সফটওয়্যার অথবা অন্যান্য প্রোগ্রাম ব্যবহার করে চিটিং করতে অনেক ইউজারকেই প্রায়ই দেখা যায় এই পাবজি গেমে।

পাবজি খেলতে গিয়ে অনেক সময়ই আমাদের কাছে বিরক্তিকর হয়ে ওঠে এইসব পাবজি প্লেয়াররা ।

তারা সবসময়ই বেশি অ্যাডভান্স হয়ে যায় অন্যান্য প্লেয়ারদের থেকে।

আরও জানো : পাবজি গেম সম্পর্কে এই অবাক করা তথ্য গুলি জানো কি !

ফলে যারা সাধারণভাবে খেলে অর্থাৎ যারা ফেয়ার প্লে তে বিশ্বাসী তাদেরকে পিছনে পড়ে থাকতে হয় এর জন্য !

যার জন্য রেপুটেশন নষ্ট হচ্ছিল পাবজির।

তারা এই নিয়ে বিস্তারিত পদক্ষেপও নিচ্ছিল।

পাবজি ব্যান

                       Pic Credit : PUBG

কি পদক্ষেপ নিলো পাবজি কর্তৃপক্ষ ?

কিন্তু সদ্য সদ্য পাবজি ঘোষণা করেছে, ” আমরা সমস্ত প্লেয়ারদের ফেয়ার প্লে গুরুত্ব সম্পর্কে মনে করিয়ে দিতে চাই!” 

অর্থাৎ তারা চাইছে তাদের প্লেয়াররা যাতে কোনরকম চিটিং না করে সাধারণভাবেই নিজের দক্ষতায় পাবজি খেলে।

তার জন্য তারা খুবই কড়া মনোভাব নিয়েছে এবং ইতিমধ্যে যেসব প্লেয়াররা চিটিং করে পাবজি খেলে বা হ্যাক করে পাবজি খেলে তাদের মতো প্রায় 3300 একাউন্টকে ব্যান করে দিয়েছে 10 বছরের জন্য। 

এক কথায় অবিশ্বাস্য এবং ভীতিকরও বটে।

তারা তাদের প্লেয়ারদের অনুরোধ করেছে, তারা যদি কোন রকম চিটিং অথবা হ্যাক খেলার মধ্যে দেখতে পায়, তারা যেন তৎক্ষণাৎ সেই একাউন্ট কে রিপোর্ট করে।

যার ফলে পাবজি কর্তৃপক্ষ খুব দ্রুত ব্যবস্থা নিতে পারবে ।

এই ঘোষণার সাথে সাথে পাবজি সেইসব আইডি গুলোর লিস্ট একটি বার করেছে যেগুলোকে 10 বছরের ব্যান করে দেয়া হয়েছে।

তাই এখন থেকেই সাবধান হয়ে যাও।

তুমিও যদি পাবজি খেলতে গিয়ে কোন রকম চিটিং করে থাকো বা কোনরকম থার্ড পার্টি এপ্লিকেশন ব্যবহার করে

অ্যাডভান্টেজ নিয়ে থাকো, তাহলে সাবধান।

যে কেউ তোমার নামে রিপোর্ট করলে বা পাবজি ধরে ফেললেও তোমার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে 10 বছরের জন্য। 

তখন পস্তাতে হবে তোমাকে।

তোমার পাবজি একাউন্ট ও কি ব্যান হয়ে যাবে ?

এই বিষয়ে সবাই একই ভয় পাচ্ছে, যে তার পাবজি অ্যাকাউন্টও কি ব্যান হয়ে যাবে ? 

পাবজি কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্ট জানিয়েছে যে, তুমি যদি তোমার একাউন্টে কোন রকম থার্ড পার্টি এপ্লিকেশন ব্যবহার না করো বা কোনরকম ওয়েবসাইট সফটওয়্যার বা অন্য কোন পদ্ধতিতে চিটিং না করে থাকো, তাহলে তোমার কোন চিন্তা নেই।

আরও জানো : নতুন পাবজি গেম ? কীভাবে ডাউনলোড করবে ?

আর তুমি যদি তা করেও থাকো এবং এখনও পর্যন্ত তোমার অ্যাকাউন্ট ঠিকঠাক থাকে, তাহলে সাবধান হয়ে যাও এবং এক্ষুনি সব বন্ধ করে দাও।

না হলে তোমার পাবজি অ্যাকাউন্ট কেও ব্যান করে দেওয়া হবে !

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

পাবজি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ভালো না খারাপ কি মনে হয় তোমার তা নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানিও !

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!