রিয়েলমির ফিটনেস ব্যান্ড আসছে ! দেখেনিন এর ফিচার্স !
অবশেষে হতে চলেছে অপেক্ষার অবসান । ভারতের বাজারে এবার রিয়েলমি ও নিয়ে আসতে চলেছে তাদের ফিটনেস ব্যান্ড ।
কেমন হবে রিয়েলমি ফিটনেস ব্যান্ড এর সমস্ত ফিচার্স তা দেখে নেব আমরা !
এখনো এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই ব্যান্ডে অন্যান্য ফিটনেস ব্যান্ড গুলোর মতই থাকছে হার্টবিট সেনসর !
আর থাকছে রিয়েল টাইম ট্র্যাকিং এর সুবিধা !
যেটা আপনি ব্যবহার করতে পারবেন তাদের রিয়েলমি লিংক অ্যাপ্লিকেশনের সাহায্যে!
এছাড়াও এই ফিটনেস ব্যান্ডে থাকছে নয়টি স্পোর্টস মোড !
যার মধ্যে হাঁটা, দৌড়ানো, যোগা করা এবং ভারতীয়দের জন্য রয়েছে স্পেশাল ক্রিকেট মোডও !
আরও জানুন : গুগল আমাদের সম্পর্কে কি কি জানে ?
আপনার স্মার্টফোনের সমস্ত নোটিফিকেশন সহ কলার আইডি, সমস্ত কিছুই আপনি দেখে নিতে পারবেন এই ব্যান্ড থেকেই যা নিঃসন্দেহে খুবই সুবিধাজনক।
হলুদ, কালো এবং অলিভ গ্রীন – এই তিনটে রঙে পাওয়া যাবে এই স্মার্ট ব্যান্ড ।
এই ব্যান্ডের স্ট্রিপটিকে খুলে ফেললেই দেখা যাবে চারজিং পোর্টের !
তবে এর দাম কত হবে সে সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না । এর অফিসিয়াল সেল শুরু হবে 9 মার্চ দুপুর 12 টা থেকে ।
কেনা যাবে আমাজন ও রিয়েলমির ওয়েবসাইট থেকে !