কীভাবে হোয়াটসঅ্যাপ -এ ছবি পাঠাবেন কোয়ালিটি নষ্ট না করেই ?
হোয়াটসঅ্যাপ নিয়ে বিস্তারিত কিছু কাউকে বলার নেই ।
এখন প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ইউজ করে চ্যাটিং এর জন্য, দৈনন্দিন যোগাযোগ রাখার জন্য, ভিডিও কলিং এর জন্য !
হোয়াটসঅ্যাপ এখন আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে।
এর আগেও আমরা আলোচনা করেছি কীভাবে কীভাবে আপনার WhatsApp-কে নিরাপদ রাখবেন এবং কীভাবে হোয়াটসঅ্যাপে নিজের ছবি দেওয়া স্টিকার তৈরি করবেন ?
Table of Contents
আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন হোয়াটসঅ্যাপে কাউকে কোন ছবি পাঠালে সেই ছবির কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে যায়। একথা হোয়াটসঅ্যাপ নিজেও স্বীকার করে । তাদের মতে এটা করা হয় আমাদের মত সাধারণ ইউজার দের কথা ভেবেই। এর ফলে তাড়াতাড়ি, এমন কি নেট স্পিড কম থাকলেও, কোন ছবি পাঠাতে আমাদেরই সুবিধা হয়।
হোয়াটসঅ্যাপ সম্পর্কে বলতে গিয়ে এর সুবিধা যত না আমাদের সামনে আসে, তার সাথে আমাদের সামনে চলে আসে আরও একটি অসুবিধার কথা।
সেটি হল এর ইমেজ কম্প্রেশন ব্যবস্থা।
[bctt tweet=”কীভাবে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন কোয়ালিটি নষ্ট না করেই ?” username=”shresthoblog”]আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন হোয়াটসঅ্যাপ -এ কাউকে কোন ছবি পাঠালে সেই ছবির কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে যায়।
একথা হোয়াটসঅ্যাপ নিজেও স্বীকার করে ।
তাদের মতে এটা করা হয় আমাদের মত সাধারণ ইউজার দের কথা ভেবেই। এর ফলে তাড়াতাড়ি, এমন কি নেট স্পিড কম থাকলেও, কোন ছবি পাঠাতে আমাদেরই সুবিধা হয়।
বিশেষ বিশেষ ক্ষেত্রে যেখানে আমাদের হাই কোয়ালিটি ছবি প্রয়োজন, অথবা কোন ক্লাস নোটস এর ছবি যখন কাউকে পাঠানোর প্রয়োজন হয় তখন এটি খুব সমস্যা হয়ে দাঁড়ায়।
দেখেনিন আজকের অসাধারণ সব শ্রেষ্ঠ ডিলস
ছবির কোয়ালিটি খুব খারাপ হয়ে যাওয়ার জন্য ভালো করে বোঝাও যায় না।
আরও পড়ুন : আপনি ফেসবুকে কতটা সময় কাটিয়েছেন তা কীভাবে জানবেন ?
আজ আপনার সামনে নিয়ে এসেছি এর সমাধান।
এই স্টেপ গুলি ফলো করলে আপনার পাঠানো ছবি ছবির কোয়ালিটি একই থাকবে অর্থাৎ সেটি ফেটে যাবেনা অর্থাৎ তার কোয়ালিটি খারাপ হবেনা !
কীভাবে হোয়াটসঅ্যাপ -এ ছবি পাঠাবেন কোয়ালিটি নষ্ট না করেই ?
এটা করতে প্রথমেই আপনি আপনার হোয়াটসঅ্যাপ টি ওপেন করুন ।
আরও পড়ুন : কীভাবে অজানা WhatsApp Group এ যোগ হওয়া থেকে নিজেকে বাঁচাবেন ?
তার পর যাকে ছবিগুলি পাঠাবেন তার চ্যাটে যান।
সেখানে গিয়ে Attachment অপশনে যান ও সেখানে গিয়ে Documents অপশনে ক্লিক করুন।
সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন
তারপরে ক্লিক করুন Browse Other Docs অপশনে ।
ব্যাস।
সেখানে গিয়ে আপনার পছন্দের ছবিগুলি সিলেক্ট করে সেন্ড অপশনে ক্লিক করে দিন।
কেমন লাগলো এই ট্রিক তা আমাদের জানাতে ভুলবেন না !
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !