• Home
  • Shrestho Tutorials

কিভাবে কোনো মোবাইল নম্বর Save না করেই তাকে WhatsApp মেসেজ পাঠাবেন ? অবশ্যই জেনে নিন !

WhatsApp-এর প্রয়োজনীয়তা সম্পর্কে আর বেশি কিছু বলার নেই। সারা বিশ্বে এর জনপ্রিয়তা তুঙ্গে এবং পৃথিবীর অসংখ্য মানুষ প্রত্যেকদিন ব্যবহার করছেন।

তাই এর সিকিউরিটি সম্পর্কেও আমাদের সবসময় সাবধান থাকা উচিত।

এর আগে আমরা আলোচনা করেছি Privacy Leak ও মোমোর মতো ক্ষতিকারক জিনিসগুলি থেকে কিভাবে আপনার WhatsApp-কে নিরাপদ রাখবেন ?

[bctt tweet=”কিভাবে কোনো মোবাইল নম্বর Save না করেই WhatsApp মেসেজ পাঠাবেন ? অবশ্যই জেনে নিন !” username=”shresthoblog”]

আজ আমরা আপনাদের বলব কিভাবে কোনো নম্বর সেভ না করেই তাকে WhatsApp-এ মেসেজ পাঠাতে পারবেন।

কেন আপনি এই ফিচারটি ব্যবহার করবেন ?

WhatsApp-মেসেজ পাঠানোর জন্য প্রথমেই কোনো নম্বর কে আপনার মোবাইলে সেভ করতে হয়।

তা না হলে মেসেজ পাঠানোর অপশন পাওয়া যায়না। অর্থাৎ কোনো অচেনা নম্বরে মেসেজ পাঠাতে হলে আপনাকে প্রথমেই সেই নম্বর টিকে সেভ করতে হবে। তার পর মেসেজ পাঠাতে পারবেন।

তার পরেও সেই নাম্বারটিকে ডিলিট করার ঝামেলা থেকেই যায়। সেটি আপনার মোবাইলে থাকলেও সে যেকোনো সময় আপনার WhatsApp-এর প্রোফাইল পিকচার ও দেখতে পাবে। অর্থাৎ Privacy সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে।

এই সব সমস্যা এড়ানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করাই সবথেকে যুক্তিযুক্ত।

কিভাবে পাঠাবেন ?

এই পদ্ধতি টি দেখে অনেকেরই অত্যন্ত জটিল বলে মনে হলেও এটি আসলে খুবই সহজ একটি পদ্ধতি।

এটি করার জন্য প্রথমেই আপনি আপনার ওয়েব ব্রাউজারে যান ও সেখানে গিয়ে নীচের এড্রেসটি Copy করে Paste করেদিন।

ওয়েব এড্রেস টি হল : 

https://api.whatsapp.com/send?phone=XXXXXXXXXXX

Copy করার পর শুধুমাত্র XXXXXXXXXXX টিকে মুছেদিন ও তার জায়গায় সেই মোবাইল নাম্বের টা দিন যেটাকে আপনি মেসেজ পাঠাতে চাইছেন।

ব্যাস। এর পর Go বাটনে Click করেদিন।

তারপর একটি নতুন WhatsApp Window খুলবে সেখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে ওই নাম্বারটাই আপনি মেসেজ পাঠাতে চান কিনা।

সেখানে আপনি Send Message অপশনটায় ক্লিক করুন।

পরবর্তী পর্যায়ে আপনাকে চ্যাট করার Window-তে নিয়ে যাওয়া হবে।

সেখানে আপনি Chat শুরু করতে পারবেন।

 

আরও পড়ুন : কিছু প্রয়োজনীয় অথচ সস্তা স্মার্টফোন গ্যাজেট যা আপনার অবশ্যই ব্যবহার করা উচিত !

 

কেমন লাগলো এই পোস্ট তা নীচে Comment করে আমাদের অবশ্যই জানাবেন !

Post টিকে Share করতে ভুলবেন না !

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook, Twitter Instagram -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!