• Home
  • Shrestho Tutorials

কীভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কে সরাসরি শেয়ার করতে পারবেন ফেসবুক স্টোরিতে ?

হোয়াটসঅ্যাপ তাদের ইউজারদের সুবিধার জন্য প্রতিনিয়ত নানান আপডেট নিয়ে চলে আসে এবং প্রত্যেকটা আপডেটে নানান ধরনের সুবিধা পায় আমরা।

তেমনই কিছুদিন আগে তারা ইন্ট্রোডিউস করেছিল এমন একটি নতুন ফিচার।  

আর এর সাহায্যে আপনি আপনার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস কে সরাসরি শেয়ার করতে পারবেন আপনার ফেসবুক স্টোরিতে !

আপনিও যদি হোয়াটসঅ্যাপ ও ফেসবুক দুটোই সমান ভাবে ব্যবহার করে থাকেন, তাহলে এই ফিচারটি আপনার জন্য হবে অসাধারণ। 

কারণ খুব বেশি পরিশ্রম না করেই মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনি করতে পারবেন এটিকে।

আরও জানুন :  কীভাবে হোয়াটসঅ্যাপ -এ ছবি পাঠাবেন কোয়ালিটি নষ্ট না করেই ?

আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা আপনাদের সুবিধার্থে ভালোভাবে জানিয়ে দিয়েছি কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস কে সরাসরি শেয়ার করতে পারবেন আপনার ফেসবুক স্টোরিতে !

সম্পূর্ণ বিষয়টিকে জানতে ভিডিওটি অবশ্যই দেখে নিন !

[embedyt] https://www.youtube.com/watch?v=WZW6zRaV8xg[/embedyt]

সাবস্ক্রাইব করুন , শ্রেষ্ঠ থাকুন

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!