কীভাবে অজানা হোয়াটসঅ্যাপ Group এ যোগ হওয়া থেকে নিজেকে বাঁচাবেন ?
হোয়াটসঅ্যাপ সম্পর্কে বিশদে জানানোর প্রয়োজন এখন আর নেই। আট থেকে আশি এখন সকলেই ব্যবহার করে।
আর করবে নাই বা কেন!
হোয়াটসঅ্যাপ -এর সাহায্যে খুব সহজেই যোগাযোগ করা যায় আমাদের প্রিয়জনের সাথে।
শুধুমাত্র মেসেজের মাধ্যমেই নয়, আমরা খুব সহজেই করতে পারি ভিডিও চ্যাট, ভয়েস চ্যাট, পাঠাতে পারি ছবি বা ভিডিও অথবা কোনো ডকুমেন্টস খুবই সহজেই।
সর্বোপরি এটি ব্যবহার করতে আমাদের কোনো টাকা খরচ করতে হয়না।
[bctt tweet=”কীভাবে অজানা WhatsApp Group এ যোগ হওয়া থেকে নিজেকে বাঁচাবেন ?” username=”shresthoblog”]কিন্তু এত সুবিধা সত্ত্বেও এই WhatsApp ব্যবহারে আমাদের কিছু অসুবিধাও হয়ে থাকে। যেগুলোর মধ্যে অন্যতম হলো Whatsapp Groups।
অনেক সময় আমাদের অজান্তেই নানান হোয়াটসঅ্যাপ Group -এ আমাদের Add করে দেওয়া হয়। আমরা যখন জানতে পারি ততক্ষনে হয়তো খুবই দেরি হয়ে যেতে পারে।
আরও পড়ুন : কীভাবে আপনার স্মার্টফোনটিকে অত্যধিক গরম হওয়া থেকে বাঁচাবেন ?
নানান প্রমোটিং Grups থেকে শুরু করে নানান ভালগার হোয়াটসঅ্যাপ Group -এ অনেক সময় আমাদের Add করে দেওয়া হতো। যা থেকে আমাদের সমস্যাও হতো অনেক।
অর্থাৎ আগে যেকেউ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পেলেই আপনাকে যেকোনো হোয়াটসঅ্যাপ Group -এ Add করে দিতে পারতো।
কিন্তু এই পরিস্থিতি এখন পরিবর্তন হয়ে গেছে। WhatsApp তাদের ইউজার দের কথা বিবেচনা করেই এনেছে এই ফিচার !
অনেক সময় আমাদের অজান্তেই নানান WhatsappGroup -এ আমাদের Add করে দেওয়া হয়। আমরা যখন জানতে পারি ততক্ষনে হয়তো খুবই দেরি হয়ে যেতে পারে। নানান প্রমোটিং Grups থেকে শুরু করে নানান ভালগার WhatsApp Group -এ অনেক সময় আমাদের Add করে দেওয়া হতো। যা থেকে আমাদের সমস্যাও হতো অনেক।
এখন আপনি চাইলেই কেউ আপনাকে কোনো WhatsApp Group -এ Add করতে পারবেনা। অথবা আপনি যাকে সিলেক্ট করে রাখবেন সেই শুধুমাত্র আপনাকে কোনো গরুপে Add করতে পারবেন।
আজকের এই Tutorial -এ আমরা আপনাদের জানাবো এর বিষয়েই।
কীভাবে অজানা হোয়াটসঅ্যাপ Group এ যোগ হওয়া থেকে নিজেকে বাঁচাবেন ?
এটা করার জন্য প্রথমেই WhatsApp এর উপরের দিকের তিনটি ডট অপশনে ক্লিক করুন ।
তার পর নীচের দিকের Settings অপশনে ক্লিক করুন। সেখান থেকে যান Account অপশনে। তার পর ক্লিক করুন Privacy অপশনে।
সেখান থেকে ক্লিক করুন Groups অপশনে। সেখানে আপনি তিনটি অপশন পাবেন Everyone , My Contacts , Nobody ।
Everyone অপশনে ক্লিক করে Done করা মানে যেকেউ আপনাকে তাদের Group এ Add করতে পারবেন।
আরও পড়ুন : পুরানো হোক বা নতুন, কি করে বুঝবেন আপনার ফোন আসল না ডুপ্লিকেট ?
My Contacts অপশনে ক্লিক করে Done করা মানে শুধুমাত্র আপনার ফোনে যাদের নাম্বার Save করা আছে শুধু মাত্র তারাই আপনাকে কোন Group এ Add করতে পারবেন ।
এবং Nobody অপশনে ক্লিক করে Done করা মানে কেউ আপনাকে কোন Group এ Add করতে পারবেন না ।
সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !