ফেসবুক এ আর থাকবেনা এই জনপ্রিয় ফিচারটি !
গত জুলাই মাসে ইনস্টাগ্রাম জানিয়েছিল এই ফিচারটি সম্পর্কে। এবার সেই পদক্ষেপ অনুসরণ করতে চলেছে ফেসবুক।
সদ্য সদ্য এক সোশ্যাল মিডিয়া রিসার্চার আলোকপাত করেছে এই বিষয়টিতে এবং যার ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়া জগতে।
ফেসবুক থেকে কোন বিশেষ ফিচারটিকে তুলে নেওয়া হবে ?
ফেসবুকে কোন ছবি পোস্ট করলে তোমার ফ্রেন্ডলিস্টে থাকা ব্যক্তিরা বা তোমার ফলোয়ার রা অথবা সকলেই সেই ছবিকে লাইক করতে পারে বা তাদের রিযাক্ট দিতে পারে সেই ছবিতে।
যা থেকে তুমি বুঝতে পারো এই ছবিগুলো কার ভালো লেগেছে বা এই ছবি দেখে কার কেমন অনুভূতি হয়েছে। কিন্তু এই ধারার আমূল পরিবর্তন হতে চলেছে শীঘ্রই বলে মনে করা হচ্ছে।
জেন মানচুন ওং নামে একজন রিভার্স ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট ইতিমধ্যেই ফেসবুকের এন্ড্রয়েড অ্যাপ্লিকেশনে এর সোর্সকোডও খুঁজে পেয়েছেন।
তারপরই সেটিকে ফাঁস করে দেন তিনি।
ব্যাপারটি যদি সত্যি হয় তাহলে অতি শীঘ্রই ফেসবুকে আসতে চলেছে ফিচারটি। এর ফলে তুমি চাইলে তোমার পোস্টে কেউ লাইক করতে পারবে না। অর্থাৎ তুমি চাইলেই লাইক অপশনটিকে ডিজেবল করে রাখতে পারবে।
[bctt tweet=”ফেসবুক এ আর থাকবেনা এই জনপ্রিয় ফিচারটি !” username=”shresthoblog”]কয়েকমাস আগেই ইনস্টাগ্রামে ফিচারটি নিয়ে আলোচনা করেছিল।
ইনস্টাগ্রাম জানিয়েছিল তাদের ইউজাররা যাতে তাদের কন্টেন্টে কত লাইক শেয়ার সেই নিয়ে চিন্তা না করে
তাদের কনটেন্টের উপর শুধুমাত্র ফোকাস করে ও কন্টেন্টকে আরও ভালো করার চেষ্টা করেন সেই জন্যই এই ভাবনা।
আরও জানো : এবার ফ্রিতে মুভি দেখো ফ্লিপকার্ট ভিডিও স্ট্রিমিং সার্ভিস এ !
এবার একই চিন্তা অবলম্বন করতে চলেছে ফেসবুকও।
তবে কবে রিলিজ করা হবে এই ফিচার তা এখনও অজানা ও ফেসবুক নির্দিষ্ট করে এখনও কিছু জানায়নি।
নিঃস্বন্দেহে এটি একটি অন্যরকম ভাবনা তবে কেমন হবে এই ফিচারটি চালু হলে ? কেমনই বা লাগলো এই ফিচারটি তোমার তা আমাদের জানাতে ভুলনা !
সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !