অ্যাপেল এর সিইও টিম কুক এর স্যালারি কত ?
অ্যাপেল এর সিইও টিম কুক পৃথিবীর অন্যতম বিখ্যাত এই ব্র্যান্ড কে ভালোভাবেই চালনা করছেন ! কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন টিম কুক এর স্যালারি কত হতে পারে ?
অ্যাপেলও এবার তাদের ইউজারদের কথা মাথায় রেখে নিয়ে আসছে একের পর এক স্মার্টফোন আপডেট, ল্যাপটপ আপডেট ও আরও নানান এক্সেসরিজ !
কিছুদিন আগেই তারা লঞ্চ করেছিল তাদের অ্যাপেল এয়ার পড প্রো । সেটাও তুমুল জনপ্রিয়তা
সেটাও তুমুল জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে আপেল লাভারদের মধ্যে !
আরও জানুন : গুগল আমাদের সম্পর্কে কি কি জানে ?
টিম কুক এর স্যালারি কত ?
টিম কুক এর স্যালারি শুনলে যেকোনো কারো চোখ কপালে উঠে যেতে বাধ্য ।
2019 সালে হিসেবে টিম কুক পেয়েছেন 125 মিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ ভারতীয় টাকাতে সেটি 899 কোটি 46 লক্ষ 87 হাজার 500 টাকা !
তবে সব থেকে অবাক করার কথা হলো তার এই স্যালারি 2018 সালের স্যালারি থেকে অনেক কম । বিশেষজ্ঞরা বলছেন 8 শতাংশ কম ।
কারণ 2018 সালে তিনি পেয়েছিলেন স্যালারি হিসেবে 136 মিলিয়ন ইউএস ডলার।
যা তার 2019 সালের স্যালারি থেকে প্রায় 11 মিলিয়ন ইউএস ডলার বেশি।
অর্থাৎ ভারতীয় টাকাতে সেটি 978 কোটি 65 লক্ষ 60 হাজার টাকা !
এছাড়াও আরও নানান ধরণের বোনাস তো রয়েছে তার জন্য !
সাবস্ক্রাইব করুন , শ্রেষ্ঠ থাকুন
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন !