• Home
  • Social Media

কিভাবে ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়িয়ে তুলবেন ? সিক্রেট টিপস

ইনস্টাগ্রাম বর্তমান যুগের এক অত্যন্ত শক্তিশালী ও সবার কাছে প্রিয় সোশ্যাল মিডিয়া। আর একথা এখন কারোরই অজানা নয় ইনস্টাগ্রাম থেকে আপনি সমস্ত পদ্ধতি মেনে চললে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন।

এই বিষয়ে আগেও আমরা জানিয়েছি। তবে সেই বিষয়ে অগ্রসর হওয়ার আগে আপনার প্রয়োজন আপনার ইনস্টাগ্রাম একাউন্ট এর ফলোয়ার্সদের বাড়িয়ে তোলা (Grow your Instagram Followers / Instagram Followers Kivabe Baraben)। 

আপনার একাউন্টে ফলোয়ার্সদের পরিমাণ যত বাড়বে ততই আপনার সামনে ইনকামের বিভিন্ন রকম অপারচুনিটি আসবে।

যেগুলোর সাহায্যে আপনার এই ইনস্টাগ্রাম একাউন্ট থেকে টাকা ইনকাম করতে পারবেন। 

আজকের এই আর্টিকেলে ইনস্টাগ্রাম একাউন্ট কে বাড়িয়ে তোলার জন্য কিছু সাইন্টিফিক পদ্ধতি সম্পর্কে আপনাকে জানাবো। 

এই পদ্ধতি গুলো আপনি যদি সঠিকভাবে ফলো করেন তাহলে আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার খুব দ্রুত বৃদ্ধি পাবে।

কিভাবে আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়াবেন ?

চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম একাউন্ট এর ফলোয়ারদের বাড়িয়ে তুলতে পারবেন খুব দ্রুত (Grow your Instagram Followers Fast Bangla Tips) ।

এই পদ্ধতি গুলি আপনি যদি সঠিকভাবে ফলো করেন তাহলে মাত্র কয়েক দিনের মধ্যেই আপনি ডিফারেন্স দেখতে পারবেন।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সমস্ত ফিচার সঠিকভাবে ব্যবহার করুন 

প্রথমেই বলি Instagram প্রতিনিয়ত তাদের Account এ বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসে।

সেই Updates গুলি কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাহলে আপনার অ্যাকাউন্ট আরো প্রফেশনাল ও আরও প্রিমিয়াম হবে। 

তাই Instagram Bio থেকে শুরু করে সঠিক ইউজারনেম ব্যবহার করুন।

তার সাথে প্রয়োজনীয় Website Address সঠিক জায়গায় সঠিক ভাবে আপডেট করে রাখুন।

আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি Business email id অথবা Contact Mobile Number ও এড করে রাখতে পারবেন।

যেটা আপনার Instagram একাউন্ট কে আরো Professional Look দেবে।

নিশ্চিতভাবেই ওভারঅল অ্যাপিয়ারেন্স এর জন্য আপনার ইন্সটাগ্রাম একাউন্টের এর পক্ষে এটা খুবই ভালো হবে। 

সঠিক ইউজার নেম সেট করুন 

একটা ভুল ইনস্টাগ্রামে সবাইকেই প্রচণ্ড রকম ভাবে করতে দেখা যায়। সেটা হল ভুল Instagram Username নির্বাচন করা।

অনেকেই ইনস্টাগ্রামে অত্যন্ত জটিল ইউজারনেম বেছে নেন। সেটা কে সঠিক ভাবে মনে রাখা সম্ভব নয় হয়না। 

তাই এমন ইউজারনেম রাখুন যেটা ছোট, সহজ-সরল অথচ ইউনিক হবে। এবং আপনার Brand এর জন্য যেটা আদর্শ হবে। 

তাই সেইরকম Username খোঁজার দিকে একটু মনোযোগ দিন।

তাহলেই আপনি সঠিকভাবে সেটা করতে পারবেন।

রেগুলারিটি মেইন্টেন করে পোস্ট করুন 

রেগুলারিটি হল ইনস্টাগ্রাম গ্রোথের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট।

আপনি আপনার একাউন্ট সঠিকভাবে তৈরি করলেন।

কিন্তু তবুও যদি আপনি সঠিক সময়ে সঠিক জিনিস পোস্ট না করেন তাহলে আপনার ইনস্টাগ্রামে গ্রোথ একদম বন্ধ হয়ে যাবে।

তাই আগে থেকে পোস্ট ঠিক করে রাখুন। আর নির্দিষ্ট সময় অন্তর সেই পোস্ট গুলি করতে থাকুন। 

প্রয়োজন হলে আপনি বিভিন্ন অটো পেস্টিং সার্ভিসগুলো কেউ ব্যবহার করতে পারবেন।

খেয়াল করুন আপনার ইনস্টাগ্রাম অ্যানালিটিকস 

ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলে একটা খুব প্রয়োজনীয় আপডেট হল Instagram Analytics

এর সাহায্যে আপনি দেখতে পারবেন আপনার ফলোয়ারা কোন সময় বেশি একটিভ থাকেন।

তাই সেই সময়টা খেয়াল করুন এবং সেই সময়টা টার্গেট করে পোস্ট করতে থাকুন।

তাহলেই দেখবেন আপনার ইনস্টাগ্রামের রিচ অনেকটা বেড়ে যাবে।

জেনে নিন : কিভাবে ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করবেন ? কমপ্লিট গাইড ! রইলো পাঁচটি জনপ্রিয় পদ্ধতি !

যেটা আপনার ওভারঅল গ্রোথ কে ইম্প্রুভ করবে। 

কোয়ালিটি কনটেন্ট তৈরির দিকে নজর দিন 

শুধুমাত্র ছবি তুলে পোস্ট করায় নয়, ইনস্টাগ্রাম এখন প্রচন্ড কম্পিটিটিভ একটা জায়গায় পরিণত হয়েছে।

আপনি যদি চান আপনার প্রোফাইল অন্যের থেকে আলাদা হবে।

তাহলে অবশ্যই সেখানে করা Post গুলির Quality-র উপর আপনাকে নজর দিতে হবে।

সেগুলোর কোয়ালিটি বা গুণমান যাতে সবসময় বজায় থাকে এবং অবশ্যই সেগুলো যেন অন্য কন্টেন্টের থেকে আলাদা থাকে।

সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে সচেতন ভাবে।

তাই সমস্ত কিছু ঠিকঠাক করেও আপনি যদি Content Quality-র উপর নজর না দেন।

তাহলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের গ্রোথ ধীর গতিতে হবে।

প্রপার হ্যাশ ট্যাগ ব্যবহার করুন 

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার সাথে সাথে আপনি সেই ছবি অনুযায়ী প্রপার HashTags ব্যবহার করতে থাকুন।

উদাহরণ হিসেবে মনে করুন আপনি Bengali Technology নিয়ে কিছু পোস্ট করছেন।

তাহলে বাংলা টেকনোলজি এটাকে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করুন সেই পোস্টের সাথে।

তার সাথে কোন বিশেষ টেকনোলজি নিয়ে আপনি ছবি পোস্ট করেছেন সেই হ্যাশ ট্যাগ কেউ ব্যবহার করতে ভুলবেন না। 

তাহলে আপনি খেয়াল করে দেখবেন আপনার ইনস্টাগ্রাম একাউন্ট এর Reach অনেকটাই বেড়ে যাবে। ও আরও ফলওয়ার্স বৃদ্ধিতে সহায়তা করবে।

অনেক Online Tools রয়েছে যেগুলোর সাহায্যে আপনি যে ফটোটা ইনস্টাগ্রামে আপলোড করবেন সেটা সম্পর্কিত HashTags জেনারেট করতে পারবেন আপনি।

অর্থাৎ অটোমেটিক সেই ছবিতে যে যে ট্যাগগুলো দেওয়া সম্ভব সেটা গুলো আপনাকে দেখিয়ে দেওয়া হবে।

আপনি সেগুলো কে খুব সহজেই কপি করে নিয়ে আপনার ইনস্টাগ্রম ফটোর সাথে এড করতে পারবেন।

তাই সেই ধরনের টুল গুলিকে ব্যবহার করতে শিখুন।

শুধু ছবিতেই আটকে থাকবেন না 

এটা একটা বড় ভুল। তাই শুধুমাত্র ইনস্টাগ্রামের ছবি পোস্ট করার মধ্যেই আটকে থাকবেন না।

ইনস্টাগ্রাম প্রতিনিয়ত নানান আপডেটস নিয়ে আসছে।

তারা Instagram Reels নিয়ে এসেছে।

তারই সাথে এখন আপনি ভিডিও কনটেন্টও ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন। তাই সেগুলোর দিকেও নজর দিন।

নতুন নতুন এই আপডেটগুলি আসার ফলে এই ভিডিও কনটেন্ট অথবা ইনস্টাগ্রাম রিল এর রিচ এখন প্রচন্ড রকম বেশি।

তাই এই নতুন নতুন ফিচার গুলিকে অবশ্যই ব্যবহার করুন।

ইনস্টাগ্রম স্টোরি সঠিকভাবে ব্যবহার করুন 

আমরা অনেক সময়ই দেখি Instagram Story এবং Instagram Feed এর মধ্যে অনেকেই গুলিয়ে ফেলেন।

ফলে ইনস্টাগ্রম ফিড এ তে অপ্রয়োজনীয় ছবি পোস্ট করেন অনেকেই।

সেটা আপনার ইনস্টাগ্রাম একাউন্ট এর Brand Image কে ক্ষুন্ন করে।

তাই ইনস্টাগ্রাম ফিডে পোস্ট করার আগে সব সময় ভালো করে ছবির কোয়ালিটি যাচাই করুন।

তবেই ছবি পোস্ট করুন।

আপনার ফলোয়ার দের সাথে অন্যান্য কিছু যদি আপনি শেয়ার করতে চান, তাহলে আপনি অবশ্যই Instagram Story ব্যবহার করতে পারবেন।

স্টোরি দীর্ঘ সময়ের জন্য থাকে না, ফলে একটা নির্দিষ্ট সময় পর সেগুলো অটোমেটিক ডিলিট করে যায়। 

জেনে নিন : কীভাবে অনলাইনে টাকা ইনকাম করবে ? জেনেনাও জেনুইন কয়েকটি পদ্ধতি সম্পর্কে !

সেটা অনেকটা রিচ বাড়াতে সাহায্য করে আপনার ইনস্টাগ্রাম একাউন্ট এর ।

ট্রেন্ডিং টপিকস এর উপর নজর দিন 

ট্রেন্ডিং টপিকের উপর ইনস্টাগ্রামে পোস্ট করুন।

কোন অনুষ্ঠানের সময় সেই অনুষ্ঠান নিয়ে ছবি পোস্ট করুন। বা কোনো বিশেষ ঘটনা করলে সেই ঘটনা সম্বন্ধীয় কনটেন্ট ক্রিয়েট করুন।

তার সাথে সেই সময়ে Trending হ্যাশট্যাগ গুলোকেউ ব্যবহার করতে থাকুন।

দেখবেন এইটা আপনার অ্যাকাউন্টের রিচকে অনেকটাই বৃদ্ধি করবে।

লোকেশন সেট করুন

ইনস্টাগ্রামে পোস্ট করার সময় দেখুন সেখানে Location সিলেক্ট করার অপশন আপনি পাবেন।

আপনার পোস্ট যদি নির্দিষ্ট এলাকার বা নির্দিষ্ট ভাষাভাষী ইউজারদের জন্য হয়ে থাকে।

তাহলে এই লোকেশন সিলেকশন করলে সেটা দারুণ ভাবে কাজ দেয়।

 লোকেশন সিলেক্ট করার ফলে বেশীরভাগ ক্ষেত্রেই সেই নির্দিষ্ট এলাকার লোকজনের কাছে সেই পোস্টকে বেশিমাত্রায় ছড়িয়ে দেওয়া হয়ে থাকে।

তার ফলে আপনি সঠিক সময়ে সঠিক Audience রিচ করতে পারবেন। তাই প্রয়োজন হলে লোকেশন সিলেট করে রাখতে ভুলবেন না।

ক্রিয়েটরদের ট্যাগ করুন

এই বিষয়টা আগে ভাল করে জানুন।

আপনি যদি ভাল ডিজিটাল ইলাস্ট্রেশন করতে পারেন বা ভালো ড্রইং করতে পারেন বা হয়তো ভালো পোর্ট্রেট পেন্টিং করতে পারেন।

তাহলে বিখ্যাত ক্রিয়েটরদের (Famous Creators) বা বিখ্যাত ব্যক্তিদের পোর্ট্রেট পেন্টিং করে তাঁদেরকে ট্যাগ করুন।

কোন ক্রিয়েটর সম্পর্কিত আপনি যদি মিমও তৈরি করেন তা হলেও তাঁদেরকে ট্যাগ করুন।

আপনার তৈরি সেই অসাধারণ পোস্ট টিকে তাদের নজরে আনুন।

আপনার তৈরি করা পোস্ট তাদের ভাল লাগলে অবশ্যই তারা ও শেয়ার করবেন।

বা হয়তো তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে আপনাকে ট্যাগ করবেন।

যেটা আপনার চ্যানেলকে গ্রো করার জন্য দারুণ এক মাধ্যম হতে পারে।

তবে এই বিষয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে। কোয়ালিটি কনটেন্ট আপনাকে তৈরি করতে হবে সর্বপ্রথম। 

তবেই আপনি এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর দের দৃষ্টিগোচরে আসবেন। 

তাই সর্বপ্রথম Quality Content তৈরির দিকে নজর দিন এবং আপনি আপনার Skill Develop করার চেষ্টা করুন।

অন্যান্য ইনস্টাগ্রাম ক্রিয়েটর দের সাথে কোলাব করুন

এই সমস্ত পদ্ধতিগুলোর পরেও আরো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যন্ত ফলপ্রসূ পদ্ধতি হলো আপনার মত অন্যান্য ক্রিয়েটর দের সাথে ইনস্টাগ্রামে Collab করুন। 

এক্ষেত্রে Share for Share কোলাব অনেকের জন্যই প্রচন্ড রকম ভাবে কার্যকারী হয়ে থাকে। 

Share for Share কোলাবে আপনি এবং অপর এক কনটেন্ট ক্রিয়েটর একে অপরের পোস্ট শেয়ার করবেন তাদের নিজস্ব একাউন্টে। 

জেনে নিন : ইনস্টাগ্রাম থেকে কিভাবে টাকা ইনকাম করবেন ? জেনেনিন বিস্তারিত ভাবে

বিভিন্ন ভাবে বিভিন্ন রকম পেইজে Share for Share এর জন্য যোগাযোগ আপনি করতে পারেন।

তবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ইনস্টাগ্রাম একাউন্ট যে বিষয়ে ও যার একাউন্টে আপনি আপনার ইনস্টাগ্রাম একাউন্ট কে শেয়ার দিতে চাইছেন তার অ্যাকাউন্টে যেন সেই বিষয়ভিত্তিকই হয়ে থাকে।

অর্থাৎ দুজনের নিচ যেন একই রকম থাকে।

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে TelegramFacebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন!

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!