• Home
  • TechMate

এবার বেড়াতে যান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে !

সদ্য সদ্য বিশাল ঘোষণা করল নাসা। ঘোষণা অনুযায়ী এবার থেকে যে কেউ চাইলেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে বেড়িয়ে আসতে পারবেন এবং একটানা সেখানে 30 দিন পর্যন্ত কাটিয়ে আসতে পারবেন।

শুনতে অবাক লাগলেও এটাই সত্য।

আপনি যদি মহাকাশে বেড়িয়ে আসার ব্যাপারে চিন্তাভাবনা করছেন।

তাহলে এর থেকে ভালো খবর আপনার আর কিছু হতে পারে না।

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভ্রমণ ?

নাসার দৌলতে এবার থেকে সাধারণ মানুষও বেড়াতে যেতে পারবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এবং সেখানে কাটিয়ে আসতে পারবেন একটানা 30 দিন।

নাসার মতে একবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে ফিরে আসতে অর্থাৎ শুধুমাত্র ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া এবং আসার জন্যই এর জন্য প্রত্যেক অভিযাত্রীকে দিতে হবে ফিফটি এইট মিলিয়ন ইউ এস ডলার ভারতীয় মুদ্রায় যা 4,03,38,59,400 টাকা।

তবে তার জন্য পকেটের জোর হতে হবে সাংঘাতিক।

[bctt tweet=”এবার বেড়াতে যান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে !” username=”shresthoblog”]

নাসার মতে একবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে ফিরে আসতে অর্থাৎ শুধুমাত্র ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া এবং আসার জন্যই প্রত্যেক অভিযাত্রীকে দিতে হবে ফিফটি এইট মিলিয়ন ইউ এস ডলার।

ভারতীয় মুদ্রায় যা 4,03,38,59,400 টাকা।

আরও পড়ুন : কীভাবে আপনার স্মার্টফোনটিকে অত্যধিক গরম হওয়া থেকে বাঁচাবেন ?

আর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রত্যেক রাত কাটানোর জন্য থাকার জন্য অভিযাত্রী কে দিতে হবে রাত পতি 35000 ইউ এস ডলার ভারতীয় মুদ্রায় যা 24,34,243 টাকা।

এ সম্পর্কিত প্রযুক্তির জন্য নাসা বিভিন্ন প্রাইভেট কোম্পানি যেমন স্পেস এক্স এবং বোয়িং এর সাথে কাজ করে চলেছে ।

এই কোম্পানিগুলোই যাওয়া এবং আসার জন্য ওই বিশাল অঙ্কের টাকা চার্জ করবে আপনার থেকে।

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকার ব্যবস্থা, সেখানে খাবার জল এবং অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনাকে নাসা কে দিতে হবে 35 হাজার ইউএস ডলার পার নাইটভারতীয় মুদ্রায় যা 24,34,225 টাকা।

সেখানে আপনি যদি ইন্টারনেট ব্যবহার করতে চান, তাহলে পার জিবি আপনাকে দিতে হবে 50 ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা মাথা ঘোরানো 3,477 টাকা।

এক কথায় বলতে গেলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভ্রমণ শুধুমাত্র কোটিপতিদের জন্যই।

সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই এটি।

আরও পড়ুন : কীভাবে স্টেডিয়ামে বসেই সরাসরি ইসরোর রকেট লঞ্চ দেখতে পারবেন ?

শুধুমাত্র যাওয়া-আসা টিকিটের খরচই 400 কোটি টাকা এবং যা আপনাকে দিতেই হবে এই অসাধারণ অভিজ্ঞতা অর্জনের জন্য।

সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন

আপনি শুধু কোটিপতি হলেই হবে না।

এপ্লাই করার পর নাসা আপনাকে সিলেক্ট করলে আপনি তবেই এই ট্যুরে যোগদান করতে পারবেন

আরও পড়ুন : International Space Station সম্পর্কে এই অবাক করা তথ্য গুলি জানেন কি?

তবে আশা করবো আগামী দিনে এই বিপুল পরিমাণ খরচা কমিয়ে নাসা তা সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসবে।

তাহলে অল্প হলেও কিছু সংখ্যক মানুষ তাদের স্বপ্নকে পূরণ করতে পারবে এবং তাহলে শ্রেষ্ঠ ব্লগ থেকেও আমরা ইন্টারন্যাশনাল স্পেসস্টেশনে বেড়াতে যাওয়ার টিকিট গিভআওয়ে করতে পারবো, কী বলেন ? 🙂 

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!