• Home
  • Technology Facts

মার্ক জুকারবার্গ সম্পর্কে এই অজানা অচেনা তথ্য গুলি জানো কি ?

মার্ক জুকারবার্গ এখন একটি খুবই চেনা নাম।

কিন্তু এই চেনা নামের মধ্যেই লুকিয়ে আছে অনেক স্ট্রাগল, লুকান প্রতিভা ও হার না মানার মানসিকতা।

মার্ক জুকারবার্গ কে আমরা সবাই ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসাবেই চিনি।

কিন্তু এর মধ্যেই অনেক কিছু ব্যাপার আছে যা জানলে আমরা হতবাক হয়ে যাবো।

আজকে আমরা আলোচনা করবো এই কে নিয়েই অনেক অজানা অচেনা তথ্য গুলি সম্পর্কে।

মার্ক জুকারবার্গ সম্পর্কে এই অজানা অচেনা তথ্য গুলি জানো কি ?

মার্ক জুকারবার্গ

অল্প বয়স থেকেই যাত্রা শুরু !

জুকারবার্গ প্রোগ্রামিং শুরু করেছিল খুবই অল্প বয়স থেকে।

তিনি যখন মাত্র 12 বছর বয়সি ছিলেন তখন একটি মেসেজিং প্রোগ্রাম তৈরি করেছিলেন  যার নাম দিয়েছিলেন জুক নেট।

যা তার বাবা তার দাঁতের ডাক্তারখানায় ব্যবহার করতেন। 

এই প্রোগ্রামের সাহায্যে কোন রোগী তার ডাক্তারখানায় এলে তার রিসেপসনিস্ট কোনরকম চিত্কার না করেই তাকে জানিয়ে দিতে পারতেন।

 ভাবতেই অবাক লাগে!

ছোটো থেকেই প্রতিভার বিচ্ছুরণ !

মার্ক জুকারবার্গ হাই স্কুলে পড়াকালীনই নিকটবর্তী কলেজ থেকে কম্পিউটার গ্রাজুয়েটের ক্লাস করেছিলেন।

ছোট থেকেই তার প্রতিভার বিচ্ছুরণ ছিল অবাক করা।

 

শিক্ষককেই শেখাতেন !

তার বাবা-মা তার জন্য একজন কম্পিউটারের গৃহশিক্ষক রেখেছিলেন তাকে কম্পিউটার শেখানোর জন্য।

কিন্তু পরবর্তীকালে সেই শিক্ষক স্বীকার করেন যে তার থেকে তার ছাত্র সমস্ত বিষয়ে অনেকে এগিয়ে ছিলেন এবং যার ফলে তাকে পড়ানো তার জন্য কঠিন হয়ে উঠছিল।

আরও জানো : ইন্টারনেট -এ যে সমস্ত ইল্লিগ্যাল কাজ আমরা নিজেদের অজান্তেই করে থাকি !

অধীনতা পছন্দ নয় !

তিনি গ্রাজুয়েট হওয়ার আগেই অনেক বিশ্ববিখ্যাত কোম্পানি তার কাছে জব অফার নিয়ে এসে হাজির হয়।

যেমন মাইক্রোসফট। কিন্তু তিনি সরাসরি তা প্রত্যাখ্যান করেন।

শূন্য থেকে শুরু হয় ফেসবুক !

তিনি প্রথম ফেসবুক লঞ্চ করেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে তার ডরমিটরি থেকে।

এবং ফেসবুকের পর আরো জোরকদমে কাজ করার জন্য তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট করেন।

মার্ক জুকারবার্গ এর জীবন নিয়ে মুভি !

জুকারবার্গের আগের জীবন এবং ফেসবুকের জন্ম নিয়ে একটি মুভি তৈরি হয়ে গেছে । 

এর নাম দেওয়া হয়েছে সোশ্যাল নেটওয়ার্ক

যা অনেকের কাছেই একটি অনুপ্রেরণামূলক মুভি।

 

মার্ক জুকারবার্গ এর স্যালারি !

স্টিভ জোবস এর মতই ফেসবুকের সিইও হিসাবে জুকারবার্গের বার্ষিক স্যালারি মাত্র 1 ডলার।

যা সকলের কাছে এক দৃষ্টান্ত স্বরূপ।

 

জুকারবার্গ এর বিবাহ !

জুকারবার্গ তার দীর্ঘদিনের গার্লফ্রেন্ড প্রিসসিলা চ্যান কেই বিবাহ করেন।

আর তাদের বিবাহ টাও সবার কাছে ছিল সারপ্রাইজ।

বিয়েতে নিমন্ত্রিতরা জানতেনই না যে তাদের বিবাহের আমন্ত্রণ করা হয়েছে।

অতিথিদের জানানো হয়েছিল যে তাদের নিমন্ত্রণ করা হয়েছে চ্যান এর মেডিক্যাল স্কুল গ্রাজুয়েশন এর সেলিব্রেশন পার্টিতে। 

পরে সেখানে গিয়ে তারা সত্যটা দেখেন ।

 

ফেসবুক কেন নীল ?

জানো কি ফেসবুকটা নীল রঙের কারণ জুকারবার্গ বর্ণান্ধ!

তিনি লাল ও সবুজ রং ভালো দেখতে পারেন না।

অর্থাৎ বলা যায় তিনি নীল রংটাই ভালো করে দেখতে পান

সেইজন্য ফেসবুকের ব্র্যান্ড কালার নীলটাই বেছে নিয়েছিলেন তিনি।

মার্ক জুকারবার্গ

জুকারবার্গ এর বিখ্যাত কুকুর !

জুকারবার্গের কাছে একটি হাঙ্গেরিয়ান শিপ ডগ আছে যার নাম বিস্ট

ফেসবুকে তার নামে একটি পেজও রয়েছে যাতে বর্তমানে ফলোয়ারের সংখ্যা 2 মিলিওনের বেশি। 

 

জুকারবার্গ কে ব্লক !

শুনতে অবাক লাগলেও জুকার্বার্গকে ফেসবুকে কেউ কখনও ব্লক করতে পারবে না।

এমকন ভাবেই প্রোগ্রাম করা রয়েছে তার একাউন্ট।

বিশ্বাস না হলে তুমি নিজেই গিয়ে চেষ্টা করে দেখো। 

[bctt tweet=”মার্ক জুকারবার্গ সম্পর্কে এই অজানা অচেনা তথ্য গুলি জানো কি ?” username=”shresthoblog”]

ফেসবুকের উন্নতিই তার একমাত্র লক্ষ্য !

জুকারবার্গ সব সময়ই গ্রে টি শার্ট ও ব্লু জিন্স পরে থাকেন।

এর কারণ হিসেবে তিনি বলেন যে তিনি প্রত্যেকদিন সকালে কি পরবেন এটা ভেবেও সময় নষ্ট করতে চান না তিনি, যাতে করে তিনি ফেসবুকের উন্নতির প্রতি তিনি ফোকাস থাকতে পারেন। 

ফেসবুক তার কতটা ভালোবাসার ও ফেসবুক কে কতটা উন্নতির শিখরে তিনি নিয়ে যেতে চান এটা থেকেই তা প্রমাণ হয়। 

আরও জানো : কীভাবে অজানা হোয়াটসঅ্যাপ Group এ যোগ হওয়া থেকে নিজেকে বাঁচাবেন ?

কমেন্ট ম্যাজিক !

তুমি যদি ফেসবুকের কমেন্টে @[4:0] লিখে এন্টার প্রেস করেন তাহলে জুকারবার্গের নাম আবির্ভূত হবে। 

বিশ্বাস না হলে চেষ্টা করে দেখো। 

সাবস্ক্রাইব করো, শ্রেষ্ঠ থাকো

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকো, শ্রেষ্ঠ থাকো !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!