শীঘ্রই হোয়াটসঅ্যাপ -এ আসতে চলেছে এই ফিচার গুলি !
হোয়াটসঅ্যাপ -এ সবসময়ই নানান ফিচার যোগ হয়েই থাকে !
এই বছরে জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নানান আপডেটে।
নিয়ে এসেছে অসংখ্য পরিবর্তন এবং করে চলেছে আমাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনকে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি।
এর আগেও আমরা আলোচনা করেছি কীভাবে Delete করে দেওয়া WhatsApp Message পড়তে পারবেন এবং কিভাবে আপনার WhatsApp-কে নিরাপদ রাখবেন এছাড়াও কীভাবে আপনার Laptop/Desktop থেকে Whatsapp ব্যবহার করবেন!
এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে উপরের আর্টিকেল গুলোই অবশ্যই চোখ বুলিয়ে নিন !
এই বছরে জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নানান আপডেটে। নিয়ে এসেছে অসংখ্য পরিবর্তন এবং করে চলেছে আমাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনকে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি।
আজ আমরা আলোচনা করব এমন কয়েকটি ফিচার এর কথা যেগুলি অতি শীঘ্রই আসতে চলেছে হোয়াটসঅ্যাপ -এ !
হোয়াটসঅ্যাপ ডার্ক মোড ফিচার :
এর আগেও আমরা আলোচনা করেছি বিভিন্ন অ্যাপের ডার্ক মোডের ব্যাপারে।
এর আগেও আমরা আলোচনা করেছি বিভিন্ন অ্যাপ্লিকেশনের ডার্ক মোডের প্রয়োজনীয়তা কি।
নিঃসন্দেহে এটি একটি খুব দারুণ পদক্ষেপ এবং এটি আমাদের চোখের উপর চাপ অনেক কমিয়ে দেয়।
জেনে নিন : ইউটিউব এর ডার্ক মোড কি ? কীভাবে এটি আপনার চোখকে বাঁচিয়ে দিতে পারে ?
এটি ব্যাটারির পোড়া অনেক কমিয়ে দেয় ইউটিউব এবং টুইটার অলরেডি তাদের ডার্ক ফিচার নিয়ে চলে এসেছে তাদের অ্যাপ্লিকেশনে।
অতি শীঘ্রই হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে এই ফিচার ।
হোয়াটসঅ্যাপ কিউআর কোড ফিচার :
অনেক ফোনেতেই বাই ডিফল্ট এই ফিচার দেওয়া থাকে।
এর সাহায্যে আপনি আপনার ফোনে সেভ করা কোন নাম্বারের কিউআর কোডের সাহায্যে অন্য কারো সাথে শেয়ার করতে পারবেন।
সেই ফিচার অতি সহজেই আপনি আপনার ফোনে সেভ করে রাখা কোন নাম্বার অন্য কাউকে দিতে পারবেন।
কিউআর কোড স্ক্যানার এর সাহায্যেই শুধু আপনাকে সেই নাম্বারে কিউআর কোড স্ক্যান করে করতে হবে।
হোয়াটসঅ্যাপ কন্টাক্টস রাঙ্কিং :
আপনি আপনার ফোনে সেভ করা কোন কোন নাম্বারের সাথে সব থেকে বেশি Interaction করছেন এবং কার সাথে কম করছেন সেই অনুযায়ী র্যাঙ্ক করা হবে আপনার হোয়াটসঅ্যাপের কন্টাক্টস।
তা সে Interaction হোয়াটসঅ্যাপ অডিও অথবা ভিডিও কল, হোয়াটসঅ্যাপ চ্যাট যেকোনভাবেই হোক না কেন।
আইওএস বিটা ভার্সনে এই ফিচারটি কে শীঘ্রই রোল করা হবে।
আরও পড়ুন : কিভাবে কোন Software ছাড়াই YouTube থেকে সহজেই ভিডিও ডাউনলোড করতে পারবেন ?
প্রাইভেট রিপ্লাই :
খুব তাড়াতাড়ি এই ফিচারটিও আসতে চলেছে হোয়াটসঅ্যাপে।
এর সাহায্যে আপনি যদি কোন নির্দিষ্ট একটি গ্রুপে যুক্ত থাকেন তাহলে সেই গ্রুপের যে কোন একটি নির্দিষ্ট মেম্বারকে প্রাইভেট লিমিটেড পাঠাতে পারবেন ।
এই ফিচারটি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য বেটা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে রোল করা।
আপডেট : WhatsApp লেটেস্ট ভারসানে এই ফিচারটি এখন আভেলেবেল !
নির্দিষ্ট গ্রুপের মধ্যে ভিডিও কল :
হোয়াটসঅ্যাপ এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন : ফোনের মেমোরি শেষ হয়ে যাওয়া থেকে মুক্তি ! জেনেনিন পাঁচটি শ্রেষ্ঠ ক্লাউড স্টোরেজ কোনগুলি ?
এর ফলে আপনি কোন নির্দিষ্ট একটি গ্রুপে যদি মেম্বার হন তাহলে সেই গ্রুপ মেম্বারদের মধ্যেই ভিডিও কল করতে পারবেন।আসতে চলেছে অতি শীঘ্রই এই ফিচারটি।
সাবস্ক্রাইব করুন, শ্রেষ্ঠ থাকুন
আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter , Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !