• Home
  • TechMate

তাড়াতাড়ি আপডেট করুন গুগল ক্রোম ব্রাউজার !

সব কাজ ছেড়ে এখনই আপডেট করে নিন গুগল ক্রোম ব্রাউজার ! না হলে আপনি বিপদে পড়বেন !

বর্তমানে 310 মিলিয়নেরও বেশি মানুষ গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন এবং নিঃসন্দেহে এটি সকলেরই পছন্দের !

কেন আপডেট করবেন আপনার ক্রোম ব্রাউজার ?

ইতিমধ্যে গুগল ক্রোমে এমন একটি বাগ এসেছে যার ফলে ক্ষতি হতে পারে আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের।

এই ক্ষতির হাত থেকে বাঁচতেই গুগল ক্রোম তড়িঘড়ি নতুন আপডেট নিয়ে এসেছে !

গুগল ক্রোমের নতুন স্টেবেল ভার্সন 80.0.3987.122 যা Windows, MacOs আর Linux এর জন্য আপলোড করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে বাগটির ব্যাপারটি গুগল স্বীকার করে জানিয়েছে, ক্রোম ৮০ তে একটা হাই লেভেলের খামতি খুঁজে পাওয়া গেছে।

যার সাহায্যে আপনার পিসি বা যে ডিভাইসে ক্রোম ব্রাউজারটিকে ব্যবহার করছেন সেটাকে সহজেই হ্যাক করা যাবে !

আরও জানুন : কীভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কে সরাসরি শেয়ার করতে পারবেন ফেসবুক স্টোরিতে ?

সেই জন্যই তড়িঘড়ি তারা নিয়ে এসেছে নতুন আপডেট !

কীভাবে আপডেট করবেন ?

প্রথমেই ক্রোম ব্রাউজার টি ওপেন করুন ও ডান দিকের উপরের তিনটি ডটে ক্লিক করুন ।

তারপর Help অপশন এ যান ।

তারপর About Google Chrome অপশনে ক্লিক করলেই ক্রোম ব্রাউজার আপডেট হয়ে যাবে ।

এরপর ইন্সটল করে ওপেন করে নিন !

তাহলেই আর কোনো চিন্তা থাকবে না বলে জানাচ্ছে গুগল !

সাবস্ক্রাইব করুন , শ্রেষ্ঠ থাকুন

আমাদের সমস্ত আপডেট সরাসরি পেতে Facebook , Twitter Instagram ও YouTube -এ তে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন !

Click Here to Leave a Comment Below 0 comments

Leave a Reply:

error: Content is protected !!