Virtual Aadhar Id কী ? কীভাবে Virtual Aadhar Id Generate করবেন ?
এখন Aadhar Card আমাদের জীবনের প্রতিটি কাজে জড়িয়ে আছে।
সরকার প্রত্যেকদিনই তাদের নানান ঘোষণার মাধ্যমে আমাদের Aadhar Card কে আমাদের সমস্ত প্রয়োজনীয় Documents-এর সাথে লিঙ্ক করতে বলছে। এবং আমরা তা করতে বাধ্য হচ্ছি।
ব্যাংক এর লেনদেন থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রে, বা আপনি যদি ব্যবসা ও করেন তাহলেও আপনার Aadhar Card এর প্রয়োজন থাকে সবসময়।
বলা হয়ে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত Aadhar Card আমাদের সকল কাজের সাথী হয়ে থাকে।
Aadhar Card এত গুরুত্বপূর্ণ Document হলেও তার Security সম্পর্কে নানান সমস্যার কথা আমাদের শুনতে হয় ।
প্রায়শই শোনা যায় যে Aadhar Details Leak হয়েগেছে। বা কোন এক সরকারি ওয়েবসাইট এ Aadhar Details সব পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন : Online Shopping করার সময় কোন কোন বিষয়গুলি আপনাকে ঠকে যাওয়া থেকে বাঁচাবে অবশ্যই জেনে নিন !
এছাড়া আমাদের দৈনন্দিন কাজেও আমরা যখন Aadhar ব্যবহার করি অর্থাৎ Mobile No-এ Aadhar লিঙ্ক ক্ষেত্রে বা অন্য কোন জায়গা থেকেও আমাদের Aadhar তথ্য ফাঁস হয়ে যেতে পারে।
এখন যেহেতু Aadhar card এর সাথে ব্যাংক Account লিঙ্ক করা আছে তাই শুধুমাত্র Aadhar No পেলেই যেকেউ আপনার ব্যাংক Account Details পেয়েযেতে পারে ।
[bctt tweet=”Virtual Aadhar Id কী ? কীভাবে Virtual Aadhar Id Generate করবেন ?” username=”shresthoblog”]যেহেতু বেশির ভাগ লোকজনই Technical বিষয় সম্পরকে ওয়াকিবহাল নয় তাই থেকে নানান সমস্যার সৃষ্টি হওয়াও অসম্ভব নয়।
এই সমস্যা সমাধানের জন্য UIDAI একটা নতুন Feature নিয়ে এসেছে তাদের ওয়েবসাইট-এ এটাই হল Virtual Aadhar Id।
যার মাধ্যমে আপনাকে আর আপনার Aadhar No কাউকে বলতে হবে না।
Table of Contents
Virtual Aadhar Id কী ?
- 12 ডিজিট এর Aadhar No এর পরিবরতে আপনি পাবেন 16 ডিজিট এর Virtual Aadhar Id । যা দিয়ে আপনি আপনার Aadhar এর সমস্ত কাজ করতে পারবেন ।
- একমাসে আপনি যত খুশি Virtual Aadhar Id Generate করতে পারবেন ।
- এবং একবার Virtual Aadhar Id Generate করার পর যেই মাত্র আপনি অন্য Virtual Aadhar Id Generate করবেন সাথে সাথেই আপনার আগের Virtual Aadhar Id Delete হয়েযাবে ।
- অর্থাৎ এর ফলে কেউ আপনার Aadhar Details সংরক্ষিত রেখে কোনরকম সমস্যার সৃষ্টি করতে পারবেন না।
কীভাবে Virtual Aadhar Id Generate করবেন ?
- Virtual Aadhar Id Generate করার জন্য প্রথমেই এই লিঙ্ক -এ Click করুন বা আপনার Browser এর এড্রেস বার-এ Type করুন https://uidai.gov.in/।
- সেখানে মাঝামাঝি জায়গায় দেখুন Generate Virtual Aadhar Id অপশন আছে। সেটাতে Click করুন।
- তারপর যে Page টা খুলে যাবে সেটাতে Aadhar No ও Security কোড Type করার অপশন থাকবে।
- সেখানে যথাযথ জায়গায় আপনার Aadhar No দিন ও যে Security Code দেওয়া আছে সেটা Type করুন।
- তারপর Send OTP অপশন এ Click করুন।
- এর পর আপনার Registered মোবাইল No-এ একটি OTP যাবে যা 30 Minute-এর জন্য Valid থাকবে।
- সেটা কে আপনি Enter OTP অপশনটাই লিখুন ও তার নীচে Generate VID অপশন টা Select করুন ও Submit অপশনটাই Click করুন।
- ব্যাস। তাহলেই আপনার Registered মোবাইল No -এ আপনি আপনার Virtual Aadhar Id পেয়েযাবেন ।
সেটাকে এবার থেকে আপনি আপনার সমস্ত কাজে aadhar No এর বিকল্প হিসাবে ব্যবহার করতে পারবেন।
সম্পর্কে কিছু প্রশ্নোত্তর :
একমাসে আপনি কটি Virtual Aadhar Id Generate করতে পারবেন ?
একমাসে আপনি আপনার যত গুলো করার ইচ্ছা ততগুলোই Virtual Aadhar Id Generate করতে পারবেন। UIDAI এর কোন Limitation দেয়নি।
Virtual Aadhar Id -এর সাহায্যে আপনি কি এর বিকল্প হিসাবে সমস্ত কাজই করতে পারবেন?
হ্যাঁ । Virtual Aadhar Id -এর সাহায্যে আপনি Aadhar এর বিকল্প হিসাবে সমস্ত কাজই করতে পারবেন।
Virtual Aadhar Id Generate করার জন্য কি Mobile No Aadhar এর সাথে Link থাকতে হবে?
হ্যাঁ । Virtual Aadhar Id Generate করার জন্য আপনার Mobile No Aadhar -এর সাথে লিঙ্ক থাকতে হবে। যদি আপনার Mobile No Aadhar -এর সাথে লিঙ্ক করা না থাকে তাহলে আপনি আপনার নিকটবর্তী যেকোনো CSC তে গেলেই খুব অল্প সময়ের মধ্যেই তা করে দেওয়া সম্ভব।
আরও পড়ুন : কয়েকটি শ্রেষ্ঠ Hollywood Movie যেগুলি আপনাকে কখনও আশা না ছাড়তে অনুপ্রেরণা দেবে!
Virtual Aadhar Id সম্পর্কিত Post টি আপনার কেমন লাগলো তা নীচে Comment করে আমাদের অবশ্যই জানান।
Post টিকে Share করে আপনার প্রিয়জনদের জানতে সুযোগ করে দিন !
আমাদের সমস্ত Post Update সরাসরি পেতে Social Media তে আমাদের সাথে যুক্ত থাকুন ও শ্রেষ্ঠ থাকুন !